প্রেমের ফাঁদে ফেলে গোপন ভিডিও ধারণ, টাকা আদায়
Published: 18th, January 2025 GMT
কখনও ফেসবুকে কখনও কার্যালয়ে গিয়ে পরিচয়। ধীরে ধীরে গড়ে তোলে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে অসুস্থতার বাহানা করে ডেকে নেয় নির্দিষ্ট ফ্ল্যাটে। তারপর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে শুরু হয় ব্ল্যাকমেইল। হাতিয়ে নেয় টাকা। এভাবেই দীর্ঘদিন ধরে গুরুদাসপুর উপজেলায় প্রতারণা করে আসছে কয়েকটি চক্র। সম্মানহানির ভয়ে থানায় অভিযোগ করতে চান না ভুক্তভোগীরা। যে কারণে দিন দিন বেড়েই চলছে প্রতারক চক্রের তৎপরতা।
বিষয়টি নিয়ে তিন মাস অনুসন্ধান চালিয়েছে সমকাল। গুরুদাসপুর উপজেলার প্রায় ১০ জন সরকারি চাকরিজীবী ও ৫ ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে। তাদের কথাবার্তায় উঠে এসেছে এই প্রতারণার তথ্য। একেকটি প্রতারণার ঘটনা যেন একেকটি নাটক-সিনেমার দৃশ্যপট। সেখানে থাকে পুলিশের অভিনয়, সাংবাদিক, কেউবা আবার গোয়েন্দা সংস্থার লোক। সেই নাটকের মূল চরিত্রে থাকে সুন্দরী তরুণী। তাদের খপ্পরে পড়ে দিশেহারা হয়ে পড়েন একেকজন ভুক্তভোগী।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন গুরুদাসপুর পৌরসভার একজন কর্মকর্তাও। তাঁর ভাষ্য, প্রায় তিন মাস আগে পৌরসভার কাজকর্ম শেষ করে একটু প্রশান্তির জন্য চলনবিল বিলশা এলাকায় ঘুরতে যান তিনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগের মুহূর্তে বাড়ির উদ্দেশে রওনা হবেন, ঠিক এমন সময় সুন্দরী এক তরুণী এসে সালাম দেয়। সালামের জবাব দিলে দু’জনের মধ্যে কুশল বিনিময় হয়। তরুণী তাঁকে চিনলেও তিনি চিনতেন না। তরুণী তখন বলে, তার জন্মসনদের একটু কাজ করে দিতে হবে– এই বলে ফেসবুক আইডি চেয়ে নেয়। এরপর দিনরাতে বিভিন্ন সময় মেসেজ করত। তিনিও জবাব দিতেন। কথা বলতে বলতে দু’জনের মধ্যে সখ্য গড়ে ওঠে। সম্পর্ক শুরুর প্রায় ১০ দিন পর হঠাৎ একদিন রাত ৮টার দিকে ওই তরুণী কল দিয়ে বলে, সে খুব অসুস্থ, বাসায় কেউ নেই। ওষুধ নিয়ে আসারও কেউ নেই। তাই জ্বরের ওষুধ কিনে দিতে অনুরোধ করে। মানবিক দিক চিন্তা করে ওষুধ নিয়ে ওই তরুণীর দেওয়া ঠিকানায় গুরুদাসপুর বাজার এলাকার একটি ফ্ল্যাটে যান তিনি। যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই প্রায় ছয়-সাতজনের একটি চক্র মারধর শুরু করে। নগ্ন করে ছবি ও ভিডিও ধারণ করতে থাকে। এক পর্যায়ে একজন পরিচয় দেয় পুলিশ, একজন সাংবাদিক, গোয়েন্দা সংস্থার লোক ও স্থানীয় বাসিন্দা। কিছুক্ষণ পরে ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করে। পরে অনেক চেষ্টা করে ১ লাখ টাকা দিয়ে মুক্তি পান তিনি। সম্মানহানির ভয়ে থানায় অভিযোগ দেওয়া হয়নি বলে দাবি তাঁর।
এই চক্রের খপ্পরে পড়েন উপজেলা সমাজসেবা কার্যালয়ের একজন। এই ভুক্তভোগী জানান, প্রায় পাঁচ মাস আগে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় নিজ কার্যালয়ে। প্রথমে বন্ধুত্ব হলেও পরে প্রেম পর্যন্ত গড়ায়। এরপর একদিন অসুস্থতার কথা বলে তাঁকে ডেকে নেয় একটি ফ্ল্যাটে। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই ছয়-সাতজনের একটি গ্রুপ তাঁকে বিব্রত করে ছবি ও ভিডিও ধারণ করে। ২ লাখ টাকা দিয়ে ছাড়া পান তিনি। এতেই শেষ হয়নি। তারপর কয়েক ধাপে বিভিন্নভাবে তাঁর কাছ থেকে আরও ১ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। সম্মানহানির ভয়ে আইনের আশ্রয় নিতে চাননি তিনি।
এই চক্রের ফাঁদে পড়েন চাঁচকৈড় বাজারের এক ব্যবসায়ীও। তাঁর ভাষ্য, ফেসবুকে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তাঁর। মাঝে মধ্যেই তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে এসে গল্প করে চলে যেত মেয়েটি। প্রায় ১৫ দিন কথা বলার পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস পর তাঁকে বাড়িতে ডেকে নেয় তরুণী। তাঁর বাড়িতে যাওয়ার প্রায় ২০ মিনিট পর ৮-১০ জনের একটি চক্র তাঁকে নগ্ন করে মারধর করে। এসবের ছবি ও ভিডিও করে। পরে ৩ লাখ টাকা দিয়ে ছাড়া পান তিনি। তিনি বলেন, ‘আমি এখনও রাতে ঘুমাতে পারি না। কারণ চক্রের সদস্যদের কাছে আছে সেই ভিডিও। কখন জানি আবার টাকা দাবি করে কিংবা ইন্টারনেটে ছেড়ে দেয়।’ তিনিও আত্মসম্মানের ভয়ে থানায় অভিযোগ দেননি।
প্রতারকের খপ্পরে পড়েন রুহুল আমিন (ছদ্মনাম) নামে একজন। এ ঘটনায় চক্রের ১৮ সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা করেন তাঁর ছেলে। পরে পুলিশ অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– নারায়ণপুর গ্রামের রাসেল ইসলাম, সাবিদুল ইসলাম ও মিঠুন শেখ। রাসেলের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইসহ হত্যা মামলা রয়েছে। কারাগারে রয়েছেন তারা।
ভুক্তভোগী জানান, গত মঙ্গলবার গুরুদাসপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে ওয়াজ মাহফিলে যান তিনি। সে সময় চক্রের এক নারী সদস্যকে দিয়ে তাঁকে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। ওই নারীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় রেখে ভিডিও ধারণ করে। ৫ লাখ টাকা মুক্তিপণ চায় অভিযুক্তরা। টাকার জন্য তাঁর ছেলেকে ফোন করলে সে পুলিশের শরণাপন্ন হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ইতোমধ্যে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৮ জনের নাম বলেছে তারা। আদালতে রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যেতে পারে। তাঁর দাবি, নির্দিষ্টভাবে ভুক্তভোগীরা অভিযোগ দিলে দ্রুত এসব চক্রকে আইনের আওতায় নিয়ে আসা যায়। তারপরও পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।
ইউএনও ফাহমিদা আফরোজের ভাষ্য, যারা ফাঁদে পা দিচ্ছেন তাদের আরও সচেতন হতে হবে। যেসব ভুক্তভোগী ভয়ে বা সম্মানহানির ভয়ে আইনের আশ্রয় নিচ্ছেন না, তারা ভুল করছেন। সাহস করে পরিচয় গোপন রেখেও চক্রের বিরুদ্ধে তথ্য দিলে পুলিশ ব্যবস্থা নিতে পারে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অমিতাভের চিরকুট কিংবা ফ্যাশন নিয়ে রাধিকার ১০ প্রশ্নের জবাব, ১০ ছবি
ভারতে ছোট পর্দা থেকে বড় পর্দায় ঝাঁপ দিয়ে সফলতার হার কম। রাধিকা মাদানের নামটি এই ছোট তালিকায় আছে। ছোট পর্দায় ‘মেরি আশিকি তুমসে হি’ সিরিয়ালের পর সোজা ‘পটাকা’ সিনেমা দিয়ে নিজের অভিষেক ঘটালেন বলিউডের বড় পর্দায়। তারপর ‘মর্দ কো দর্দ নেহি হোতা’ ছবিতে দর্শক আর সমালোচক—এই দুই বিপরীতমুখী দলেরই প্রশংসা কুড়ালেন। অল্প দিনে তিনি পেয়ে গেছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবিগুলোর একটি—‘আংরেজি মিডিয়াম’।
আজ এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৯৫ সালে ১ মে দিল্লির একটি পাঞ্জাবি পরিবারে জন্ম রাধিকার।
মথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা। তারপর জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে স্নাতক শেষ করেন। রাধিকার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা চিত্রশিল্পী। ছোটবেলা থেকেই নাচের প্রতি কৌতূহল ছিল তাঁর। জ্যাজ, হিপ-হপ, ব্যালে—সব রকম নাচে প্রশিক্ষিত তিনি। নিজের নাচের স্কুলও খুলে ফেলেছিলেন।
রাধিকা—সারাক্ষণই ক্রিকেট খেলতে ব্যস্ত থাকতেন আর আচরণ ছিল টম-বয় প্রকৃতির। কখনো অভিনয়ে আসার কথা ভাবেননি রাধিকা। নাচ নিয়েই থাকবেন ভেবেছিলেন।
ছোটবেলায় আরও একটা কারণে পাড়া-প্রতিবেশীদের কাছে খুব পরিচিত ছিলেন কিন্তু একটা অনুষ্ঠানে একতা কাপুরের সঙ্গে পরিচয় হয় তাঁর। রাধিকার সারল্য ও সৌন্দর্য মন ছুঁয়ে গিয়েছিল একতা কাপুরের।
২০১৪ সালে একতা কাপুরের রোমান্টিক ড্রামা ‘মেরি আশিকি তুম সে হি’-তে সুযোগ পান তিনি। প্রায় দেড় বছর টিভিতে চলেছিল এই সিরিয়াল। দর্শকেরা তাঁকে পছন্দও করেছিলেন। দর্শকদের ভালোবাসাই রাধিকাকে অভিনয়ের প্রতি কৌতূহলী করে তোলে। এরপর তিনি ‘ঝলক দিখলা জা’র সিজন ৮-এ প্রতিযোগী হিসেবে যোগ দেন।
২০১৮ সালে প্রথম বলিউডে যাত্রা করেন রাধিকা। বিশাল ভরদ্বাজের পরিচালনায় ফিল্মটির নাম ছিল ‘পটাকা’। খুব একটা হিট হয়নি ছবি, যদিও অভিনয়ের জন্য রাধিকা প্রশংসিত হয়েছিলেন। সে ছবিতে কাজের অভিজ্ঞতাও ছিল অন্য রকম। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘কত কী শিখেছি—গোবরে হাত দেওয়া, ঘুঁটে দেওয়া, গরুর দুধ দোয়ানো, ঘর ঝাঁট দেওয়া ও মোছা এবং পেঁয়াজ আর টমেটো কাটা, যেটা করতে আমার সবচেয়ে বেশি সময় লেগেছিল। আর রুটি করাটা খুব কঠিন ছিল। প্রথম দুই দিন আমার বানানো রুটি কুকুরকে খাওয়ানো হয়েছিল! রুটি গোল বানাতে অনেক সময় লেগেছিল। বাড়িতে আমি একদম পাপা কি পরি! একটা কাজও করতাম না! তা সত্ত্বেও সেটে কোনো দিন মুখে একটা আওয়াজও করিনি। কোনো অভিযোগও করিনি।’
সেবার সেরা নারী নবীন অভিনেত্রী হিসেবে মনোনিতও হয়েছিলেন তিনি। তবে ‘আংরেজি মিডিয়াম’ দেখে তাঁর অভিনয়ের প্রশংসা করে অমিতাভ বচ্চন নিজের হাতে একটি চিরকুট পাঠিয়েছেন রাধিকাকে। সঙ্গে দিয়েছেন ফুলের তোড়া। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তাঁর অনুভূতির কথাও লিখেছেন রাধিকা।
এবার রাধিকার ওয়ার্ডরোবে হানা দিয়ে দেখা যাক কেমন ধরনের পোশাকের আধিক্য সেখানে। বেশ কিছুদিন আগে ফ্যাশন নিয়ে এককথায় উত্তর ধরনের এই ছোট ছোট ১০টি প্রশ্ন করেছে ফিল্মফেয়ার।
১. যখন আপনি আবেদনময়ী হয়ে ধরা দিতে চান, তখন আপনি কোন ধরনের পোশাকের আশ্রয় নেন?
—আমি যেকোনো কিছুতেই আবেদনময়ী হয়ে উঠতে পারি। এটা পোশাকের ওপর নির্ভর করে না, নির্ভর করে আমার মুডের ওপর।
২. আপনার ওয়ার্ডরোবের সবচেয়ে দামি পোশাক কোনটি?
—আমার সাদা শার্টগুলো। সাদা শার্ট পরতে আমি খুবই ভালোবাসি।
৩. আপনার পছন্দের ডিজাইনার?
—কলকাতার বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
৪. পছন্দের রং?
—সাদা।
৫. সবচেয়ে সুন্দর ফ্যাশন পরামর্শ?
—তুমি নিজের মতো হও।
৬. সবচেয়ে সুন্দর ফ্যাশন পরামর্শ যা আপনি পেয়েছেন...
—‘নিজেকে এমন করে দেখিয়ো না, যেটা তুমি নও।’
৭. জিনসের কোন ধরন আপনার পছন্দ?
—আমি সব ধরনের জিনস পছন্দ করি।
৮.যা বারবার কেনেন...
—পোশাক।
৯. বলিউডের একজন ফ্যাশন আইকন?
—কারিনা কাপুর খান।
১০. ওয়ার্ডরোবের যে জিনিস নিয়ে গর্ব করেন?
—এক জোড়া নীল জিনস আর আমার সানগ্লাসগুলো।
নেটফ্লিক্স, অ্যামাজনের মতো ওয়েব সিরিজে অভিনয় করলে প্রত্যেকের মনের কাছে পৌঁছাতে পারবেন বলেও মনে করেন এই বলি নায়িকা। ‘দর্শকেরা আগের চেয়ে বেশি স্মার্ট। তাই ছবির “কনটেন্ট”ই আসল হিরো,’ এমনটাই বলেন রাধিকা। সহ-অভিনেতা রাজভিত সিংহের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাধিকা, তাই প্রেমিক ঈশান আর্যর সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, বলি মহলে গুঞ্জন রয়েছে এমনটাই। তবে কোনো রকম গসিপে বিশ্বাসী নন তিনি। তথাকথিত হিরোইন নয়, সু–অভিনেত্রী হতে চান রাধিকা। কারণ, ‘স্টারডম’ ক্ষণস্থায়ী। ‘পটাকা’ ছবিতে অভিনয় করে এ অনুভূতিই হয়েছে তাঁর।