ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে টানা দুই দিন ধরে দীর্ঘ যানজট
Published: 11th, July 2025 GMT
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশে টানা দুই দিন ধরে দীর্ঘ যানজট চলছে। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেড়তলা, সরাইল বিশ্বরোড মোড় হয়ে হবিগঞ্জের মাধবপুর এলাকা পর্যন্ত ৩৪ কিলোমিটার এলাকায় গত বুধবার রাত আটটার পর থেকে এ যানজট চলছে। মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর, শান্তিনগর বেড়তলা এবং আশুগঞ্জ গোলচত্বর ও খড়িয়ালা এলাকায় বড় বড় আকারের গর্ত এ যানজটের প্রধান কারণ।
সড়ক ও জনপথ; জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ চলছে ধীরগতিতে। কাজটি করছে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সাত থেকে আট বছর ধরে ধীরগতিতে কাজটি চলছে। নানা কারণে একাধিকবার কাজ বন্ধও হয়েছে। মহাসড়কের এক পাশের কাজ প্রায় শেষ হলেও ধীরগতির কারণে অনেক স্থানেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সরেজমিন দেখা গেছে, বিশ্বরোড় মোড় গোলচত্বরের চারপাশে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। দূরপাল্লার যানবাহন মহাসড়কের গোলচত্বর এলাকায় এসে চলতে হচ্ছে এক থেকে পাঁচ কিলোমিটার গতিতে। এসব গর্ত অতিক্রম করতে পণ্যবাহী যানবাহনকে হিমশিম খেতে হচ্ছে। কিছুক্ষণ পরপর এসব গর্তে যানবাহন আটকে যাচ্ছে। আবার গোলচত্বরের পশ্চিম-দক্ষিণ পাশে পানি নিষ্কাশনের নালা নির্মাণের জন্য গর্ত করে রাখা হয়েছে। এতে গোলচত্বরের তিন–চতুর্থাংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গোলচত্বর অতিক্রম করার জন্য যানবাহনকে থেমে যেতে হচ্ছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার রাত আটটার দিকে সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর ও আশুগঞ্জের খড়িয়ালা থেকে যানজটের সৃষ্টি হয়। গতকাল দুপুর পর্যন্ত আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বাড়িউরা পর্যন্ত ১৫ কিলোমিটার পর্যন্ত যানজট ছিল। এরপর যানজট ধীরে ধীরে বাড়তে থাকে। আজ সকাল ১০টার পর যানজট আরও বেড়ে যায়।
সকাল ১০টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেড়তলা, বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় ও শাহবাজপুর হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত ৩৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের বিস্তৃতি ঘটেছে।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশে টানা দুদিন ধরে দীর্ঘ যানজট চলছে। সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে শুক্রবার বিকেল চারটার দিকে তোলা ছবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র হ মণব ড় য় র ৩৪ ক ল ম ট র র পর য র এল ক য নজট
এছাড়াও পড়ুন:
মাইডাস সেন্টারের শীত মেলায় কী কী পাওয়া যাচ্ছে
ছবি: আয়োজকদের সৌজন্যে