পাকিস্তান-ভারত: কার কেমন সামরিক সক্ষমতা
Published: 30th, April 2025 GMT
পহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাকিস্তান জানিয়েছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত সামরিক পদক্ষেপ নিতে চায় এবং সেটা আগামী ৩৬ ঘণ্টার মধ্যে হতে পারে।
লন্ডন-ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে, পারমাণবিক অস্ত্রধারী দক্ষিণ এশীয় প্রতিবেশীদের প্রতিরক্ষা বাহিনী এবং অস্ত্রাগারের এক নজর এখানে দেওয়া হল।
সেনা সদস্য
ভারতের প্রতিরক্ষা বাহিনীতে ১৪ লাখ সক্রিয় সেনা রয়েছে। এদের মধ্যে সেনাবাহিনীতে ১২ লাখ ৩৭ হাজার, নৌবাহিনীতে ৭৫ হাজার ৫০০, বিমান বাহিনীতে ১ লাখ ৪৯ হাজার ৯০০ এবং উপকূলরক্ষী বাহিনীতে ১৩ হাজার ৩৫০ জন সদস্য রয়েছে।
সেনার দিক থেকে পাকিস্তানের শক্তি কম। দেশটির মোট সেনা সদস্য সাত লাখেরও কম। এদের মধ্যে ৫ লাখ ৬০ হাজার সেনাবাহিনীতে, ৭০ হাজার বিমান বাহিনীতে এবং ৩০ হাজার নৌবাহিনীতে রয়েছে।
গ্রাউন্ড ফোর্স
ভারতের অস্ত্রাগারে ৯ হাজার ৭৪৩টি কামান রয়েছে, যেখানে পাকিস্তানের ৪ হাজার ৬১৯টি কামান রয়েছে। পাকিস্তানের ২ হাজার ৫৩৭টি ট্যাঙ্ক রয়েছে। সেই তুলনায় ভারতের ৩ হাজার ৭৪০টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে।
বিমান বাহিনী
ভারতের ৭৩০টি যুদ্ধ-সক্ষম বিমান থাকলেও, পাকিস্তানের বহরে এই সংখ্যা ৪৫২টি।
নৌবাহিনী
ভারতের নৌবাহিনীতে ১৬টি সাবমেরিন, ১১টি ডেস্ট্রয়ার, ১৬টি ফ্রিগেট এবং দুটি বিমানবাহী রণতরী রয়েছে। অথচ পাকিস্তানের নৌবাহিনীতে মাত্র আটটি সাবমেরিন এবং ১০টি ফ্রিগেট রয়েছে।
পারমাণবিক অস্ত্র
ভারতের কাছে ১৭২টি পারমাণবিক ওয়ারহেড আছে। পাকিস্তানের কাছে এর প্রায় সমান সংখ্যক- ১৭০টি ওয়ারহেড আছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপের টিকিট কাটল ঘানা
পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গতকাল রাতে মোহাম্মদ কুদুসের গোলে কোমোরোসকে ১–০ গোলে হারিয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।
এর ফলে আফ্রিকার উত্তরাঞ্চলের বাইরের প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপে জায়গা করল ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।
আক্রায় পাওয়া এই জয়ে গ্রুপ ‘আই’তে ঘানার পয়েন্ট ১০ ম্যাচে ২৫। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। ৯ গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে আঞ্চলিক প্লে–অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জিততেই হতো। কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে ৪–১ গোলে হেরে লড়াই থেকে ছিটকে গেছে তারা।
আরও পড়ুন১২ বছর পর বিশ্বকাপে মাহরেজের আলজেরিয়া, রইল বাকি ২৮১০ অক্টোবর ২০২৫ঘানা অবশ্য এই ম্যাচের আগেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে গতকাল নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি পোষাতে হতো ৮ গোলের ঘাটতিও; সঙ্গে ঘানার হার তো আছেই। ফলে মাদাগাস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, তা শুধু কাগজে–কলমেই। তবে সে হিসাব–নিকাশে যাওয়ার প্রয়োজনই পড়েনি।
গতকাল রাতে জিতেছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা মিসরও