ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় দুটি নৌকা ডুবে কমপক্ষে ২৭ অভিবাসীর মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, ল্যাম্পেডুসা দ্বীপের কাছ থেকে প্রায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, বাকিদের সন্ধান অব্যাহত রয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ৭০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো জানিয়েছেন, দুটি নৌকা ডুবে যাওয়ার আগে ৯০ জনেরও বেশি লোক সেখানে ছিলেন।

একটি নৌকায় থাকা সোমালিয়ার এক নারী রোমভিত্তিক দৈনিক সংবাদপত্র লা রিপাবলিকাকে তার এক বছরের মেয়ে এবং স্বামী হারানোর মর্মান্তিক বর্ণনা দিয়েছেন।

তিনি বলেছেন, “সবকিছু ভেঙে পড়েছিল। আমি আর কখনো তাদের দেখিনি, আমার ছোট মেয়েটি হাত থেকে ফসকে গিয়েছিল, আমি তাদের দুজনকেই হারিয়ে ফেলেছি।”

কী কারণে দুটি নৌকা ডুবে গেল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বেঁচে যাওয়া ব্যক্তিরা লা রিপাবলিকাকে জানিয়েছেন, প্রথম নৌকাটি ডুবে যাওয়ার পরে এর যাত্রীদের দ্বিতীয় নৌকায় উঠতে বাধ্য করা হয়, যা পরে ডুবে যায়।

বেঁচে যাওয়া ব্যক্তিদের একজন বলেছেন, “আমরা দুটি নৌকায় করে বেরিয়েছিলাম, কিন্তু একটি ডুবে যায়, তাই আমরা সবাই তাদের একটিতে উঠে পড়ি। কিন্তু তারপরে অন্যটিও পানিতে ডুবে যেতে শুরু করে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ