ব্র্যাক ব্যাংকের ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ অর্জন
Published: 13th, January 2025 GMT
ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫-এ ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ জিতেছে ব্র্যাক ব্যাংক। এই সম্মাননা বিদেশে কর্মরত রেমিট্যান্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থ সহজ প্রক্রিয়ায় দেশে আনার মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।
বাংলাদেশে ইনওয়ার্ড রেমিট্যান্স সহজতর করার ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে ২০২৪ সালে মোট ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ওয়েজ রেমিট্যান্স দেশে এসেছে, যা ব্যাংকটির জন্য রেমিট্যান্স আহরণের এক নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করেছে। এই মাইলফলক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটির উল্লেখযোগ্য প্রভাবকে তুলে ধরেছে। সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি কর্তৃক আয়োজিত ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫–ব্র্যান্ডিং বাংলাদেশ: এনআরবি অ্যান্ড ইউএন পিসকিপারস লিডিং দ্য ওয়ে’ শীর্ষক এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ইনওয়ার্ড রেমিট্যান্স–প্রবাহ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ দ্য সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি ব্র্যাক ব্যাংককে এই পুরস্কার দেয়।
গত শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.
‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ থিম নিয়ে আয়োজিত এ বছরের ওয়ার্ল্ড কনফারেন্সের লক্ষ্য হলো বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উন্নত করা। এটি প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ব্যাপারেও উদ্বুদ্ধ করেছে।
ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫-এ ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি বাংলাদেশের জাতীয় আয় এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে ব্যাংকটির ভূমিকা তুলে ধরেছে।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা সহজেই ব্র্যাক ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারেন। বিশ্বজুড়ে ৮০টির বেশি রেমিট্যান্স পার্টনারের সঙ্গে এপিআই সংযোগ রয়েছে ব্যাংকটির। ফলে প্রবাসী বাংলাদেশিরা রিয়েল-টাইম ট্রানজেকশনের সুবিধা উপভোগ করতে পারছেন। প্রবাসীরা ব্যাংকিং ও বিনিয়োগ সুবিধার জন্য ব্যাংকটির ডিজিটাল অনবোর্ডিং সুবিধা, আস্থা অ্যাপ এবং প্রবাসী প্রোডাক্ট উপভোগ করতে পারছেন। অন্যদিকে দেশে রেমিট্যান্স সুবিধাভোগীরা ব্যাংকটির ১৮৭টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১ হাজার ১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট-সমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই টাকা তুলতে পারছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, করুন আবেদন, বেতন ৫২ হাজার
বেসরকারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ–৩.০০ বা প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫.০০-এর মধ্যে ৫.০০ অথবা ও লেভেলে ৩টি ‘এ’ ও ২টি ‘বি’ এবং এ লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ এমএস অফিস, ই-মেইল ও ইন্টারনেটের কাজ জানতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিয়োগের পর থেকে অন্তত পাঁচ বছরের এই ব্যাংকে চাকরি করার মানসিকতা থাকতে হবে।
আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, বেতন ৩০,০০০ টাকা২৭ এপ্রিল ২০২৫বয়স: ৩০ এপ্রিল ২০২৫ সর্বোচ্চ ৩২ বছর।
বেতন-ভাতা: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৫২,৪০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬৭,৯০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এক্সিম ব্যাংকের ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫