মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে জানিয়েছিলেন, শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের ‘প্রথম দুই মিনিটের’ মধ্যেই তিনি জানতে পারবেন যে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের যুদ্ধ শেষ করার ব্যাপারে কতটা গুরুত্ব দিচ্ছেন। তবে, আরো আগেই এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত আসতে পারে - যখন রাশিয়ার প্রেসিডেন্টের বিমান অ্যাঙ্কোরেজে অবতরণ করবে।

সাত বছর আগে হেলসিঙ্কি শীর্ষ সম্মেলনে পুতিন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বৈঠকের জন্য এক ঘন্টারও বেশি সময় ধরে একটি অতিথিশালায় অপেক্ষা করিয়ে রেখেছিলেন। শীর্ষ সম্মেলন শুরু হওয়ার মাত্র ১০ মিনিট আগে পুতিন বিমানবন্দরে অবতরণ করেছিলেন।

পুতিনের এই ঘটনাকে ব্যাপকভাবে একটি পাওয়ার প্লে হিসেবে দেখা হয়েছিল। কারণ তিনি একবার সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে চার ঘন্টা অপেক্ষা করিয়ে রেখেছিলেন।

অবশ্য পুতিনের জন্য এখন অনেক কিছু বদলে গেছে। তিনি ট্রাম্পের সাথে মুখোমুখি আলোচনার মাধ্যমে বিশ্ব মঞ্চে তার অবস্থান পুনরুদ্ধার করতে চাইছেন। এই মুহূর্তে তার সময়ানুবর্তিতা ইঙ্গিত দেবে যে তিনি কোনো চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত কিনা। 

ক্রেমলিন অবশ্য জানিয়েছে, পুতিন আজ সময়মতো পৌঁছাবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “প্রেসিডেন্ট সবসময় সময়মতো পৌঁছান।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার, আটক ২ 

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের কবল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় আটক করা হয় দুইজনকে। 

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার

টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

আরো পড়ুন: টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও আটজন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়।

আরো পড়ুন: টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ৮

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত পাচারকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ