ভিয়েতনামে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় বুয়ালই
Published: 28th, September 2025 GMT
শক্তিশালী ঘূর্ণিঝড় বুয়ালই ভিয়েতনামে আঘাত হানতে যাচ্ছে। পূর্বসতর্কতা হিসেবে রবিবার দেশটি তার বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এবং ঝড়ের ঝুঁকিতে থাকা এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে।
গ্রিনিচ মান সময় অনুযায়ী, সকাল ১০টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটার। সোমবার দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি মধ্য ভিয়েতনামে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জাতীয় আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে, “এটি একটি দ্রুতগতির ঝড় - গড়ের প্রায় দ্বিগুণ গতিতে এটি বিস্তৃত এলাকাজুড়ে প্রভাব ফেলবে। এটি একই সাথে একাধিক প্রাকৃতিক দুর্যোগ ঘটাতে সক্ষম, যার মধ্যে রয়েছে শক্তিশালী বাতাস, ভারী বৃষ্টিপাত, বন্যা, আকস্মিক বন্যা, ভূমিধস এবং উপকূলীয় প্লাবন।”
সংস্থাটি জানিয়েছে, ১ অক্টোবর পর্যন্ত উত্তর ও মধ্য প্রদেশগুলিতে ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, নদীর পানি ৯ মিটার বৃদ্ধি পাবে এবং বন্যা ও ভূমিধসের ঝুঁকি থাকবে।
সরকার জানিয়েছে, মধ্যাঞ্চলীয় প্রদেশ হা তিনের কর্তৃপক্ষ ১৫ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে এবং হাজার হাজার সেনা প্রস্তুত রয়েছে।
৪১ বছর বয়সী বাসিন্দা বুই থি টুয়েট বলেন, “আমরা ইতিমধ্যেই এই বছর সাম্প্রতিক টাইফুন কাজিকির ক্ষতির সম্মুখীন হয়েছি এবং এখনো কাটিয়ে উঠতে পারিনি। গত ২০ বছর ধরে এখানে বসবাস করেও, ঝড়ের কারণে আমি এতটা আতঙ্কিত বোধ করিনি।”
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভিয়েতনাম রবিবার থেকে দা নাং আন্তর্জাতিক বিমানবন্দরসহ চারটি উপকূলীয় বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করেছে।
নিউজ সাইট ভিএনএক্সপ্রেস অনুসারে, ঝড় আঘাত হানতে পারে এমন এলাকার স্কুলগুলো সোমবার বন্ধ থাকবে, প্রয়োজনে বন্ধের সময় বাড়ানো হতে পারে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।