ইন্দোনেশিয়ায় স্কুলে খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত ১ হাজার শিশু
Published: 25th, September 2025 GMT
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভাতে চলতি সপ্তাহে স্কুলের মধ্যাহ্নভোজে এক হাজারেরও বেশি শিশু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এই ঘটনা দেশটির প্রেসিডেন্টের শত শত কোটি ডলারের বিনামূল্যে খাবার কর্মসূচির জন্য আরেকটি ধাক্কা। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পশ্চিম জাভা প্রদেশের গভর্নর দেদি মুলিয়াদি বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন, তার প্রদেশের চারটি এলাকায় খাবারে বিষক্রিয়ার খবর পাওয়া গেছে।
পশ্চিম জাভা এবং মধ্য সুলাওয়েসি প্রদেশে গত সপ্তাহে স্কুলের মধ্যাহ্নভোজ খেয়ে ৮০০ শিক্ষার্থীর বিষক্রিয়া আক্রান্ত হয়েছিল। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর স্বাক্ষরিত বিনামূল্যে পুষ্টিকর খাবার কর্মসূচির অধীনে এই খাবারগুলো সরবরাহ করা হয়েছিল।
এই উচ্চাভিলাষী প্রকল্পের লক্ষ্য বছরের শেষ নাগাদ ইন্দোনেশিয়ার ২৮ কোটি মানুষের মধ্যে ৮ কোটি ৩০ লাখকে খাওয়ানো। এই কর্মসূচির ১৭১ ট্রিলিয়ন রুপিয়া (১০.
গভর্নর মুলিয়াদি জানিয়েছেন, সোমবার পশ্চিম বান্দুংয়ে বিনামূল্যের মধ্যাহ্নভোজ খাওয়ার পর ৪৭০ জনেরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বুধবার একই এলাকায় এবং সুকাবুমি অঞ্চলের আরো তিনটি স্কুলে কমপক্ষে ৫৮০ জন শিশু আক্রান্ত হয়।
মুলিয়াদি বলেন,“আমাদের অবশ্যই প্রকল্পটি পরিচালনাকারীদের মূল্যায়ন করতে হবে... এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার খাওয়ার পর শিক্ষার্থীদের মানসিক আঘাত কীভাবে মোকাবেলা করা যায়।”
সর্বশেষ ঘটনা সম্পর্কে মন্তব্যের অনুরোধের জবাবে প্রেসিডেন্ট প্রাবোওয়ের অফিস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। বিনামূল্যে খাবার কর্মসূচির তত্ত্বাবধানকারী জাতীয় পুষ্টি সংস্থার প্রধান দাদান হিন্দায়ানা জানিয়েছেন, বিষক্রিয়ার ঘটনার পর রান্নাঘরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ