৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি
Published: 29th, September 2025 GMT
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। মোট ২ হাজার ২৪৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে সাধারণ ক্যাডার ১ হাজার ৪১৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার ৮৩১ জন।
পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি
১২ অক্টোবর (রবিবার) সাধারণ ক্যাডার ২২৫ জন। ১৩ অক্টোবর (সোমবার) সাধারণ ক্যাডার ২২৫ জন। ১৪ অক্টোবর (মঙ্গলবার) সাধারণ ক্যাডার ৭৫ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত ১৫০ জন। ১৫ অক্টোবর (বুধবার) সাধারণ ও কারিগরি/পেশাগত ২২৫ জন। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ও কারিগরি/পেশাগত ২২৪ জন। ১৯ অক্টোবর (রবিবার) সাধারণ ক্যাডার ২২৫ জন। ২০ অক্টোবর (সোমবার) সাধারণ ক্যাডার ২১৬ জন। ২১ অক্টোবর (মঙ্গলবার) সাধারণ ক্যাডার ২৩২ জন। ২২ অক্টোবর (বুধবার) সাধারণ ক্যাডার ২২৫ জন। ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ক্যাডার ২২৫ জন। প্রার্থীদের জন্য নির্দেশনা: বিপিএসসি ফরম-১ পূরণ করে আনতে হবে (কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড)।
প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে, যেমন: শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, বয়স প্রমাণের সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ (যথাযথ ক্ষেত্রে), সত্যায়িত ছবি। বিপিএসসি ফরম-৩ অনলাইনে পূরণ করে এর ২ কপি বোর্ডে জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে।
ঢাকা/এএএম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম খ ক পর ক ষ র প শ গত
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।