বেসরকারি খাতের একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন আসছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ব্যাংক পরিচালক গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ আবার বিদেশে পাড়ি দিয়েছেন। তাঁদের মধ্যে অনেক ব্যাংকের চেয়ারম্যানও রয়েছেন। অনেকেই অবশ্য বিভিন্ন কৌশলে টিকে থাকার চেষ্টা করছেন। আওয়ামী লীগ–সংশ্লিষ্ট এসব পরিচালকের টানা অনুপস্থিতির কারণে বিভিন্ন ব্যাংক পর্ষদ সভা কমিয়ে এনেছে।

করোনার সময়ে বিদেশে বসে বা দেশে থেকে অনলাইনে ব্যাংকের সভায় অংশ নেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছিল, তা করোনা কেটে যাওয়ার পরও চালু রাখা হয়। ফলে পরিচালনা পর্ষদের পাশাপাশি নির্বাহী, নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্যরা একইভাবে সভায় অংশ নিতে পারতেন। কিন্তু সরকার পরিবর্তনের পর সে সুযোগ তুলে নেওয়া হয়। তবে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানকে একটি সভায় অনলাইনে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়।

ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, পরপর তিনটি সভায় বা তিন মাস কোনো পরিচালক সভায় অংশ না নিলে তাঁর পদ শূন্য হয়ে যায়। এর মধ্যে যেটি বেশি সময় হবে, সেটিই কার্যকর হয়। কিন্তু করোনার সময় এই বিধান স্থগিত করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৮ সেপ্টেম্বর থেকে বিধানটি আবার কার্যকর করা হয়েছে। ফলে সভায় অংশ না নেওয়ার কারণে অনেক পরিচালক চলতি মাসেই পদ হারাবেন বলে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানান।

এ ধরনের পরিচালকদের মধ্য রয়েছেন ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের স্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাইয়ের স্ত্রী ও চাচাতো ভাই, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে, সাবেক স্থানীয় সরকারমন্ত্রীর ছেলে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহর স্ত্রী।যেসব ব্যাংকে পরিবর্তন হয়েছে

বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের মেয়াদে বড় ধরনের অনিয়ম হয়েছে এমন ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করেছে। ব্যাংকগুলো হলো ইসলামী, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, বাংলাদেশ কমার্স, আল-আরাফাহ্‌ ইসলামী, আইএফআইসি, এক্সিম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এর মধ্যে আটটিরই নিয়ন্ত্রণ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস আলম গ্রুপের কাছে। এ ছাড়া একটি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, একটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার ও আরেকটি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পরিস্থিতিতে মার্কেন্টাইল, সিটিজেন ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়ে দেন। দেশে বেসরকারি খাতে ৪৩টি ব্যাংক রয়েছে। এর মধ্যে তিনটি ব্যাংক হলো যথাক্রমে সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। ব্যাংকগুলো প্রতি মাসে সর্বোচ্চ দুটি পর্ষদ সভা আয়োজন করতে পারে। সভায় অংশ নেওয়ার জন্য পরিচালকেরা সর্বোচ্চ ১০ হাজার টাকা সম্মানী নিতে পারেন।

পর্ষদে ভালো লোক ছিল না বলেই ব্যাংকগুলোতে এত বড় অনিয়ম করা সম্ভব হয়েছে। এখন তাঁদের অনুপস্থিতির কারণে যদি পদ খালি হয়, তাহলে তা নিয়ম মেনে দ্রুতই পূরণ করা উচিত হবে। মোস্তফা কে মুজেরী, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকঝুঁকিতে যেসব ব্যাংক পরিচালক

পদ হারানোর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন আওয়ামী লীগের আমলে অনুমোদন পাওয়া ও দখল হওয়া ব্যাংকের পরিচালকেরা। কারণ, এসব পরিচালকের মধ্যে শেখ পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, আওয়ামী লীগ–সমর্থিত ব্যবসায়ী ও পেশাজীবীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা রয়েছেন। ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাদ পড়বেন মেঘনা ব্যাংকের পরিচালকেরা। ওই ব্যাংকের বড় নিয়ন্ত্রণ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের হাতে। এ ছাড়া মধুমতি, মিডল্যান্ড, প্রিমিয়ার, যমুনা, মিউচুয়াল ট্রাস্ট, শাহজালাল ইসলামীসহ আরও অনেক ব্যাংকের পরিচালকেরা পদ হারানোর ঝুঁকিতে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানকে সম্প্রতি অনলাইনে পর্ষদের একটি সভায় যোগ দেওয়ার সুযোগ প্রদান করা হয়। এ ছাড়া ব্যাংকটির পরিচালক ইমরানা জামান চৌধুরী অনুপস্থিত, যিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর স্ত্রী। অনুপস্থিত আছেন নুরান ফাতেমা, তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের স্ত্রী। এ ছাড়া পর্ষদ সভায় অনুপস্থিত থাকা জাহারা রাসূল জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান আদনান ইমামের বোন। অনুপস্থিত রয়েছেন সাবেক ভূমিমন্ত্রীর চাচাতো ভাই জোনায়েদ শফিক।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলম ইতিমধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। আরেক পরিচালক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা আটক হয়ে জেলহাজতে আছেন।

মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান নিলুফার জাফরুল্লাহও নিয়মিত সভায় যাচ্ছেন না। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহর স্ত্রী।

মধুমতি ব্যাংকের পরিচালকদের মধ্যে একজন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। তাঁরাও পর্ষদের সভায় যাচ্ছেন না।

যমুনা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া ও সাইদুল ইসলাম আওয়ামী সরকারের পতনের পর থেকে ব্যাংকের পর্ষদ সভায় যোগ দিচ্ছেন না। তাঁরা দুজনে যথাক্রমে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামের ছেলে।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল, ভাইস চেয়ারম্যান মইন ইকবাল, পরিচালক শাহ মো.

নাহিয়ান হারুনও দেশে নেই। আরেক পরিচালক সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী আটক হয়ে এখন জেলহাজতে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক সাবেক সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন ও হেদায়েত উল্লাহ পর্ষদের সভায় যাচ্ছেন না। শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক সাবেক এমপি আনোয়ার হোসেন খানও ব্যাংকে যাচ্ছেন না। তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতালের মালিক।

তবে সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা জড়িত থাকলেও সব ব্যাংকে ঢালাওভাবে অনিয়ম হয়েছে, তা বলা যাবে না। কারণ, কোনো কোনো ব্যাংক পেশাদারির সঙ্গে পরিচালিত হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী প্রথম আলোকে বলেন, পর্ষদে ভালো লোক ছিল না বলেই ব্যাংকগুলোতে এত বড় অনিয়ম করা সম্ভব হয়েছে। এখন তাঁদের অনুপস্থিতির কারণে যদি পদ খালি হয়, তাহলে তা নিয়ম মেনে দ্রুতই পূরণ করা উচিত হবে। পাশাপাশি শূন্য পদগুলোতে পেশাদার ব্যক্তিদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিতে পারে বাংলাদেশ ব্যাংক। তাহলে এসব ব্যাংকে অনিয়মের সুযোগ থাকবে না। এখনই সময় ব্যাংক খাতকে নিয়মের মধ্যে ফেরানোর।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অনুমোদনের প্রথম দিন সেন্ট মার্টিন যায়নি কোনো পর্যটকবাহী জাহাজ

দীর্ঘ ৯ মাস পর শনিবার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু প্রথম দিন কোনো জাহাজ সেন্ট মার্টিনে না যাওয়ার কারণে পর্যটকেরা দ্বীপে যেতে পারেননি। হাজারো পর্যটক সেন্ট মার্টিনে যেতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছেন। অন্যদিকে জাহাজমালিকেরা বলছেন, সরকারের বিভিন্ন শর্তের কারণে পর্যটকদের আগ্রহ না থাকায় জাহাজ চলাচল বন্ধ ছিল।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে সরকারের কোনো বাধা নেই। লিখিতভাবে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে দিনে গিয়ে দিনেই চলে আসতে হবে; রাতে থাকা যাবে না।

এদিকে রাতে থাকার সুযোগ না থাকায় পর্যটকেরা যেতে আগ্রহী হচ্ছেন না। কারণ, দীর্ঘ সময় ভ্রমণ করে দ্বীপে গিয়ে আবার সেদিনই চলে আসতে হবে। এ কারণে জাহাজমালিকেরাও জাহাজ চালাতে অনীহা প্রকাশ করছেন। তাঁদের দাবি, দিনে গিয়ে দিনে ফিরে আসার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, জাহাজমালিকেরা যদি জাহাজ চলাচল বন্ধ রাখেন, সেটা তাঁদের ব্যাপার। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন।

শাহিদুল আলম বলেন, আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করবে।

সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজ ছেড়ে গেলে সেন্ট মার্টিন পৌঁছাতে সাত থেকে আট ঘণ্টা সময় লাগে। ফলে পর্যটকেরা কিছুই ঘুরে দেখতে পারবেন না। দিনে গিয়ে দিনে ফিরে আসা যেমন কষ্টসাধ্য, তেমনি ব্যবসার জন্যও তা অলাভজনক। এ কারণেই অনেক পর্যটক সেন্ট মার্টিন যেতে অনীহা প্রকাশ করেছেন।

হোসাইন ইসলাম আরও বলেন, রাতযাপন করার সুযোগ না থাকলে সেন্ট মার্টিনের পর্যটন মৌসুম জমে না। পর্যটকেরা রাতের সৈকত দেখতে চান, ঢেউয়ের শব্দ শুনতে চান। সেটাই তো সেন্ট মার্টিনের আসল আকর্ষণ।

পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে সরকারের নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুনসেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা উঠছে কাল, তবে জাহাজ চলবে কি৩১ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ