যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেখানে দমকা হাওয়ার গতি আরো বাড়তে পারে। এর ফলে আরো ছড়িয়ে পড়তে পারে ভয়ংকর আগুন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সাংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ পেরিয়ে গেলেও লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। তিনটি দাবানল এখনো জ্বলছে। এর মধ্যে সবচেয়ে বড় প্যালিসেডস দাবানল ২৩ হাজার একরেরও বেশি জমি পুড়িয়ে দিয়েছে এবং সোমবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ১৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরো পড়ুন:

লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ২৪

মার্কিন বিমানবাহী রণতরীতে ফের হামলার দাবি হুতিদের

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় ‘জরুরি প্রস্তুতি’ নেওয়া হচ্ছে।

ইটন ও প্যালিসেডসে দাবানলে অন্তত ২৪ জন মারা গেছেন এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে, আগুনে পুড়ে যাওয়ার বিভিন্ন আবাসিক এলাকায় লুটপাট ও চুরির ঘটনা বেড়েছে। সোমবার, কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে আরো নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি নাথান হকম্যান এক সংবাদ সম্মেলনে লুটপাটের কিছু ভিডিও দেখিয়ে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে।

এছাড়া নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ইন্টারনেট প্রতারণা এবং ড্রোন ওড়ানো নিয়ে সতর্কবার্তা দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কর্তৃপক্ষ। ড্রোন উড়ানোর বিরুদ্ধেও সতর্ক করেছে, যা অগ্নিনির্বাপক বিমানের কাজে হস্তক্ষেপ করতে পারে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের বিশেষ অভিযান অফিসের সহকারী প্রধান ব্লেক চাউ লুটেরাদের কঠোর সতর্কবার্তা জারি করে বলেছেন, “আপনারা পার পাবেন না।”

গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসজুড়ে ছড়িয়ে পড়া দাবানলের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ইটনের দাবানল ১৪ হাজার একরেরও বেশি জমি পুড়িয়ে দিয়েছে। এই দাবানলটি ৩৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার প্যালিসেডসের আগুনের "খুব কম আগুনের বৃদ্ধি" হয়েছে, ক্যালফায়ারের ডেপুটি চিফ জিম হাডসন বলেছেন।

বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে, সান্তা আনা বাতাস মঙ্গলবার ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে। এর ফলে দাবানল আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, বুধবারের পর বাতাস কমার সম্ভাবনা রয়েছে, যা দমকলকর্মীদের আগুন আরো নিয়ন্ত্রণে আনার সুযোগ করে দেবে।

ক্যালিফোর্নিয়ার নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর অ্যাডাম শিফ বিবিসিকে বলেছেন, তিনি আশা করেন আসন্ন ট্রাম্প প্রশাসন এই দুর্যোগে ত্রাণ সরবরাহের জন্য দ্রুত পদক্ষেপ নেবে।

দাবানল ক্রমশ রাজনীতিকীকরণের দিকে ঝুঁকে পড়েছে কিনা জানতে চাইলে শিফ বলেন, “দাবানল শুরু হওয়ার পর থেকেই মানুষ এটা করছে। এটা এখনই সহায়ক নয়, আসুন আমরা কেবল এই আগুন নেভানোর দিকে মনোনিবেশ করি, মানুষকে প্রয়োজনীয় সাহায্য করি।”

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে এলাকাটি পরিদর্শন করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ক্যালিফোর্নিয়ায় শত শত ফেডারেল কর্মী, বিমান এবং স্থল সহায়তার নির্দেশ দিয়েছেন। যেকোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধে দ্রুত সাড়া দেবে তার প্রশাসন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

সাকিবের পথে হাঁটছেন মিরাজ

সাকিব আল হাসানের সঙ্গে নিজের তুলনাকে মেহেদী হাসান মিরাজ হয়তো উপভোগই করেন। কারণ, তাঁর স্বপ্ন সাকিবের মতো বিশ্বনন্দিত অলরাউন্ডার হয়ে ওঠা। সেই পথে বোধ হয় গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে টেস্টে দেশে-বিদেশে সম্প্রতি ভালো করছেন। পাকিস্তানে দারুণ প্রশংসিত ছিলেন অলরাউন্ড পারফরম্যান্স করে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে উভয় টেস্টে নিজেকে ছাপিয়ে গেলেন। সিলেটের হারের ম্যাচেও ১০ উইকেট ছিল তাঁর। চট্টগ্রামে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে সাকিব ও সোহাগ গাজীর কাতারে নাম লেখালেন। মূলত মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ব্যবধানে টেস্ট জেতা সম্ভব হয়। 

গতকাল শতকের ঘরে যেতে কম কসরত করতে হয়নি তাঁর। নব্বইয়ের ঘরে গিয়ে তো অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন হাসানের আউটের শঙ্কায়। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় দ্বিতীয় শতকের দেখা পান তিনি। ২০২১ সালে এই চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি ছিল মিরাজের। গতকালের পারফরম্যান্স নিয়ে টাইগার এ অলরাউন্ডার বলেন, ‘ব্যাটিংয়ের সময় চেষ্টা করেছিলাম ২ রান নিয়ে ১০০ রানে যেতে। সেভাবে দৌড় দিয়েছিলাম। কিন্তু ফিল্ডারের হাতে বল চলে গিয়েছিল (হাসি)। তার পর তো আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলাম। হাসান অনেক ভালো সাপোর্ট দিয়েছে। তানজিমও ভালো সাপোর্ট দিয়েছে। তাইজুল ভাইও। এই তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। কারণ, ওদের জন্যই আমি ১০০ রান করতে পেরেছি।’ 

জিম্বাবুয়ের বিপক্ষে করা সেঞ্চুরি ও পাঁচ উইকেট প্রাপ্তিকে নিজের সেরা পারফরম্যান্স দাবি মিরাজের, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে ১০০ করেছিলাম, ৩ উইকেট নিয়েছিলাম। অল্পের জন্য ৫ উইকেট হয়নি। হলে ভালো লাগত। ওই ম্যাচ হেরেছিলাম এই মাঠে। সে জিনিসটা মাথায় ছিল। ভালো লাগছে ম্যাচটি জিতেছি।’ মিরাজ ১৬২ বলে ১১টি চার ও একটি ছয় মেরে ১০৪ রান করেন। ২১ ওভারে ৩২ রান দিয়ে নেন পাঁচ উইকেট।

টেস্টে এ রকম অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশে আর দু’জনের আছে। সাকিব আল হাসান দু’বার ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট পেয়েছেন ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে আর ২০১৪ সালে খুলনায়। সোহাগ গাজী নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকার করেন চট্টগ্রামে। সেই মাইলফলক ছোঁয়া মিরাজকে সম্প্রতি অলরাউন্ডার ক্যাটেগরিতে ফেলা হয়। সাকিবের বিকল্প ভাবা হয় তাঁকে এখন। 

এ ব্যাপারে মিরাজের অভিমত, ‘দেখেন একটা জিনিস, যখন সাকিব ভাই ছিলেন, ভিন্ন রোল ছিল। এখন ভিন্ন রোল। যেহেতু টিম ম্যানেজমেন্ট, সবাই ব্যাটিংয়ে আস্থা রাখে। আমিও ভেবেছি আমার ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। এখন হয়তো আমি লিডিং রোল প্লে করছি, আগে সাকিব ভাই করত। এখন আমাদের দায়িত্ব আরও বেশি।’ 

সিলেটে দুই ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েও দলকে জেতাতে পারেননি মিরাজ। চট্টগ্রামে সাদমান, তাইজুলের সঙ্গে পাল্লা দিয়ে ম্যাচ জয়ের নায়ক হন। এই সাফল্য নিয়ে বলেন, ‘সত্যি কথা বলতে, প্রথম ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করেছি, এটা খুবই দরকার ছিল। আমাদের সবাই ভেবেছিল, আমরা ভালো করব।’ মিরাজ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোচিং স্টাফ ও সতীর্থের কাছে। আর তাঁর কাছে কৃতজ্ঞতা পুরো দলের।

সম্পর্কিত নিবন্ধ