Risingbd:
2025-12-07@10:33:29 GMT

বিএনপি ছেড়ে যোগ দিলেন আ.লীগে!

Published: 23rd, October 2025 GMT

বিএনপি ছেড়ে যোগ দিলেন আ.লীগে!

দেশের বর্তমান প্রেক্ষাপটের মধ্যে অবাক কাণ্ড ঘটালেন কিশোরগঞ্জের বিএনপির এক নেতা। নিজ দল থেকে পদত্যাগ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

দল পাল্টানো এই নেতার নাম অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন। গত ৫ অক্টোবর তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। বুধবার (২২ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিষয়টি ফেসবুকে প্রচার করলে ঘটনাটি জানাজানি হয়। 

আরো পড়ুন:

শেখ হাসিনার ওপর হামলা: সাবেক এমপি হাবিবসহ ৪৪ আসামি খালাস

পিআরের দোহাই দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে: আমান

বিষয়টি নিজেই স্বীকার করেছেন ফয়জুল করিম মুবিন। গতকাল বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি বিষয়টি স্বীকার করেন।

এলাকাবাসী জানান, কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী (১৯৭৮-১৯৮২) ডা.

ফজলুর করিমের ছেলে ফয়জুল করিম মুবিন। দীর্ঘদিন তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

চলতি বছরের ২০ সেপ্টেম্বর জেলা বিএনপির সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির কাজ শুরু হয়। এরপর একদিন ফেসবুকে পোস্ট করে  বিএনপি থেকে পদত্যাগ করেন ফয়জুল করিম মুবিন।

গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ফয়জুল করিম মুবিনের আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি ফেসবুকে প্রচার করতে শুরু করেন। পরে ‘ফয়জুল করিম মুবিন’ নামে ফেসবুক পেজ থেকে লাইভে এসে ২ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন ফয়জুল করিম মুবিন।

ওই পেজের প্রোফাইল পিকচারে বাংলাদেশ আওয়ামী লীগ লেখাসহ দলীয় পতাকা দেওয়া আছে।  পেজের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবিসহ রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। জানা গেছে, নিজের নামে এই ফেসবুক পেজটি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন নিজেই পরিচালনা করেন।

লাইভে ফয়জুল করিম মুবিন বলেন, “শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।”

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি আরেকটি লাইভে এসে তিনি বলেন, “শেখ হাসিনার পক্ষে আমি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন, কিশোরগঞ্জ থেকে ইংরেজি ২১ অক্টোবর অসাংবিধানিক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করছি।”

আওয়ামী লীগ কেন যোগ দিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গেছে। রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে।
স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। এজন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।”  

কী পদ্ধতিতে বা কার মাধ্যমে তিনি আওয়ামী লীগে যোগ দিলেন এ প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “বিএনপিতে এখন ফয়জুল করিম মুবিনের কোনো পদ নেই। এছাড়া তার মাথা বা মতামতের কোনো ঠিক নেই। কাজেই তার আওয়ামী লীগে যোগদানেরও কোনো গুরুত্ব নেই।”

ঢাকা/রুমন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ক শ রগঞ জ ব এনপ র ফ সব ক আওয় ম ব ষয়ট

এছাড়াও পড়ুন:

চলতি সপ্তাহে যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ 

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহে যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে।

রবিবার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে ঐতিহাসিক গণভোটের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। দুই ভোট সফলভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যেই বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

আবু জাফর মো. সানাউল্লাহ বলেন, আজ দশম কমিশন সভা হয়েছে। শিগগিরই তফসিল ঘোষণা করা হবে। চলতি সপ্তাহের যেকোনো একসময়ে তফসিল ঘোষণা করা সম্ভব। নির্বাচনের আগের রাতে ব্যালট পৌঁছে যাবে।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির দশম কমিশন সভা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের তফসিল চূড়ান্ত করতে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

ইসি সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের তারিখসহ ভোট গ্রহণের সময়সূচি আজই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব নিয়েও মতবিনিময় হবে। পাশাপাশি পোস্টাল ব্যালটের সময়সূচি, মাঠপর্যায়ের প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত অগ্রগতি খতিয়ে দেখবে কমিশন।

এরইমধ্যে নির্বাচন ঘিরে জেলা প্রশাসক, ইউএনও ও পুলিশ প্রশাসনে বড় পরিসরে রদবদল করা হয়েছে। তফসিল ঘোষণার পর প্রয়োজনে আরো পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে ইসি।

প্রথা অনুযায়ী, নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে ১০ ডিসেম্বর কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই বৈঠকের পর শিগগির তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে।

নির্বাচন কমিশনার বলেন, কমিশন সভায় তফসিলের সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরো বলেন, এবার ভোট প্রক্রিয়া ও আইন-বিধি সংশোধনের দাবি উঠেছে। শতভাগ আইনমান নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হবে। 

রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচন হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই সরকারের ঘোষণা অনুসারে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই গণভোট ও জাতীয় নির্বাচন হতে যাচ্ছে।

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের সুযোগ রাখা হয়েছে। এ ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি নিয়েও আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ