আহত সাইফকে অটোরিকশায় দ্রুত হাসপাতালে নেন ছেলে ইব্রাহিম
Published: 16th, January 2025 GMT
অভিনেতা সাইফ আলি খান গতকাল রাতে তার নিজ বাড়িতে দুষ্কৃতিকারীর আক্রমণে গুরুতর আহত হন। গাড়ি না পেয়ে সময় নষ্ট না করে ইব্রাহিম তার আহত বাবাকে একটি অটোরিকশায় করে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেন।
৫৪ বছর বয়সী সাইফকে ছয়টি ছুরিকাঘাত করা হয়, যার একটি ছিল তার মেরুদণ্ডের কাছে। রক্তক্ষরণরত অবস্থায় তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যান তার বড় ছেলে, ২৩ বছর বয়সী অভিনেতা ইব্রাহিম আলি খান। হাসপাতালটি সাইফের বান্দ্রার বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে সাইফের স্ত্রী এবং অভিনেত্রী কারিনা কাপুর খানকে বাড়ির কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। খবর- এনডিটিভি
সাইফের বাড়ির পক্ষ জানা যায়, চুরির করার চেষ্টা থেকে এমন ঘটনা ঘটতে পারে। যদিও মুম্বাই পুলিশ আক্রমণকারীকে "অনুপ্রবেশকারী" হিসেবে উল্লেখ করেছে, তবে এখনো চুরির উদ্দেশ্য নিশ্চিত করেনি।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে আক্রমণকারী বাড়ির ভেতরে দুই ঘণ্টা আগে প্রবেশ করে লুকিয়ে ছিল। পুলিশের সন্দেহ, আক্রমণকারী বাড়ির এক কর্মচারীর সাহায্যে প্রবেশ করেছিল। ওই কর্মচারীকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পর বলিউড মহলে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অভিনেত্রী পূজা ভাট জানিয়েছেন, তিনি আগে কখনো এতটা অনিরাপদ অনুভব করেননি এবং বান্দ্রায় পুলিশের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দল সরকারকে কড়া সমালোচনা করেছে। তারা প্রশ্ন তুলেছে, যদি সেলিব্রিটিরাই নিরাপদ না থাকেন, তবে সাধারণ মুম্বইবাসীদের নিরাপত্তা কোথায়?
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ র ক ঘ ত আহত
এছাড়াও পড়ুন:
জিআই স্বীকৃতি: ‘বিশ্বে বাংলাদেশের সুন্দরবনের মধুর নতুন ব্র্যান্ডিং হবে’
সুন্দরবনের আয়তন ও মধু উৎপাদনের সিংহভাগ বাংলাদেশের। তবে গত বছর নিজেদের পণ্য হিসেবে মধুর ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি নিয়েছিল ভারত। সেই থেকে বাংলাদেশের মৌয়াল, মধু ব্যবসায়ী ও গবেষকেরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতাকে দায়ী করে দ্রুত দেশের মধুর জিআই সনদের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাঁদের সেই দাবি পূরণ হয়েছে।
গত বুধবার সুন্দরবনের মধুর জিআই নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। এই স্বীকৃতি পাওয়ায় আনন্দিত সারা দেশের মধুওয়ালারা।
এ সম্পর্কে চট্টগ্রামের আল্ওয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার প্রথম আলোকে বলেন, দেশে প্রাকৃতিক মধুর সবচেয়ে বড় উৎস সুন্দরবন। ঘ্রাণ ও স্বাদে অতুলনীয় সুন্দরবনের মধুর বিশ্বজোড়া চাহিদা আছে। দেশের সুন্দরবনের মধু আরও অনেক আগেই জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া উচিত ছিল। অবশেষে স্বীকৃতি মিলেছে, এতেই আনন্দিত সারা দেশের মধুওয়ালাসহ সবাই। স্বীকৃতি পাওয়ায় আজ জুমার নামাজের পর অনেক মসজিদে আমরা শুকরিয়া দোয়া ও মিষ্টি বিতরণের আয়োজন করেছি। জিআই স্বীকৃতিতে বিশ্বে বাংলাদেশের সুন্দরবনের মধুর একটা নতুন ব্র্যান্ডিং হবে।’
গত বুধবার বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজনে ফরেন সার্ভিস একাডেমিতে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠান হয়। সেখানে বাগেরহাটের জেলা প্রশাসকের হাতে সুন্দরবনের মধুর জিআই পণ্যের স্বীকৃতিস্বরূপ সনদ তুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমিনুর রহমান।
বাগেরহাটের জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০১৭ সালের ৭ আগস্ট আবেদন করা হয়েছিল। এরপর গত বছরের জুনে পুনরায় কিছু তথ্যাদি দাখিল করা হয়। আমরা অবশেষে সুন্দরবনের মধুর জিআই স্বীকৃতির সেই সুখবর পেয়েছি।মমিনুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আজ শুক্রবার মমিনুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘মধুর জিআই নিবন্ধন সনদ পেয়ে দেশের সুন্দরবনসংলগ্ন এলাকার মৌয়াল, ব্যবসায়ী ও গবেষকদের মতো আমরাও আনন্দিত। সুন্দরবনের মধু জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য বাগেরহাটের জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০১৭ সালের ৭ আগস্ট আবেদন করা হয়েছিল। এরপর গত বছরের জুনে পুনরায় কিছু তথ্যাদি দাখিল করা হয়। আমরা অবশেষে সুন্দরবনের মধুর জিআই স্বীকৃতির সেই সুখবর পেয়েছি। বাগেরহাট জেলা প্রশাসনের চেষ্টায় এমন স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।’
সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার মৌয়াল আজিজুল হক বলেন, ‘সুন্দরবন-সংলগ্ন এলাকার প্রায় সাড়ে পাঁচ হাজার মৌয়াল বাঘ, সাপ, কুমিরের ভয় উপেক্ষা করে সরাসরি সুন্দরবনে ঢুকে মধু সংগ্রহ করে। আমি ১৮ বছর ধরে সুন্দরবন থেকে মধুর চাক কাটি। আমরা সবাই সুন্দরবনের মধুর এমন স্বীকৃতিতে আনন্দিত। দেশ-বিদেশে সুন্দরবনের মধুর ব্যাপক চাহিদা আছে। জিআই পণ্যের স্বীকৃতিতে মধুর চাহিদা আরও বৃদ্ধি পাবে।’
আরও পড়ুনসুন্দরবনের মধু ভারতের জিআই পণ্য, বাংলাদেশে শঙ্কা০৮ জুলাই ২০২৪সুন্দরবনের গাছ থেকে মৌচাক কেটে ড্রামে ভরে নিয়ে ফিরছেন এক মৌয়াল। ১৫ এপ্রিল খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের ঝপঝোপিয়া নদী–সংলগ্ন এলাকায়