কিশোরগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
Published: 14th, January 2025 GMT
কিশোরগঞ্জের ভৈরবে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা (পিপিএম–সেবা) গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাত ১১টার দিকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার দুজন হলেন- ভৈবর উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মাজহারুল ইসলামের ছেলে মানিক রতন (২২) ও ভৈরবের কমলপুর এলাকার দুলাল মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। ছিনতাই করার সময় র্যাব সদস্যরা তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঢাকা/রুমন/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//