কুয়াকাটা সৈকতে ভেসে এল ১০ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন
Published: 20th, September 2025 GMT
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ১০ ফুট লম্বা একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। আজ শনিবার দুপুরের জোয়ারে কুয়াকাটা সৈকতের গঙ্গামতী এলাকায় ডলফিনটি ভেসে এসে আটকা পড়ে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার সদস্য মো. আবুল হোসেন বলেন, তাঁরা ডলফিন ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে যান। ডলফিনটির মাথা এবং শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। এ ছাড়া মাথা ও শরীরে ক্ষত রয়েছে বলে তিনি জানান।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ বলেন, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০টি মৃত ডলফিন ভেসে এসেছে। কেন এত ডলফিন মারা যাচ্ছে, তার সঠিক কারণগুলো বের করা দরকার।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘ইরাবতী প্রজাতির এই ডলফিন দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলের নিকটে নদীর মোহনায় দেখা যায়। উন্নত বিশ্ব সামুদ্রিক পরিবেশ রক্ষায় আমাদের থেকে বেশি এগিয়ে। বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন ও সংরক্ষিত সামুদ্রিক প্রাণী বাঁচাতে যত দিন সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে না আসবে, তত দিন এই সমস্যার সমাধান হবে না।’
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়ে মৃত ডলফিনকে দ্রুত উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত ডলফ ন
এছাড়াও পড়ুন:
গাজীপুরে ৩৭টি রুগ্ন ঘোরা ও ৫ মণ মাংস জব্দ
গাজীপুরের হায়দ্রাবাদ এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে পাঁচ মণ ঘোড়ার মাংস জব্দ করেছে প্রশাসন। এ সময় সেখান থেকে রুগ্ন ৩৭টি ঘোড়া উদ্ধার করা হয়। ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন হারুন রোমান জানান, ঘোড়াগুলোর অধিকাংশ রুগ্ন এবং মাংসে টক্সিন রয়েছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-১ যৌথভাবে অভিযান চালান।
আরো পড়ুন:
৬ বাসে মিলল ৩৫ মণ জাটকা, চালকদের জরিমানা
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। যেহেতু, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি, সে কারণে উদ্ধারকৃত ঘোড়া এবং জব্দকৃত মাংস স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে সেগুলো গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তার করা হবে।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন হারুন রোমান জানান, ঘোড়াগুলোর অধিকাংশ রুগ্ন এবং ঘোড়ার মাংসে টক্সিন রয়েছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। ঘোড়ার মাংস ক্রয় এবং খাওয়া থেকে সবাইকে বিরত থাকতে পরামর্শ দেন তিনি।
ঢাকা/রেজাউল/মাসুদ