চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেনও কিছুটা বেড়েছে। উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩.

৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪২৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.১১ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৭৬ পয়েন্ট কমে ২ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

নর্দান ইসলামী ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত 

নগদ লভ্যাংশ পাঠিয়েছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স

‎ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৬টি কোম্পানির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির।

এদিন ডিএসইতে মোট ৭৩৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩২৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১০.৮৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৯০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.০২ পয়েন্ট বেড়ে ৯৬৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩.৪৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ২০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৬টি কোম্পানির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।

‎সিএসইতে ১২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট স এসইত স এসই ড এসই

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

তবে, কয়েক মাস ধরে ধারাবাহিক পতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৮০০ পয়েন্টের ঘরে নেমেছে।

আগের কার্যদিবসের চেয়ে বুধবার ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। তবে বুধবার সকাল থেকেই ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেন হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০১ পয়েন্টে।

এদিন ডিএসই শরিয়াহ সূচক ১১.৭৪ পয়েন্ট বেড়ে ১০২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩১০টি কোম্পানির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।

এদিন ডিএসইতে মোট ৪২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৩২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৪.৯৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪১ পয়েন্টে, শরিয়াহ সূচক ৯.৭১ পয়েন্ট বেড়ে ৮৬৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৮.৬৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৫টি কোম্পানির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত আছে ১০টির।

সিএসইতে ৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে খুলনা প্রিন্টিং
  • পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১২ হাজার ৯৪ কোটি টাকা
  • শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন
  • পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, কমেছে লেনদেন