জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার করার দাবি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব ভায়োলেন্সের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। 

মহানগর ও জেলা জাতীয় পার্টির আয়োজনে বুধবার (১৩ আগস্ট) বিকালে নগরী সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে বিক্ষোভে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত নেতাকর্মী অংশ নেয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দলের বহিষ্কৃত নেতা মজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদার ও আনিসুল হককে উত্তরাঞ্চলে অবাঞ্চিত ঘোষণা করে তাদের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

আরো পড়ুন:

জয়নাল হাজারী কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

বিসিএসে অযৌক্তিক অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

সমাবেশে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, কেন্দ্রীয় নেতা হাজী আব্দুর রাজ্জাক, জেলা ও মহানগরের নেতারা।

সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘‘শান্তিপ্রিয় দল জাতীয় পার্টি। আর চেয়ারম্যান অত্যন্ত নম্র এবং ভদ্র মানুষ। অথচ তাকে অন্যায়ভাবে হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। যা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি দলের প্রধানের কণ্ঠরোধের অপচেষ্টার শামিল।’’ তাই দ্রুত জাপা চেয়ারম্যানের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘‘দেশে একের পর এক খুন, ধর্ষণ, মব ভায়োলেন্স সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশে মানুষকে আতঙ্কগ্রস্ত করে রাখা হয়েছে। এই পরিবেশের উন্নতি না করে দেশের সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।’’ তাই প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনের সম্ভাব্য সময়ের আগেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান তিনি। 

সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির অভিযোগ করেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের তরিকায় অন্তর্বর্তী সরকারও জাতীয় পার্টির প্রতি বৈরি আচরণ করছে। তবে আগামী দিনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে দেশের সকল আসনে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে।’’ 

জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে ষড়যন্ত্র করা হলে তা মোকাবিলা করার হুঁশিয়ারি দেন দলের ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির।
 

ঢাকা/আমিরুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ