Prothomalo:
2025-10-06@03:55:37 GMT

প্রবারণা পূর্ণিমা আজ

Published: 6th, October 2025 GMT

বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ সোমবার। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা।

এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস। এই দিনে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা, ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয়। প্রবারণা পূর্ণিমার পরের দিন থেকেই বিভিন্ন বিহারে পালিত হয় কঠিন চীবর দান উৎসব।

‘শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উপলক্ষে গত শনিবার বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, বিশ্বে বিরাজমান অস্থিতিশীল অবস্থা দূরীকরণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনের পূর্ণিমা পর্যন্ত তিন মাস তাঁরা উপবাস থাকেন। এ সময়টাকে বলা হয় বর্ষাবাস। এই তিন মাস সোমবার (আজ) শেষ হচ্ছে। এদিন তাঁরা প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করেন। প্রবারণা হচ্ছে খারাপ কাজকে বারণ করা এবং ভালো কাজকে বরণ করে নেওয়া। এটি তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। তাঁদের প্রথম বৃহত্তম ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা।

বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করবে। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৭টা ১০ মিনিটে ভিক্ষু সংঘের প্রাতরাশ, সকাল সাড়ে ৯টায় শীল গ্রহণ ও বুদ্ধপূজা, বেলা ১১টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান, বিকেল ৪টা ২৫ মিনিটে আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় আলোকসজ্জা ও বর্ণাঢ্য ফানুস উৎসব পালিত হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ছবিতে টলিউড তারকাদের দুর্গাপূজা

হিন্দুধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। নানা আয়োজন এ উৎসব পালিত হয়েছে। ভারতীয় বাংলা সিনেমার তারকারাও পরিবার নিয়ে আনন্দে মেতেছিলেন। চলুন ছবিতে দেখে নিই, তারকাদের দুর্গাপূজা—  

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা-নির্মাতা পরমব্রত চ্যাটার্জি। কিছুদিন আগে পুত্রসন্তানের বাবা হয়েছেন। বাবা হওয়ার পর প্রথমবার দুর্গাপূজা উদযাপন করলেন। পূজার পুরো সময়টা স্ত্রী-সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে আনন্দে মেতেছিলেন এই অভিনেতা।

আরো পড়ুন:

চাঁদপুরে নেচে-গেয়ে দেবী দুর্গাকে বিদায় দিল হরিজনরা

বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

১. অষ্টমীর দিনে স্ত্রী-সন্তান নিয়ে পূজামণ্ডপে যান পরমব্রত। সেখানে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অভিনেতা লেখেন, “আমাদের তিনজনের প্রথম মহা অষ্টমী। মামার বাড়ির পাড়ায়, যেখানে বড় হয়েছি, বালিগঞ্জ স্টেশন রোডে। পুজোর এই দিনে প্রতি বছর এখানেই ফিরে যাই। সহজ সাধারণ মিষ্টি পাড়ার পুজো। বাবার ছোটবেলার পাড়ায়, ছোটবেলার পুজোয় নগ্ন বাবুর এইবার প্রথম আসা।”

 

২. অভিনেত্রী মিমি চক্রবর্তী চুটিয়ে উপভোগ করেছেন পূজার আনন্দ। ৬ষ্ঠী থেকে শুরু করে প্রত্যেক দিন পূজামণ্ডপে গিয়েছেন এই অভিনেত্রী। মজার ব্যাপার হলো, প্রত্যেক দিনই শাড়িতে সেজেছিলেন এই অভিনেত্রী। 

 

৩. বিয়ের পর সংসারে অধিক মন দেন কোয়েল মল্লিক। যদিও পাশাপাশি সিনেমার কাজ চালিয়ে গিয়েছেন। ২০২০ সালে পুত্রসন্তানের মা হন কোয়েল। গত বছর কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। দুর্গাপূজায় স্বামী ও দুই সন্তান ছাড়াও বাবা-মাসহ পরিবারের সঙ্গে আনন্দে উদযাপন করেন এই অভিনেত্রী। তার নানা মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। সপ্তমীর দিন কন্যার ছবি প্রথম প্রকাশ করেন কোয়েল।    

 

৪. দুর্গাপূজার আনন্দ দারুণ উপভোগ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এ আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ‘দেবী চৌধুরানী’ সিনেমা। কারণ পূজা উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত এই সিনেমা। অষ্টমীর দিন পূজামণ্ডপে গিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ অভিনেত্রী লেখেন—“শুভ অষ্টমী।”

 

৫. টলিউডের আলোচিত তারকা দম্পতি নুসরাত জাহান-যশ দাশগুপ্তা। মাঝে গুঞ্জন উড়েছিল, ভেঙে যাচ্ছে তাদের সংসার। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নুসরাত-যশ। সবকিছু পেছনে ফেলে দুর্গাপূজা চুটিয়ে উপভোগ করেন এই দম্পতি। একসঙ্গে পূজামণ্ডপে দেখা গেছে তাদের। অষ্টমীর দিন তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নুসরাত জাহান লেখেন, “একটু দেখো মা।”\

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • কানাডা যাচ্ছে নাঈম–আইশার শেকড়ের গল্প
  • সিডনিতে নুহাশের ‘ওয়াক্ত’
  • ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ উদযাপনে প্রস্তুত বান্দরবান 
  • সহজ হোক কিংবা কঠিন, হামাসকে নিরস্ত্র হতেই হবে: নেতানিয়াহুর হুঁশিয়ারি
  • আর্জেন্টিনার উৎসবের রাতে গ্রুপ পর্ব থেকে বাদ ব্রাজিল, ইতিহাসে প্রথম
  • মারমা ও রাখাইনদের রথটানা উৎসব আজ, প্রবারণা পূর্ণিমায় এটি কীভাবে এল
  • কয়েক দিনের মধ্যেই জিম্মিদের মুক্তির প্রত্যাশা নেতানিয়াহুর, আলোচনার জন্য কায়রোর পথে প্রতিনিধিরা
  • না.গঞ্জে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় ঐক্য পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ
  • ছবিতে টলিউড তারকাদের দুর্গাপূজা