জাপা চেয়ারম্যানের নামে মামলা প্রত্যাহার দাবিতে রংপুরে বিক্ষোভ
Published: 13th, August 2025 GMT
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার করার দাবি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব ভায়োলেন্সের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
মহানগর ও জেলা জাতীয় পার্টির আয়োজনে বুধবার (১৩ আগস্ট) বিকালে নগরী সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে বিক্ষোভে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত নেতাকর্মী অংশ নেয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দলের বহিষ্কৃত নেতা মজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদার ও আনিসুল হককে উত্তরাঞ্চলে অবাঞ্চিত ঘোষণা করে তাদের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
আরো পড়ুন:
জয়নাল হাজারী কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
বিসিএসে অযৌক্তিক অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
সমাবেশে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, কেন্দ্রীয় নেতা হাজী আব্দুর রাজ্জাক, জেলা ও মহানগরের নেতারা।
সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘‘শান্তিপ্রিয় দল জাতীয় পার্টি। আর চেয়ারম্যান অত্যন্ত নম্র এবং ভদ্র মানুষ। অথচ তাকে অন্যায়ভাবে হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। যা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি দলের প্রধানের কণ্ঠরোধের অপচেষ্টার শামিল।’’ তাই দ্রুত জাপা চেয়ারম্যানের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘‘দেশে একের পর এক খুন, ধর্ষণ, মব ভায়োলেন্স সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশে মানুষকে আতঙ্কগ্রস্ত করে রাখা হয়েছে। এই পরিবেশের উন্নতি না করে দেশের সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।’’ তাই প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনের সম্ভাব্য সময়ের আগেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান তিনি।
সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির অভিযোগ করেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের তরিকায় অন্তর্বর্তী সরকারও জাতীয় পার্টির প্রতি বৈরি আচরণ করছে। তবে আগামী দিনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে দেশের সকল আসনে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে।’’
জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে ষড়যন্ত্র করা হলে তা মোকাবিলা করার হুঁশিয়ারি দেন দলের ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির।
ঢাকা/আমিরুল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিটিভিতে আবার শোনা যাবে, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি...’
প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন কুঁড়ি। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হয়েছেন—কারও মনে পড়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি, কারও মনে ভেসে উঠেছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য। ফেসবুকে অনেকে ছবিও শেয়ার করেছেন।
১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা থেকে। যার প্রথম ১৫ লাইন অনুষ্ঠানের সূচনাসংগীত হিসেবে ব্যবহৃত হতো।
স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবার শুরু হয় ‘নতুন কুঁড়ি’। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। ২০০৫ সাল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। ২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরু করার খবর শোনা গিয়েছিল। কিন্তু পরে বলা হয়, কোভিড মহামারির কারণে সেটা আর সম্ভব হয়নি।
তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাঁদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীও।