নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু রোগী মহামারী আকারে ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নারায়ণগঞ্জ এনসিপি।

পরিস্থিতি থেকে উত্তরণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকান্ড সম্পর্কে জানতে এবং নিজেদের উদ্বেগের কথা জানাতে নাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছে এনসিপির নেতৃবৃন্দরা।

সোমবার সকালে সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র সাথে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।

এসময় এনসিপি নেতৃবৃন্দ শহরের ডেঙ্গু বিস্তার রোধ, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সমস্যার কথা প্রশাসকের সামনে তুলে ধরেন। সেই সাথে এসব বিষয় দ্রুত সমাধানের পাশাপাশি চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জবাবে প্রশাসক আশ্বাস দেন দ্রুতই ডেঙ্গু নির্মূলে কার্যক্রম ব্যবস্থা নিতে যাচ্ছেন তারা। চলমান কার্যক্রম দিগুন করার পাশাপাশি সচেতনতামূলক কাজ বৃদ্ধি এবং নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।

একই সাথে এসব কাজে জনগনকে যুক্ত করার কথা জানান। পাশাপাশি শহরের যানজট নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান প্রশাসক। যা দ্রুতই বাস্তবায়নের জন্য কাজ শুরু করা হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উদ ব গ এনস প

এছাড়াও পড়ুন:

ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব জনগণ : মাসুদুজ্জামান

জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর ২নং রেলগেট থেকে শুরু করে ১নং রেলগেট, ঐতিহ্যবাহী বোসকেবিন, টানবাজার ও মিনাবাজার এলাকায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। 

‎মাসুদুজ্জামান বলেন, ঘরে ঘরে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পৌছে দিয়েছি। জনগণের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি। জাতীয়তাবাদী দলের জাগরণ হয়েছে।

আশা করি নির্বাচনে, নারায়ণগঞ্জ সদর ও বন্দরের জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে। জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।” 

‎গণসংযোগকালে নগরীর বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত লোকজন, পথচারী ও জনসাধারণের সাথে কথা বলেন মাসুদুজ্জামান। তারা স্বতস্ফুর্তভাবে মাসুদুজ্জামানের পাশে থাকার কথা বলেন।

রাস্তার দুইপাশের বিভিন্ন শপিংমল ও বহুতল ভবন থেকে সাধারণ মানুষ হাত নেড়ে অভিবাদন জানান মাসুদুজ্জামানকে। 

‎এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সম্পর্কিত নিবন্ধ

  • ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব জনগণ : মাসুদুজ্জামান
  • বহিস্কারাদেশ প্রত্যাহারে বন্দরে মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে দোয়া
  • না’গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ 
  • সদর থানার মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে মশাল মিছিল
  • না’গঞ্জে বালক (অনূর্ধ্ব -১৫) ডেভেলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার বাছাই ও প্রশিক্ষণ
  • মান্নানকে বাদ দিতে তারেকের কাছে চিঠি
  • ১১ ও ১২ নং ওয়ার্ডে মহানগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
  • ১১ ও ১২ নং ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণে মহানগর বিএনপি
  • নাসিক ৬নং ওয়ার্ডে মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ