ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক যশোর শহরের বকচর এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ট্রাকটি কেটে আলাদা করার অভিযোগে গ্যারেজ মালিক মাসুদ আলমকে (৫৩) গ্রেপ্তার করা হয়।

শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে ‘শাহজাদা মটরস’ নামে গ্যারেজ থেকে ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার হয় বলে নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা।

আরো পড়ুন:

তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

চুয়াডাঙ্গায় ২ দিনে ‘মদ পানে’ ৬ জনের মৃত্যু

গ্রেপ্তার মাসুদ আলম যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া আমতলা এলাকার মো.

নুরুল হুদার ছেলে।

যশোর ডিবি সূত্র জানায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ট্রাক চুরির মামলার তদন্তের সূত্র ধরে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) যশোরের ডিবি পুলিশের সহায়তা চায়। এরই ভিত্তিতে যশোর জেলা ডিবির এসআই অলক কুমার দের নেতৃত্বে একটি দল শহরের বকচর এলাকার একটি গ্যারেজে অভিযান চালায়। এসময় ওই গ্যারেজ থেকে চোরাই ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার হয়। পরে গ্যারেজের মালিক মাসুদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মাসুদ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ট্রাকটির সামনের কেবিন অংশটি শহরের মুড়লী মোড়ে আমিনের গ্যারেজে রাখা আছে। পরে তার দেওয়া তথ্যে মুড়লী মোড়ের ওই গ্যারেজ থেকে কেবিনটিও উদ্ধার করা হয়।

সূত্র জানায়, উদ্ধারকৃত ট্রাকের যন্ত্রাংশ এবং গ্রেপ্তার  আসামিকে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/রিটন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ উদ ধ র শহর র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে ও শনিবার (১১ অক্টোবর) রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ইমরান নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, শরীয়তপুর জেলার নড়িয়া থানার চরআত্রা গ্রামের লাল মিয়ার ছেলে সুজন (২৭) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গাছতলা ঘাট গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে ফরিদ (৫৫)। পলাতক ইমরান মিজমিজি পাগলাবাড়ী এলাকার আঃ রব কুট্টির ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদমজী ইপিজেড সংলগ্ন প্রধান সড়কে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে, ধাওয়া করে সুজন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার সহযোগী ইমরান কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত সুজনের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে কদমতলী উত্তরপাড়া এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এসময় আয়াত গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পাশ থেকে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ফরিদ নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় চোলাই মদ বিক্রির কথা স্বীকার করেছে। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মাদকবিরোধী অভিযান পুলিশের একটি অগ্রাধিকারমূলক কাজ। সমাজ থেকে মাদক নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য।

যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।‎

সম্পর্কিত নিবন্ধ

  • নাগরিক সুবিধা নেই, অর্থবিত্ত হলেই ঢাকা চলে যায় : দিপু
  • সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
  • মা ইলিশ রক্ষার অভিযান: ৫০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস
  • শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ১, আহত ১০
  • শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম
  • নির্বাচন নিয়ে সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে: শফিকুল 
  • ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম দেশে ফিরছেন আজই
  • তারাব পৌরসভায় নগর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এডিবির প্রতিনিধি দল
  • ইস্তাম্বুলে শহিদুল আলমকে বরণ করলেন কনসাল জেনারেল