সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির একাংশের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার টুকের বাজার পয়েন্টে অবস্থিত ওই অফিসের তালা খুলে ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়।

জানা গেছে, রাতে অফিসের ভেতর ঢুকে অজ্ঞাত ব্যক্তিরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানসহ সেখানে থাকা জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসাইনের ছবি ভাঙচুর করে। এ সময় অফিসের চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসাইন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম চেয়ারম্যান, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব আহমদসহ উপজেলা বিএনপির নেতারা। 

কামাল হোসাইন জানান, এটি বিএনপির অফিস নয়, তারা এমনিতেই বসতেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি

শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হন। 

গতকাল বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন ভক্তরা। একে অপরের মুখে সিঁদুর মেখে উল্লাসে মাতেন সনাতনীরা। দুর্গোৎসবের আনন্দ ছুঁয়ে গেছে অভিনেত্রী পূজা চেরিকেও। গতকাল সিঁদুর খেলায় অংশ নেন তিনি।  

আরো পড়ুন:

‘সবাই ধরে নেয় আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে’

সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?

পূজামণ্ডপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূজা চেরি। এ সময় জানতে চাওয়া হয়, বিজয়া দশমীর দিনে দেবী দুর্গার কাছে কী চাইলেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দুর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে, ‘মা তুমি কেমন আছো?”  

ব্যক্তিগত জীবনে পূজা চেরি এখনো একা। ফলে তার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, “এখানে একজন সিঁদুর আমার গালে লাগিয়ে দিচ্ছিল, তখন তারা বলল, ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো’।” এ কথা বলে একটু হাসি মুখে পূজা বলেন, “দেখ যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখি।” 

পূজা চেরি শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ