মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “আজকের কন্যা শিশুরা আগামীর নারী। ২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে তোমাদের জয়ধ্বনি শোনা যায়। আগামী দিনে তোমরাই হবে এ দেশের নির্মাতা।”

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

নড়াইলে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

ফেনীতে শিশু হত্যা মামলায় সাত বছরের কারাদণ্ড

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘আমি কন্যা শিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।

উপদেষ্টা বলেন, “আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। একটি কন্যা শিশু সমাজ, রাষ্ট্র ও পরিবার থেকে বৈষম্যের শিকার হয়েই বেড়ে ওঠে। কিন্তু কন্যা শিশুদের অন্ধকারে রেখে একটি সুষ্ঠু সমাজ কাঠামো যেমন গড়ে তোলা সম্ভব নয়, তেমনি দেশকে আলোকিত করাও সম্ভব নয়।”

তিনি বলেন, “কন্যা শিশুদের অগ্রগতিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলোর বিপরীতে সব পর্যায়ে করণীয় বিষয়ে আলোচনা করে সমাধানে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। কন্যাশিশুরা এখন আর বোঝা নয়, বরং তারা প্রমাণ করেছে সুযোগ পেলে তারা দক্ষ ও যোগ্য হয়ে উঠতে পারে।”

তিনি আরো বলেন, “বাংলার নারীরা আজ ঈর্ষণীয় সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছে, শিক্ষিত হচ্ছে, নতুন নতুন পেশায় তারা জড়িত হচ্ছে। ফুটবল, ক্রিকেট খেলছে; এভারেস্টের চূড়া জয় করছে, তারা আজ কোথায় নেই। তিনি বলেন, যখন কন্যাশিশুরা মাথা উঁচু করে দাঁড়ায়, তখন দেশেরও মাথা উঁচু হয়।”

শারমীন এস মুরশিদ বলেন, “নারী নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। বাংলাদেশের যেকোনো জায়গায় যদি কোনো মেয়ে নির্যাতনের শিকার হয়, সেখানেই মন্ত্রণালয়ের টিম পৌঁছে যাচ্ছে। কন্যা শিশুদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে আমার ফেইসবুকে বারকোড দেওয়া আছে। আজ থেকে তোমাদের সঙ্গে আমার সংযোগ তৈরি হলো।”

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড.

বদিউল আলম মজুমদার, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক এবং শিশু বক্তা মোছাম্মদ আনিকা ও নুসরাত জাহান এমি বক্তব্য দেন।

জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল গেট থেকে শিশু একাডেমি পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

ঢাকা/এএএম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এনটিআরসিএ: অনলাইনে এমপিওভুক্ত শূন্য পদের চাহিদা গ্রহণ শুরু

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের অনলাইন চাহিদা (e-Requisition) গ্রহণ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী ১৯ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে শূন্য পদের চাহিদা জমা দিতে হবে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত যেসব পদ শূন্য হয়েছে, সেগুলোর তথ্যই কেবল এই নিয়োগ সুপারিশের আওতায় বিবেচিত হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পদগুলোই এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

এনটিআরসিএ জানিয়েছে, আগের কোনো নিয়োগ সুপারিশের আওতায় পাঠানো চাহিদা বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপি বা ই-মেইলে পাঠানো কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না। প্রতিষ্ঠানপ্রধানদের এনটিআরসিএ ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করে যথাযথভাবে চাহিদা পাঠাতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনজুডিশিয়াল সার্ভিস কমিশনে বিশাল নিয়োগ, পদ ১১৫২৮ ঘণ্টা আগে

অনলাইনে চাহিদাপত্র পূরণের নিয়ম

প্রতিষ্ঠানপ্রধানদের নিজস্ব User ID ও Password ব্যবহার করে http://ngi.teletalk.com.bd অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের ই-রিকুজিশন সেবার মাধ্যমে অনলাইন ফরম পূরণ করতে হবে।

চাহিদাপত্র পূরণের সময়সীমা

১৯ থেকে ২৮ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে চাহিদাপত্র পূরণ হবে। ফরম পূরণের পর তিন দিনের মধ্যে নির্ধারিত ফি জমা দেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুনঢাকার সাত কলেজ: বিশ্ববিদ্যালয় শুরুর আগেই তীব্র সেশনজটে শিক্ষার্থীরা ৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে সভা 
  • শ্রীলঙ্কা যেভাবে উচ্চ সুদের ফাঁদে পড়েছে
  • এনটিআরসিএ: অনলাইনে এমপিওভুক্ত শূন্য পদের চাহিদা গ্রহণ শুরু
  • সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা
  • হাবিপ্রবিতে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত
  • নানা আয়োজনে ইবির ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট
  • সাধারণ থেকে অসাধারণে সঞ্চারণ করতেন সুফিয়া কামাল
  • তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শিল্পপতি বাবুলের দিনব্যাপী কর্মসূচী
  • নিজেকে বোরিং পারসন মনে করেন মুশফিক