হার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত
Published: 6th, August 2025 GMT
বাংলাদেশি বংশোদ্ভূত সালমান চৌধুরী। নামটি আপনার কাছে আনকোরা কোনো নাম। কিন্তু যুক্তরাষ্ট্রে অভিবাসীর এই সন্তান পড়াশোনার জন্য জায়গা করে নিয়েছে কয়েকটি গণমাধ্যমের পাতায়। আইভি লিগের হার্ভার্ড–ইয়েলসহ সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। কোনোটা কোনোটা থেকে পেয়েছেন ফুলফান্ডেড বৃত্তিও। এরপরই তাঁকে নিয়ে চলছে চর্চা। কারণ, কোনো দামি কোচিংয়ে তিনি যাননি, কোনো অ্যাডমিশন কনসালট্যান্টের সহায়তা নেননি, নিজ চেষ্টায় পরিবারকেন্দ্রিক মূল্যবোধকে সম্বল করে তিনি পৌঁছেছেন স্বপ্নের ঠিকানায়।
সালমান চৌধুরী সম্প্রতি নিউ জার্সির প্যাসিফিত কাউন্টি টেকনিক্যাল ইনস্টিটিউট (পিসিটিআই) স্টেম একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করেছেন। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, কলাম্বিয়া, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়সহ আইভি লিগসহ ১০টি শীর্ষ আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
আইভি লিগ মানেই আভিজাত্য, যোগ্যতা, মেধা আর মননশীল সুস্থ উন্নত মানুষের সংমিশ্রণে আমেরিকার শিক্ষাঙ্গনের ধারণা। ৮টি আইভি লিগ বিশ্ববিদ্যালয় হলো ব্রাউন ইউনিভার্সিটি, কলাম্বিয়া ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, ডার্টমাউথ কলেজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ও ইয়েল ইউনিভার্সিটি।
এখন সবার প্রশ্ন, উঁকি দিতে কীভাবে এক বাঙালি কিশোর আমেরিকার শীর্ষ ২৫ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০টিতে পড়ার সুযোগ পেলেন। আসলে কোন সূত্র বা মন্ত্রে এমনটা ঘটল। আমেরিকা ও ভারতের কয়েকটি গণমাধ্যম তাঁকে নিয়ে করা প্রতিবেদনে সে কথা জানিয়েছে। সিএনবিসির এক খবরে বলা হয়েছে, মাত্র তিনটি সহজ সূত্রে হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটনসহ সেরা মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন সালমান চৌধুরী।
যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হওয়া যেন একধরনের কঠিন প্রতিযোগিতার মতো। সেখানকার পরিবারগুলো কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করে প্রাইভেট টিউটর, কলেজ কনসালট্যান্ট ও বিভিন্ন অভিজাত কোর্সে শিক্ষার্থীদের ভর্তি করে। ইন্টার্নশিপ, নানা প্রতিযোগিতা ও সিভি তৈরির প্রশিক্ষণও চলে। আসলে এই পুরো প্রক্রিয়াটিতে একটি ব্যাপার মোটামুটি প্রমাণিত যদি আইভি লিগে পড়তে চাও, তাহলে অর্থের বিনিময়ে প্রাইভেট টিউটর, কলেজ কনসালট্যান্ট ও কোচিং দরকার। তবে মাঝেমধ্যে কেউ কেউ এসব প্রচলিত ধারা ভেঙে এগিয়ে যায়। সালমান চৌধুরী তেমনি একজন। তিনি শুধু বড় স্বপ্ন দেখেননি, তিনি সেই স্বপ্নটাকে বাস্তবেও রূপ দিয়েছেন।
বাংলাদেশি অভিবাসী বাবা-মায়ের সন্তান সালমান চৌধুরী সম্প্রতি নিউ জার্সির পিসিটিআই স্টেম একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করেছেন। এ বছর তিনি আমেরিকার শীর্ষ ২৫ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০টিতে পড়ার সুযোগ পেয়েছেন। এর মানে এগুলোতে পড়ার জন্য ভর্তি পরীক্ষা সফলভাবে উতরে গেছেন।
সালমান চৌধুরী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট আম র ক
এছাড়াও পড়ুন:
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
বগুড়ার শিবগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নিহত দুজন হলেন- পাথরবোঝাই ট্রাকের চালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫) এবং তার সহকারী ইমরান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেছেন, রংপুরগামী আলুবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/এনাম/রফিক