অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের কারণে আপনারও কি আঙুল ব্যথা করে
Published: 22nd, September 2025 GMT
সুমাহো ইউবি কেন হয়
টোকিওর হিগাশি-শিনজুকু অর্থোপেডিক অ্যান্ড রিহ্যাব ক্লিনিকের প্রধান চিকিৎসক তাতসুনোবু ইকেদা জানান, সুমাহো ইউবি হলো টেন্ডোনাইটিস বা আর্থ্রাইটিসের মতো অবস্থার একটি সাধারণ নাম।
দীর্ঘ সময় এক হাতে স্মার্টফোন ব্যবহার করা অথবা শুধু বুড়ো আঙুল দিয়ে টাইপ করলে আঙুল ও কবজির টেন্ডন এবং সন্ধিগুলোতে চাপ সৃষ্টি করে। এসব লক্ষণ নিয়ে আসা মানুষদের বয়স ২০, ৩০ অথবা ৪০–এর কোঠায়। এই সমস্যা ক্রমেই বাড়ছে বলেই মনে হচ্ছে।তাতসুনোবু ইকেদা, হিগাশি-শিনজুকু অর্থোপেডিক অ্যান্ড রিহ্যাব ক্লিনিক, টোকিও, জাপান১০ বছর বা তার বেশি বয়সী ৫০০ ব্যক্তির ওপর সম্প্রতি জাপানে করা এক জরিপ অনুসারে, প্রায় ৯০ শতাংশই দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের কারণে সরাসরি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের ফলে আঙুল এবং কবজিতে ব্যথা হয়।
১০ বছর বা তার বেশি বয়সী ৫০০ ব্যক্তির ওপর সম্প্রতি জাপানে করা এক জরিপ অনুসারে, প্রায় ৯০ শতাংশই দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের কারণে সরাসরি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ব যবহ র র
এছাড়াও পড়ুন:
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে দুপুরে ইসির বৈঠক
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসি সচিব মো. আখতার হোসেন জানান, এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিলেন।
ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে এবং এরইমধ্যে ৪ মিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
আগামী নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে ইইউ নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করবে। বিশেষ করে ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন ঠেকাতেও তাদের আগ্রহ রয়েছে।
ইসি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।
ঢাকা/এএএম/ইভা