দিল্লিতে বিস্ফোরণ, ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্টের নিরাপত্তা জোরদার
Published: 11th, November 2025 GMT
দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গতকাল সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে অন্তত আটজন মারা যান এবং আরও অনেকে আহত হয়েছেন। এ ঘটনার পর কলকাতা পুলিশ ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে প্রথম ম্যাচের ভেন্যু ইডেন গার্ডেনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
১৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে এই টেস্ট। দুই দলই এখন কলকাতায় অবস্থান করছে। পুরো সফরেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে খবরে জানিয়েছে।
দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের দিকে লালকেল্লার কাছে একটি ধীরগতির গাড়ি সিগন্যালে থামলে হঠাৎই বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, ওই গাড়িতে বিস্ফোরণের কারণে আশপাশের আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া বিস্ফোরক রাসায়নিকগুলো পুরো দিল্লিজুড়ে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।
ইডেনে নিরাপত্তাব্যবস্থা জোরদার হচ্ছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন
প্রতীকী ছবি