বন্দরে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
Published: 13th, January 2025 GMT
বন্দরে বেপরোয়া নম্বর বিহীন মোটর সাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নারী ভিক্ষুকের করুন মৃত্যু বরণ করেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক মোটর সাইকেল চালক মাসুদ (২১)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
নিহত ভিক্ষুক ফিরোজা বেগম বন্দর উপজেলার নেহাল সর্দারবাগ এলাকার মৃত ইউনুছ মিয়ার স্ত্রী। আটককৃত ঘাতক চালক মাসুদ আড়াইহাজার থানার পাঁচগাওস্থ চরপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে।
এ ব্যাপারে নিহতের নাতনি নাজনীন বেগম বাদী হয়ে সোমবার (১৩ জানুয়ারি) আটককৃত চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫(১)২৫ ধারা- ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।
আটককৃত চালককে সোমবার দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ অভিলাশ সিনেমা হলের সামনে চট্রগ্রাম লেনে এ র্দূঘটনাটি ঘটে।
র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় র্ফোস উল্লেখিত হাসপাতাল এসে লাশের সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, বন্দর উপজেলার নেহাল সর্দারবাগ এলাকার মৃত ইউনুছ খানের স্ত্রী ফিরোজা বেগম অভাবের তাড়নায় দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় ভিক্ষা করে আসছিল। এর ধারাবাহিকতা গত রোববার বেলা পৌনে ১২টায় ভিক্ষুক বৃদ্ধা ফিরোজা বেগম ভিক্ষা করার উদ্দেশ্য কেওঢালা অভিলাশ সিনেমা হলের চট্রগ্রাম লেনে পৌছলে ওই সময় দ্রুতগামী নম্বর বিহীন মোটর সাইকেল স্বজোরে ধাক্কা দিলে গুরুত্বর জখম হয়।
ওই সময় স্থানীয় জনতা ভিক্ষুক ফিরোজা বেগমকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে দি বারাকা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা আটককৃত চালককে পুলিশে সোর্পদ করেছে।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
দুদকের অভিযান: ঘুষসহ সহকারী রাজস্ব কর্মকর্তা ও সহকারী আটক
চট্টগ্রামে কাস্টমস হাউসে ফাঁদ অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ দুজনকে হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় এবং তার সঙ্গী মাইনুদ্দীন। তাদের কাছ থেকে ৩০ হাজার ঘুষের টাকা উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
চট্টগ্রামে ঘুষের টাকাসহ কাস্টমসের কর্মকর্তা গ্রেপ্তার
ডিএসসিসির দুই কর্মকর্তাসহ ৬ জনকে আসামি করে মামলা
মঙ্গলবার গোপন সংবাদ সংবাদের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
দুদক জানায়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজ-এর প্রোপাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা ব্রেক অ্যাক্রিলিক মিক্সড প্লাস্টিক ওয়াস্ট এন্ড স্ক্র্যাপ (মূল্য ৬ হাজার ৪২৮.১০ মার্কিন ডলার) ছাড়করণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে চট্টগ্রাম কাস্টমসের শুল্কায়ন সেকশন-৭(বি) -এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করে নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা প্রদান না করলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকি দেন।
উক্ত হুমকির প্রেক্ষিতে হোমল্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রির প্রোপাইটার আমির হোসেন রাজস্ব কর্মকর্তাদের এরূপ দুর্নীতিমূলক ঘুষ দাবির বিষয়টি দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়কে অবহিত করেন।
কমিশনের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ সংশ্লিষ্ট আইন ও বিধির আলোকে ঘুষ দাবিকারী শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তাদের হাতেনাতে গ্রেপ্তারের উদ্যোগ গ্রহণ করে এবং এ বিষয়ে কমিশনের অনুমোদন গ্রহণ করে।
অভিযানকালে দুদকের বিশেষ টিম অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণ করে। এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় এবং তার সঙ্গী মাইনুদ্দীনকে ঘুষের টাকা ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রণয়ন, স্বাক্ষীদের বক্তব্য গ্রহণসহ সকল আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে মামলা রুজুপূর্বক আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকালে উক্ত অপরাধের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনা হবে।
ঢাকা/নঈমুদ্দীন/ফিরোজ