বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “আমি ক্ষমতার জন্য কথা বলছি না বা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি না। আমরা জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই। এ রাষ্ট্রের মালিক হচ্ছে দেশের জনগণ। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, তাদের দেশের মানুষের মুখের ভাষা বুঝতে হবে। এই দেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। এ দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল বাংলাদেশ চায়।”

সোমবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএফ আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন হয়েছে। জনগণের জন্য রাজনীতি করলে জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। যে বাংলাদেশে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।”

আরো পড়ুন:

হিট প্রকল্পে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের বাদ দেওয়ার অভিযোগ 

‘অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে’

তিনি আরো বলেন, “বিগত দিনে এ টাঙ্গাইল ছিল সন্ত্রাসীদের। টাঙ্গাইলের অনেক মানুষকে সন্ত্রাসীরা হত্যা করেছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদের দোসররা আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা নিরাপদ গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ চাই। জনগণের জন্য যারা কাজ করবে, সবাই মিলে এ রকম একটি সরকার চাই।”

এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহবায়ক রাশেদুল আলম।

অনুষ্ঠানে চার জন সাংবাদিক ও বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ২০ জন অসহায় মানুষকে হুইল চেয়ার প্রদান করা হয়।

ঢাকা/কাওছার/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ জনগণ র র জন য ব এনপ

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার রায় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে: গণসংহতি আন্দোলন

জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে গণসংহতি আন্দোলন ।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়। সেখানে আরও বলা হয়, দলটির নেতারা মনে করেন, শত শত শহীদের আত্মদানের মধ্য দিয়ে যে ন্যায়বিচারের দাবি উঠেছিল, এই রায় দেশের মানুষকে সেই ন্যায়বিচারের দিকে এগিয়ে নেবে।

ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে দেশ থেকে ফ্যাসিবাদ পুরোপুরি বিতাড়িত করা সম্ভব হবে না উল্লেখ করে বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ শিশু, তরুণ, বৃদ্ধসহ সাধারণ মানুষকে হত্যা, গুম, লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার ও গণহত্যার মতো অপরাধে যুক্ত। নেতারা আশা করেন, আদালত নির্মোহভাবে বিচারপ্রক্রিয়া চালিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার মাধ্যমে মানুষের প্রাপ্য ন্যায়বিচার নিশ্চিত করবেন।

জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার হরণ ও জনগণের ওপর চালানো হত্যাযজ্ঞের জন্য আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থান ও ন্যায়বিচারের পথ সুগম হবে। ভবিষ্যতে এটি জনগণের ওপর নিষ্ঠুরতা ও কর্তৃত্ববাদী শাসনের ক্ষেত্রে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

সম্পর্কিত নিবন্ধ

  • তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকায় জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে: আমীর খসরু
  • বিএনপির অধ্যাপকদের শয়তান বলে হুশিয়ার করলেন যুবদল নেতা সজীব
  • মান্নানকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ
  • কমনওয়েলথ মহাসচিব শার্লি ঢাকায় আসছেন আজ
  • গণভোটে ‘হ্যাঁ’ পাস করলে কী হবে, ‘না’ পাস করলে কী হবে
  • যশোরে জামায়াতে ইসলামীর হিন্দু সম্মেলন অনুষ্ঠিত
  • দিনের ভোট রাতে করতে রাষ্ট্রের ৮ হাজার কোটি টাকা লুট করেছিলেন শেখ হাসিনা: রিজভী
  • যেভাবে ‘ভুক্তভোগীর আয়নায় বন্দী’ বাংলাদেশ
  • শেখ হাসিনার রায় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে: গণসংহতি আন্দোলন
  • ইরান বনাম পশ্চিমা বিশ্ব : সভ্যতার ভণ্ডামির পাঠ