জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২৩–এর বিল সফটওয়ারের মাধ্যমে প্রধান পরীক্ষক কর্তৃক উত্তরপত্র মূল্যায়নের বিল এন্ট্রি ও বিল বিবরণী পাঠানোর দরকারি ৯টি নিয়ম প্রকাশ করেছে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।

বিল বিবরণী পাঠানোর নিয়ম

১. শুধু প্রধান পরীক্ষকেরা নিচের লিংকের মাধ্যমে সফটওয়ারে প্রবেশ করে প্রধান পরীক্ষকসহ তাঁর অধীনে নিরীক্ষক ও পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের বিল দাখিল করবেন।

২.

প্রধান পরীক্ষক কর্তৃক বিল এন্ট্রি ও বিল বিবরণীর তথ্য পাঠানোর জন্য কলেজের নিবন্ধিত ই-মেইল Address ব্যবহার করে সফটওয়ারে প্রবেশ করতে হবে।

৩. URL Web Address:http://103.113.200.36/PAMS/CollegeLogin.aspx ব্যবহার করুন।

আরও পড়ুনপ্রাথমিকের সহকারী শিক্ষকেরা ১০ ও ১৬ বছর পূর্তিতে পাচ্ছেন উচ্চতর স্কেল ২২ ঘণ্টা আগে

8. Login করার পর মেনু অপশন থেকে Head Examiner Bill Submission select করে Head Examiner & Examiner এর বিলের তথ্যাবলি Update করতে হবে। Scrutinizer-এর বিল Add new-এ গিয়ে Entry করতে হবে। কোনো তথ্য ভুল হলে Confirm করার আগ পর্যন্ত Update করা যাবে।

৫. সব তথ্য সন্নিবেশিত হওয়ার পর Confirm করতে হবে। Confirm করার পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না।

৬. সব তথ্য Confirm করার পর বিল বিবরণী Download করে প্রিন্ট করে প্রধান পরীক্ষকের স্বাক্ষরিত কপি উপপরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ শাখায় ডাকযোগে বা হাতে হাতে পাঠাতে হবে।

৭. বিল এন্ট্রি–সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য সংশ্লিষ্ট শাখায় বিষয়ভিত্তিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। সমাধান না হলে প্রয়োজনে উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম তালুকদার ০১৭১১৫৬২১২৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

আরও পড়ুন‘রাজার অতিথি’ হওয়ার সুযোগ কমনওয়েলথ স্কলারশিপে, আবেদন কীভাবে ২ ঘণ্টা আগে

৮. বিল পাঠানোর পর কোন প্রকার সংশোধন, সংযোজন বা পরিবর্তন করা যাবে না। ২৫ সেপ্টেম্বর হতে ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের বিল সফটওয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত তারিখের পর বিল এন্ট্রি সফটওয়ার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

৯.অবশ্যই সোনালী ব্যাংক হিসাব নম্বর (১৩ সংখ্যার) সচল থাকতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দিনে ২০০ টাকা ভাতা, সুযোগ পেতে করুন আবেদন৪ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ল এন ট র ব ল ব বরণ সফটওয় র Confirm কর

এছাড়াও পড়ুন:

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চার পদে নিয়োগ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি ফুলটাইম ও চুক্তিভিত্তিক চারটি পদে লোক নেবে। এর মধ্যে রয়েছে চিকিৎসক, তথ্যপ্রযুক্তি ও মানবসম্পদ-সংক্রান্ত পদ। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারিতে রেজিস্ট্রার পদে আবেদন করতে পারবেন ন্যূনতম ৪০ বছর বয়সী প্রার্থীরা। এ জন্য এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া এফসিপিএসধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারিতে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

হেড অব হিউম্যান রিসোর্সেস পদে নিয়োগ দেওয়া হবে ৪৫ থেকে ৫৫ বছর বয়সী প্রার্থীদের। মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এইচআরএম-সংক্রান্ত সার্টিফিকেটধারী ও হাসপাতাল ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীরা বাড়তি যোগ্য বলে গণ্য হবেন। ১০ বছরের বেশি অভিজ্ঞতার পাশাপাশি সিনিয়র এইচআর নেতৃত্বে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনএ সপ্তাহে (১২ থেকে ১৮ সেপ্টেম্বর) সেরা সরকারি চাকরি, পদ ৪ হাজার১৯ সেপ্টেম্বর ২০২৫

সফটওয়্যার ইঞ্জিনিয়ার/প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা। কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইটিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্টে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। মাইক্রোসফট ডট নেট কোর, অ্যাসপ ডট নেট এমভিসি, সি শার্প, রিঅ্যাক্ট, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, এসকিউএলসহ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির দক্ষতা থাকতে হবে। হাসপাতাল ইনফরমেশন সিস্টেমে অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।

আইটি অফিসার পদে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ জন্য কম্পিউটার সায়েন্স, আইটি বা ইনফরমেশন সিস্টেম-সংক্রান্ত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইটি প্রশাসন, নেটওয়ার্কিং ও সিস্টেম সাপোর্টে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। নেটওয়ার্ক, হার্ডওয়্যার ট্রাবলশুটিং, সিসিটিভি ও সিকিউরিটি সিস্টেমে অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্য খাতের আইটি সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট আকারের ছবি, জাতীয় পরিচয়পত্র ও সব শিক্ষাগত সনদের অনুলিপি জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ১৪ তলায়, প্রতিদিন সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত (কর্মদিবসে)। আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৫। যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ফোনে জানানো হবে।

একনজরে চাকরি

প্রতিষ্ঠান: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

পদসংখ্যা: ৪টি

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৫

আবেদনের ঠিকানা: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ১৪ তলা, প্লট-৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০১৬ সেপ্টেম্বর ২০২৫

পদের নাম:

১. রেজিস্ট্রার, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি

২. হেড অব হিউম্যান রিসোর্সেস

৩. সফটওয়্যার ইঞ্জিনিয়ার/প্রোগ্রামার

৪. আইটি অফিসার

সম্পর্কিত নিবন্ধ

  • ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চার পদে নিয়োগ