চুরি, ছিনতাইয়ের মাধ্যমে অপরাধে হাতেখড়ি। এরপর জড়িয়ে পড়েন মাদক কারবারে। আধিপত্য বজায় রাখতে গড়ে তোলেন নিজস্ব বাহিনী। নামের সঙ্গে যুক্ত হয় কিশোর গ্যাং নেতা। পুলিশের খাতায় তোলেন নাম। ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি, মাদকের ২০টি মামলাও হয় তাঁর বিরুদ্ধে। চাঁদা আদায় ও এলাকায় আধিপত্য বিস্তারে কথায় কথায় প্রকাশ্যে ছোড়েন গুলি। রয়েছে ‘টর্চার সেল’ও। চট্টগ্রামের আলোচিত এই ‘সন্ত্রাসীর’ নাম শহীদুল ইসলাম। এলাকার মানুষ ও পুলিশের কাছে তিনি পরিচিত বুইস্যা নামে।

চট্টগ্রাম নগরের আলোচিত ‘সন্ত্রাসী’ শহীদুল ওরফে বুইস্যা চান্দগাঁও, পাঁচলাইশ এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম। পুলিশ বলছে, মাদক বিক্রি ও চাঁদাবাজির টাকা দ্রুত গুনতে তাঁর রয়েছে টাকা গণনার যন্ত্র। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানোর কথা বলছে পুলিশ। ইতিমধ্যে তাঁর কিছু সহযোগী গ্রেপ্তারও হয়েছেন।

শহীদুল ইসলাম বুইস্যা ও তাঁর বাহিনীর লোকজন চাঁদা না পেলেই গুলি ছোড়েন। এই কারণে চান্দগাঁও, পাঁচলাইশ এলাকার বাসিন্দারা আতঙ্কে থাকেন। সর্বশেষ ৪ অক্টোবর বুইস্যার সহযোগী মুন্না পাঁচলাইশ বাদুরতলা এলাকায় একটি গ্যারেজের সামনে গুলি ছোড়েন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিজয় চৌধুরীর গ্যারেজের সামনে এসে হুমকি দিতে থাকেন মুন্না। একপর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে গুলি করেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি। পরবর্তী সময়ে গ্যারেজ মালিকসহ আশপাশের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে মুন্না পালিয়ে যান।কে এই বুইস্যা

ভোলার দৌলতখান থানা সদরের মোহাম্মদ আলীর ছেলে শহীদুল ইসলাম ওরফে বুইস্যা। চট্টগ্রাম নগরের পশ্চিম ষোলোশহর এলাকায় থাকেন তিনি। পড়াশোনা তৃতীয় শ্রেণি পর্যন্ত। কোনো রকমে নিজের নামটি লিখতে পারেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে দলবল নিয়ে যোগদান করতেন তিনি। সেসবের ছবি, ভিডিও রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজেকে পরিচয় দিতেন নিষিদ্ধ সংগঠন নগর ছাত্রলীগের নেতা হিসেবে। তবে কোনো পদে ছিলেন না।

পুলিশ জানায়, শুরুতে চুরি, ছিনতাই করতেন। গায়ের সঙ্গে ধাক্কা লাগিয়ে জটলা পাকিয়ে লোকজনের জিনিসপত্র ছিনিয়ে নিতেন। পরে হাতে তুলে নেন অস্ত্র। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রকাশ্যে গুলি ছুড়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি করে আসছেন।

গত বছরের মার্চে নগর পুলিশের করা এক জরিপে উঠে আসে, চট্টগ্রাম নগরে সক্রিয় প্রায় ২০০ কিশোর গ্যাং। এসব গ্যাংয়ের সদস্যসংখ্যা ১ হাজার ৪০০ জনের মতো। গত ছয় বছরে ৫৪৮টি অপরাধের ঘটনায় কিশোর গ্যাং জড়িত। তাঁদের প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতায় ৬৪ ‘বড় ভাই’ থাকার কথা সেই জরিপে উঠে আসে। তালিকায় শহীদুল ওরফে বুইস্যার নামও রয়েছে।

অস্ত্রসহ ধরা পড়া সন্ত্রাসী শহীদুলের সহযোগীরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ নত ই

এছাড়াও পড়ুন:

রুটের ব্যাটে লড়ল ইংল্যান্ড

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৯ উইকেটের পতন ঘটেছে ইংল্যান্ডের। টস জিতে ব্যাট করতে নেমে জো রুটের ব্যাটিং দৃঢ়তায় ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করেছে। রুট ১৩৫ রানে ও জোফরা আর্চার ৩২ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

ব্যাট করতে নেমে ৫ রানেই দুই উইকেট হারায় ইংল্যান্ড। প্রথমে বেন ডাকেটকে শূন্যরানে আউট করেন স্টার্ক। এরপর অলি পোপকেও শূন্যরানে বোল্ড করেন।

আরো পড়ুন:

১২ বছরে ৩০ প্রচেষ্টার পর অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেলেন রুট

জাতীয় ক্রিকেট লিগ: শেষ রাউন্ডে শিরোপার ফয়সালা

সেখান থেকে জ্যাক ক্রলি ও জো রুট ১১৭ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। ১২২ রানের মাথায় ক্রলি আউট হলে ভাঙে এই জুটি। ১১ চারে ৭৬ রান আসে ক্রলির ব্যাট থেকে। এরপর হ্যারি ব্রুককে নিয়ে দলীয় সংগ্রহকে ১৭৬ পর্যন্ত টেনে নেন রুট। এই রানে ব্রুক ফিরেন ৩১ রান করে।

এরপর ২১০ রানে বেন স্টোকস (১৯), ২১১ রানে জেমি স্মিথ (০), ২৫১ রানে উইল জ্যাক (১৯) ও ২৬৪ রানে গাস অ্যাটকিনসন (৪) আউট হলেও রুট থাকেন অবিচল। এ যাত্রায় ১৮১ বলে ১১ চারে টেস্ট ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি ও আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি তুলে নেন। শুধু তাই নয়, গেল ১২ বছরে ও ৩০ বারের প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার মাটিতে এটা ছিল তার প্রথম সেঞ্চুরি।

২৬৪ রানের মাথায় ইংল্যান্ড নবম উইকেট হারালেও রুট ও আর্চার মারমুখী ব্যাটিং করে দলীয় সংগ্রহকে ৩০০ পার করেন। ১৮১ রানে সেঞ্চুরি করা রুট পরের ২১ বলে করেন ৩৫ রান। আর আর্চার ২৬ বলে ১ চার ও ২ ছক্কায় করেন ৩২ রান। তাতে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করে সফরকারীরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ইংল্যান্ডকে উড়িয়ে ২–০–তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
  • নবীজি (সা.) যেভাবে নামাজ পড়তেন
  • স্টার্কের জবাব নেই ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার ৫১১, লিড ১৭৭ রানের
  • অনলাইনে টাকা খাটিয়ে বেশি মুনাফার ফাঁদে কোটি টাকা খুইয়েছেন ব্যাংক কর্মকর্তা
  • মেয়েটি আসে হৃদয়কে ফাঁদে ফেলতে, এরপর...
  • দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
  • পরীক্ষা নিতে বাধা, শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা 
  • মোসাদ ও ইরানের মধ্যে অন্তরালে যে যুদ্ধ চলছে
  • পাবনায় আবার স্পিডবোটে এসে নদীসংলগ্ন স্বর্ণের দোকান, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
  • রুটের ব্যাটে লড়ল ইংল্যান্ড