বাংলাদেশ-সৌদি বিজনেস সামিট শুরু সোমবার
Published: 5th, October 2025 GMT
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের ব্যবসায়ীদের সঙ্গে প্রথমবারের মতো যৌথভাবে গঠিত হচ্ছে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসএবিসিসিআই)। এর গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে ঢাকায় আগামীকাল সোমবার (৬ অক্টোবর) সৌদি আরব- বাংলাদেশ বিজনেস সামিট শুরু হবে। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
রাজধানীর হোটেল শেরাটনে এ সামিট হবে। এতে অংশ নেবেন দুই দেশের ব্যবসায়ী, ব্যবসায়িক সংগঠনের নেতা, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।
রবিবার (৫ অক্টোবর) ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এসএবিসিসিআইর সভাপতি আশরাফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি ও গ্যালাক্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী।
আশরাফুল হক চৌধুরী বলেছেন,“সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক নির্মাণে এ যৌথ উদ্যোগ সময়ের দাবি। বাংলাদেশের তৈরী পোশাক, কৃষিজাত ও আইটি পণ্য, ডিজিটাল ফাইন্যান্স ও পাটজাত পণ্য সৌদি বাজারে বিশাল সম্ভাবনা তৈরি করছে।”
তিনি বলেন, “বাংলাদেশ এখন সৌদি আরবে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি বিভিন্ন সেক্টরে যৌথ বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে, পেট্রোকেমিক্যাল, ইস্পাত, কৃষিশিল্প, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি এবং সেমিকন্ডাক্টর খাতে উভয় দেশের সহযোগিতার সম্ভাবনা বিশাল।”
আশরাফুল হক চৌধুরী আরো বলেন, “দেশের কল্যাণে আমরা এক বিশাল কর্মযজ্ঞ শুরু করেছি। সাংবাদিক বন্ধুরা এ যাত্রায় আমাদের সহযোগী। আপনাদের সহযোগিতা ও সহানুভূতি কামনা করছি।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বিজনেস সামিটে সৌদি আরবের ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের ২০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে, যার নেতৃত্বে থাকবেন মাজদ আল উমরান গ্রুপের মালিক শেখ ওমর আব্দুলহাফিজ আমির বকশ।
এসএবিসিসিআইর সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কাজ করবে এসএবিসিসিআই। এর পাশাপাশি, সৌদি আরবে থাকা বাংলাদেশি ব্যবসায়ীদের বিকাশেও কাজ করতে চাই আমরা।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী বলেন, জনশক্তিকে একটু দক্ষ ও শিক্ষিত করে পাঠাতে পারলে রপ্তানি আরো বাড়বে। পাশাপাশি দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।
সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী বলেন, আমাদের দেশের ব্যাংকগুলো আমদানি-রপ্তানি কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে যুক্ত। তবে, আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাংকগুলো বিভিন্ন দেশে শাখা খুলে ব্যবসা সম্প্রসারণ করেছে। আমরাও সে পর্যায়ে যেতে চাই। এজন্য আমাদের দরকার বিদেশি বিনিয়োগ।
ঢাকা/নাজমুল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস য় র ব যবস আম দ র
এছাড়াও পড়ুন:
জামায়াতসহ ৮ দলের ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনসহ পাঁচ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন এনেছে আন্দোলনরত ৮ দল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত।
আরো পড়ুন:
বৃহস্পতিবার সারা দেশে সড়কে থাকবে জামায়াতসহ ৮ দল
গণভোট নিয়ে ‘ক্রসরোডে’ সরকার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ১৯ নভেম্বর (বুধবার) বিকেলে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের সাতটি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের সমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী আগামী ৩০ নভেম্বর রাজশাহী, ১ ডিসেম্বর খুলনা, ২ ডিসেম্বর বরিশাল, ৩ ডিসেম্বর রংপুর, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর চট্টগ্রাম এবং ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ