নড়াইলের নড়াগাতি থানার রামপুরা গ্রামে বাবলু খাঁন (৬০) ও তার ছেলে সাজ্জাদুল আলম খাঁনকে (৪২) কুপিয়ে জখম করার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ হয়।

রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পুঠিমারি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

খিলগাঁওয়ে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

যশোরে প্রতিবেশীর হামলায় নারী-শিশুসহ আহত ৪

গ্রেপ্তারকৃতরা হলেন- রামপুর গ্রামের হাফিজ খানের ছেলে লাভলু খাঁন (৪৭) এবং তার ছেলে রাব্বি খাঁন (২১)।

পুলিশ সূত্র জানায়, গত শনিবার (১১অক্টোবর) বাবলু খাঁন পারিবারিক কলহের কারণে তার স্ত্রী পপি বেগমকে মারধর করতে যান। এসময় পপি বেগম দৌঁড়ে লাভলু খাঁনের বাড়িতে চলে যান। সেখানে বাবলু খাঁন তার স্ত্রীকে মারধর করতে গেলে লাভলু খাঁন তার বাড়িতে মারামারি করতে নিষেধ করেন।

একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে সাজ্জাদুল আলম খাঁন তালের ডাশা দিয়ে লাভলু খাঁনকে আঘাত করেন। পরে লাভলু খান ঘর থেকে হাসুয়া নিয়ে বাবলু খাঁনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। লাভলু খাঁনের ছেলে রাব্বি খাঁন ঘর থেকে সড়কি নিয়ে এসে সাজ্জাদুল আলম খাঁনের বুকে কোপ দেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, “হামলার ঘটনার পর আমরা স্বল্প সময়ের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত

এছাড়াও পড়ুন:

মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভায় সদর থানা যুবদলের শোডাউন

নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী জনসভাকে সফল করতে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ ও সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের বিশাল শোডাউন করেছে। 

‎‎এসময়ে সদর থানা যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো জনসভাস্থল। 

‎‎বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে বিশাল মিছিল নিয়ে খানপুর বরফকল মাঠের জনসভায় অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ নজরুল ইসলাম আজাদ।

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা আব্দুল হালিম, রিপন, রেজাউল করিম রেজা, জাহিদ খন্দকার, শেখ মাগফুর ইসলাম পাপন, আরিফুল ইসলাম নয়ন, মানিক বেপারী, নাসার হক ইমন, সাদ্দাম হোসেন রনি, হোসাইন, তানভীর, মনির, নিরব, জামাল, সজীব, মিঠুন, আবু সালে তুহিন, লিটন, মিন্টু, জনি, হৃদয়, রিপন, রবিউল, আলামিন, জুয়েল, সুমন, সজিব, মোতালেব, ইফতি, সাজ্জাদ, সোহান, অপু, মন্টু, রাখাল, শৈবাল, আরাফাত, সিহাব, মানিক, খোরশেদ, আলীরটেক ইউনিয়ন যুবদলের আহবায়ক শরীফ সরদার, সদস্য সচিব ইব্রাহিম সুলতান, হৃদয়, সাদ্দাম, শহিদুল, মনির, গোগনগর ইউনিয়ন যুবদল নেতা রাসেল আহমেদ মন্টু, আহমেদ আলী, দেওয়ান শ্যামল, বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, মেহেদী প্রমুখ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভায় সদর থানা যুবদলের শোডাউন
  • সিদ্ধিরগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির
  • সিদ্ধিরগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন ডিসি রায়গান
  • অবৈধভাবে মজুত করা টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, আটক ১
  • আদমজীতে যাত্রী ছাউনি তৈরি করে দিল এনজিবি’র সদস্যরা