ব্যবহারকারীদের প্রতারণামূলক বার্তা থেকে রক্ষা করতে একাধিক নতুন নিরাপত্তা–সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করছে হোয়াটসঅ্যাপ। গতকাল মঙ্গলবার এক ঘোষণায় মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি জানিয়েছে, প্রতারণা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬ লাখ ৮০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে বিশ্বজুড়ে নানা ধরনের ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা করা হচ্ছিল। নতুন নিরাপত্তা–সুবিধাগুলো ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে প্রতারণামূলক বার্তা শনাক্তে সহায়তা করবে।

নিরাপত্তা–সুবিধাগুলো চালু হলে কোনো অপরিচিত ব্যক্তি ব্যবহারকারীদের নতুন কোনো গ্রুপে যুক্ত করলেই হোয়াটসঅ্যাপ একটি ‘সেফটি ওভারভিউ’ দেখাবে। এতে গ্রুপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করা হবে। ফলে ব্যবহারকারীর কাছে গ্রুপটি পরিচিত মনে হলে তিনি চ্যাট খুলে বিস্তারিত দেখতে পারবেন। অন্যথা, স্বয়ংক্রিয়ভাবে গ্রুপের নোটিফিকেশন বন্ধ থাকবে। ব্যবহারকারী আগ্রহ প্রকাশ না করা পর্যন্ত কোনো বার্তা দেখানো হবে না। এর ফলে ব্যবহারকারীদের অজান্তে কোনো সন্দেহজনক গ্রুপে যুক্ত হওয়া ও বিভ্রান্ত হওয়ার আশঙ্কা কমবে।

ব্যক্তিগত চ্যাটেও প্রতারণা প্রতিরোধে বাড়তি সতর্কতা যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। অনেক প্রতারক প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য ওয়েবসাইটে পরিচিত হয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করেন। এরপর হোয়াটসঅ্যাপে প্রতারণামূলক বিভিন্ন বার্তা পাঠান। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারী যদি কন্ট্যাক্ট লিস্টে না থাকা কারও সঙ্গে চ্যাট শুরু করেন, তাহলে হোয়াটসঅ্যাপ সেই ব্যক্তির সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য দেখাবে।

এক ব্লগ বার্তায় হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্রতারণা প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি কম্বোডিয়াভিত্তিক প্রতারক চক্রকে শনাক্ত করে কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই চক্র চ্যাটজিপিটি ব্যবহার করে প্রতারণামূলক বিভিন্ন বার্তা পাঠিয়ে অর্থ সংগ্রহ করত।

সূত্র: টেক ক্রাঞ্চ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প ব যবহ র

এছাড়াও পড়ুন:

‘সবাই সাবধান, শহরে নাগিন আজমেরী হক এসেছে’

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যত্থানের মুখে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আন্দোলনের শুরু থেকে জোরোলো ভূমিকা পালন করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কখনো ফেসবুকে, কখনো দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারে রাজপথে দাঁড়িয়েছেন এই শিল্পী। 

চব্বিশের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘিরে তৈরি হওয়া মতপার্থক্য এখনো দূর হয়নি। ফলে বাঁধনকে নানাভাবে নানাজন কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। অন্তত, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে পরিষ্কার বোঝা যায়। এবার বাঁধন জানালেন, গালি হিসেবে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘নাগিন’ শব্দটি। 

আরো পড়ুন:

গায়ক জুবিনের প্রেম জীবন

‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন শিমুল খান

সোমবার (২৩ সেপ্টেম্বর) বাঁধন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই অভিনেত্রী বলেন, “আমি এখন জীবনের দুর্দান্ত সময় পার করছি (বিস্তারিত পরে বলব)। এরই মাঝে আমার ‘গালি’ সংগ্রহে নতুন এক সংযোজন হয়েছে, তা হলো— ‘নাগিন’।” 

খানিকটা ব্যাখ্যা করে বাঁধন বলেন, “মানুষ আমাকে অনেক কিছুই বলেছেন। কিন্তু এই নামটা একদম নতুন, স্টাইলিশ…। সত্যি বলতে, এটি আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই সবাই সাবধান—শহরে নাগিন আজমেরী হক এসেছে।” 

বাঁধনের এই স্যাটায়ার পোস্ট নিয়ে নেটিজেনদের অনেকে রসিকতা করছেন। কেউ কেউ মানসিক সমর্থন জানিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। 

লাক্স তারকা থেকে রুপালি পর্দা, তারপর বিশ্ব মঞ্চ ও বলিউডে দেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার এই চলার পথ মোটেও মসৃণ ছিল না। কারণ পেশাগত নানা সংকটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সংগ্রামটা একাই করতে হয়েছে তাকে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ