Samakal:
2025-11-03@02:22:46 GMT

ঈশ্বরদীতে সুহৃদ মিলনমেলা

Published: 13th, January 2025 GMT

ঈশ্বরদীতে সুহৃদ মিলনমেলা

কনকনে শীত ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় যখন চারদিকে জবুথবু অবস্থা, তখন ঈশ্বরদীর সুহৃদরা দারুণ এক মিলনমেলার আয়োজন করে। তীব্র শীতকে বরণ করতে উদযাপন করেন ‘শীত উৎসব’। সেই সঙ্গে শীতার্তদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। সম্প্রতি ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে ঈশ্বরদীর সুহৃদরা শীত উৎসব, সাংগঠনিক সভা, আলোচনা সভা ও নৈশভোজে মিলিত হন। এ সময় সাংগঠনিক সভায় প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে সুহৃদ উৎসব ও বার্ষিক বনভোজনের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আরকে বাবু। সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন– ঈশ্বরদী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সহসভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, সুহৃদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান, সমকাল প্রতিনিধি সেলিম সরদার। সমন্বয় করেন সাংগঠনিক সম্পাদক দুর্জয় ইসলাম লিমন মণ্ডল। উপস্থিত ছিলেন– উপদেষ্টা মনিরুল ইসলাম বাবু, আব্দুস সামাদ, আনোয়ার হোসেন খান আল-আমিন, উপাধ্যক্ষ সাইয়েদ কামরুল হাসান শিমুল, কার্যকরী সভাপতি আব্দুল আলীম বিশ্বাস মিঠু, জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, সহসভাপতি তানহা ইসলাম শিমুল, প্রচার সম্পাদক হাসান চৌধুরী, সুহৃদ সানি হোসেন পলাশ, ফিরোজ আহমেদ, সাবিত হাসান মুহিম, রাকিবুল ইসলাম রূপম, আশরাফ হোসেন, পরিতোষ পাল, নাজমুল হক রঞ্জন, আল-আমিন হোসেন রাজীব, খায়রুল ইসলাম সবুজ, দীপ্ত আল ফারাবি প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাহাবুবুল হক দুদু, ওয়াহেদ আলী সিন্টু, শেখ মেহেদী হাসান, মহিদুল ইসলাম প্রমুখ। 
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নবীনদের নতুন চিন্তার ঝলক

স্বয়ংক্রিয় সড়কবাতি, আবহাওয়া পর্যবেক্ষণ, সোলার সিস্টেম—সব মিলিয়ে একটি স্মার্ট সিটি গড়ে তুলতে চায় আরাফাত বিন আজম। চট্টগ্রামের নেভি অ্যাঙ্কোরেজ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এই খুদে শিক্ষার্থী ছোট থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী। বিজ্ঞান উৎসবে অংশগ্রহণের জন্য নিজেই শিক্ষকের কাছে গিয়ে নিজের পরিকল্পনা জানায়। পরিবারের পাশাপাশি স্কুলও তাকে সমর্থন দিয়েছে। এরপর নিজের শিক্ষকের সঙ্গেই সে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্বে অংশ নেয়।

আজ শুক্রবার তৃতীয়বারের মতো আয়োজিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব। রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে দিনব্যাপী চলে এ উৎসব।

চট্টগ্রাম থেকে আরাফাতকে ঢাকার উৎসবে নিয়ে এসেছেন তার স্কুলের শিক্ষক তৌহিদুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর স্কুল থেকে এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের অংশ নিতে উৎসাহিত করা হয়। এসব উৎসব শিক্ষার্থীদের চোখ ও মন খুলে দেয়। সবাই বিজয়ী হবে না ঠিকই; কিন্তু তাদের যে প্রচেষ্টা, এটাই অনেক।

বিজ্ঞান উৎসবকে শুভকামনা জানিয়ে সকালে অনুষ্ঠান উদ্বোধন করে রোবট নাও। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আয়োজনের সূচনা করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাফিফা জামাল, বিকাশ লিমিটেডের ইভিপি এবং রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান হুমায়ুন কবির, অ্যাসোসিয়েশন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ফারজানা আলম, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।

বিজ্ঞান উৎসবের অন্যতম আকর্ষণ ছিল প্রজেক্ট প্রদর্শনী। খুদে বিজ্ঞানীরা হাজির হয় নিজেদের উদ্ভাবন নিয়ে। বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যে জোয়ার চলছে, তার কিছু নমুনা দেখা গেল এবারের বিজ্ঞান উৎসবে।

বিজ্ঞান উৎসবের জাতীয় পর্বে অতিথিদের সঙ্গে প্রজেক্ট ও কুইজ বিজয়ীরা

সম্পর্কিত নিবন্ধ

  • শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • ‘মবের’ পিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ে আজ
  • ছাত্রদলের কমিটি নেই ১৪ মাস, স্থবির কার্যক্রম
  • মামলায় ঝুলে গেছে এফবিসিসিআইয়ের নির্বাচন
  • গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আদিবা হোসেন
  • সম্মেলনের প্রায় তিন মাস পর রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • হিন্দুদের ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামি সরকার: গোলাম পরওয়ার