বন্দরে যুবকের রহস্য জনক মৃত্যু
Published: 4th, October 2025 GMT
বন্দরে আক্তার হোসেন (৪৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আক্তার হোসেন বন্দর থানার ২২ নং ওয়ার্ডের মোল্লাবাড়ী দিঘিরপাড় এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার একরামপুর ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মৃতের পরিবারের তথ্য সূত্রে জানা গেছে, দীর্ঘ ২১ বছর পূর্বে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতলি এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে রাহিমা বেগমের সাথে বন্দর থানার ২২ নং ওয়ার্ডের মৃত মান্নান মিয়ার ছেলে আক্তার হোসেন ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
বিয়ের পর তাদের সংসারে ২ জন কন্যা সন্তানের জন্ম হয়। তার স্ত্রী রাহিমা বেগম একাধিক পর পুরুষদের সাথে পরকিয়া জড়িয়ে পরে। এ নিয়ে তাদের সংসারে ঝগড়া বিবেদ চলছিল।
এর ধারাবাহিকতা গত শুক্রবার সকালে আক্তার হোসেন তার স্ত্রী হাত থেকে শরবত পান করে বাসা থেকে বের হয়। পরে ওই দিন বেলা সাড়ে ১১টায় বন্দর ইস্পাহানী ঘাটে আক্তার হোসেনকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে পথচারিরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বক ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।”
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল।”
তিনি বলেন, “আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে দায়িত্বপালনকালে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য আগামীতেও চাকরি করবেন। তবে, যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবেন।”
এর আগে, সকাল ১০টায় ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সঙ্গে জেলার স্থানীয় সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল।
ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ