হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে কল হাব, যে সুবিধা পাওয়া যাবে
Published: 6th, October 2025 GMT
ব্যবহারকারীদের জন্য ‘কল হাব’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপের তথ্যমতে, কল হাব নামের সমন্বিত ইন্টারফেস সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা এক স্থান থেকেই অডিও বা ভিডিও কল করার পাশাপাশি ফোনকলের সময়সূচি নির্ধারণ, ডায়ালার ব্যবহারসহ বিভিন্ন কন্টাক্ট ব্যবস্থাপনা করতে পারবেন। ফলে যোগাযোগপ্রক্রিয়া বর্তমানের তুলনায় আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কল হাবে বার্তা বিনিময়, ভিডিও ও অডিও কলসহ ফোনকলের সময়সূচি নির্ধারণের সব সুবিধা এক জায়গায় পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ব্যবহারকারীরাও শিগগিরই এই কল হাব সুবিধা ব্যবহার করতে পারবেন। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের ২৫.
কল হাবের পাশাপাশি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে সম্প্রতি যুক্ত হয়েছে নতুন শর্টকাট সুবিধা। শর্টকাটটির ওপরের ডান পাশে থাকা ‘+’ আইকনে ট্যাপ করলেই ব্যবহারকারীরা ৩১ জন ব্যক্তির সঙ্গে দ্রুত গ্রুপ কল শুরু করতে পারবেন বা ব্যক্তিগত কল করতে পারবেন। ফলে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে পেশাগত সভা সব ক্ষেত্রেই শর্টকাটটি বেশ কার্যকর হবে।
হোয়াটসঅ্যাপের নতুন বেটা সংস্করণে আলাদা ডায়ালার শর্টকাটও যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ফোন নম্বর সংরক্ষণ না করেই সরাসরি হোয়াটসঅ্যাপে নিবন্ধিত অন্য নম্বরে কল করতে পারবেন। এ ছাড়া উন্নত ব্যবসায়িক অ্যাকাউন্ট শনাক্তকরণ ব্যবস্থাও যুক্ত হয়েছে বেটা সংস্করণটিতে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট নম্বর সত্যিই হোয়াটসঅ্যাপের অনুমোদিত ব্যবসায়িক অ্যাকাউন্ট কি না তা জানা যাবে। শিগগিরই সুবিধাগুলো আনুষ্ঠানিকভাবে চালু করা হতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে কল শিডিউল করবেন যেভাবে২৫ আগস্ট ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য় টসঅ য প র ব যবহ র স স করণ কল হ ব প রব ন ব যবস
এছাড়াও পড়ুন:
অচলাবস্থার পর পুরোদমে ক্লাস–পরীক্ষা শুরু, প্রচারমুখী রাকসুর প্রার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৪ দিন ক্লাস–পরীক্ষাসহ সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকার পর পুরোদমে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে থেমে নেই রাকসু নির্বাচনের প্রার্থীরাও। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে তাঁরা প্রচারণায় নেমেছেন। অচলাবস্থার পর আবার উৎসবমুখর ক্যাম্পাস।
সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও একাডেমিক ভবনসহ বিভিন্ন দপ্তরের তালা খোলা। কর্মকর্তা–কর্মচারীরা কাজ করছেন। যথাসময়ে বাস চলাচল করতে দেখা গেছে। শিক্ষার্থীদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। ক্লাসের ফাঁকে দল বেঁধে তাঁরা আড্ডা দিচ্ছেন। ক্যাম্পাসের সব ভ্রাম্যমাণ দোকান খোলা হয়েছে। রাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন।
আরও পড়ুনরাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণার নতুন সময়সূচি নির্ধারণ২১ ঘণ্টা আগেসিয়াম আহম্মেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আজ ক্লাস শুরু হয়েছে। প্রার্থীরা ভোট চাচ্ছেন। আমাদের চাওয়া, ক্যাম্পাসের পরিবেশটা যেন ভালো থাকে। রাকসু নির্বাচনে যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা যেন আমাদের অধিকারগুলো নিয়ে কাজ করেন। আমাদের সমস্যায় সব সময় পাশে থাকেন।’
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করতে দেখা গেল ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল ইসলামকে (জীবন)। প্রচারণার এক ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠেয় রাকসু নির্বাচনকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে নির্বাচন কমিশন নতুন তারিখ নির্ধারণ করেছে। দীর্ঘদিন অচলাবস্থার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করেছেন। ক্লাস–পরীক্ষা শুরু হয়েছে। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। শিক্ষার্থীদের মধ্যে আমরা অন্য রকম আনন্দ ও উচ্ছ্বাস দেখতে পেয়েছি। আশা করি, ১৬ অক্টোবর একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন।’
সকাল ১০টা থেকে প্রচারণায় নেমেছেন ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলের প্রার্থীরা। এই প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী মারুফ বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট ও টুকিটাকি চত্বরসহ ক্যাম্পাস এলাকায় প্রচারণা চালান। প্রচারণা শেষে প্রথম আলোকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন। ক্লাসের ফাঁকে আড্ডা দিচ্ছেন। ক্যাম্পাস আবার উৎসবমুখর হচ্ছে। সকাল থেকে প্রচারণা চালাচ্ছি। শিক্ষার্থীরা ইতিবাচক সাড়া দিচ্ছেন। তবে যথাসময়ে রাকসু নির্বাচন নিয়ে এখনো অনেক শিক্ষার্থীর মনে সংশয় থেকে গেছে।’
‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের মহিলাবিষয়ক প্রার্থী সামসাদ জাহান বলেন, ‘নতুন করে প্রচারণা শুরু হচ্ছে। প্রার্থীরা সকাল থেকে লিফলেট বিতরণ করছেন। আমরা চাচ্ছি, যেন আগের নির্বাচনী আমেজ ফিরিয়ে আনা যায়। আমরা চাই, সবাইকে নিয়েই নির্বাচনটা হোক। তবে সেটা যেন অবশ্যই অংশগ্রহণমূলক হয়।’
প্রচারণার নতুন সময় নির্ধারণ
রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের প্রচারণার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে ১৪ অক্টোবর দিবাগত রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। গতকাল শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান প্রথম আলোকে বলেন, আগে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যেত। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে। শুধু শেষ দিন অর্থাৎ ১৪ অক্টোবর দিবাগত রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগের মতোই আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহ্বান জানান।
গত ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ১৮ সেপ্টেম্বর প্রশাসন ১০টি শর্তে পোষ্য কোটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ২০ সেপ্টেম্বর জুবেরী ভবনে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও কর্মকর্তা–কর্মচারীরা কর্মবিরতিতে যান। এতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
পরিস্থিতি বিবেচনায় ২২ সেপ্টেম্বর জরুরি সভা করে নির্বাচন কমিশন নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর করার সিদ্ধান্ত নেয়। ২৪ সেপ্টেম্বর কর্মকর্তা–কর্মচারীরা সাত দিনের সময়সীমা দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করে।
২৯ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গোৎসবের ছুটি থাকায় বেশির ভাগ শিক্ষার্থী বাড়ি চলে যান। ২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি শেষে শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাসে ফিরছেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।