বিতর্কে সব ছাড়িয়ে গেল ‘নতুন বিপিএল’, নিয়ম বলছে কী?
Published: 26th, January 2025 GMT
নান বিতর্কে বরাবরই শিরোনামে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু এগারোতম আসর ছাড়িয়ে গেল সব মাত্রা। বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া মাঠে নেমেছে দুর্বার রাজশাহী।
অথচ আসরের শুরু থেকে নানা আয়োজনে নতুন বিপিএলের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফারুক আহেমেদ। তার প্রতিক্রিয়া জানার জন্য চেষ্টা করে রাইজিংবিডি, কিন্তু সাড়া দেননি।
রবিবার (২৬ জানুয়ারি, ২০২৫) রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে রাজশাহী। টসের সময় অধিনায়ক তাসকিন আহমেদ জানান কোনো বিদেশি ছাড়াই নামছেন তারা।
আরো পড়ুন:
বেতন সংকট, বিদেশি ছাড়া নজিরবিহীন ম্যাচ খেলছে রাজশাহী
সিলেটকে শক্তি দেখিয়ে প্লে’অফে বরিশাল
বাইলজ অনুযায়ী দুজন ক্রিকেটারকে খেলাতেই হবে। আর সর্বোচ্চ চারজন। তবে বিশেষ ব্যবস্থায় সেটি পরিবর্তনের নিয়মও রেখেছে। রাজশাহীর আবেদনের ভিত্তিতে বিদেশি ছাড়াই রাজশাহীকে বিপিএলে ম্যাচ খেলার অনুমতি দিয়েছে টেকনিক্যাল কমিটি।
পরবর্তীতে সেটি ব্যাখা দিয়ে স্পষ্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি জানায়, রাজশাহীর অনুরোধ বিবেচনা করার পর বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলির ধারা ১.
এর আগে চট্টগ্রামে অনুশীলন বয়কট করেছিল রাজশাহী। তখন তড়িঘড়ি করে টাকা পরিশোধ করায় এবং বিসিবি প্রেসিডেন্ট ফারুকের হস্তক্ষেপে সমাধান হয়। ঢাকায় এসে আরও একধাপ এগিয়ে দলটির বিদেশি ক্রিকেটাররা ম্যাচই বয়কট করে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন দলটির বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা। তিনি বলেছেন, “বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরণের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’’
ঢাকা/রিয়াদ/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান, কী করবে ভারত
ওয়ার্ল্ড লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করছিল ভারত। ভারতের অন্তত ৫ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলায় আপত্তি জানানোর পর ম্যাচটি বাতিল করা হয়। কিন্তু সেমিফাইনালে সেই পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত। এবার কী করবে তারা?
ভারত এই ম্যাচ বয়কট করবে কি না, তা এখনো জানা যায়নি। ডব্লুসিএল কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে এরই মধ্যে এই টুর্নামেন্টের অন্যতম স্পনসর ইজমাইট্রিপ ভারত–পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি লিখেছেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ভারত দলকে অভিনন্দন জানাই। তোমরা জাতিকে গর্বিত করেছ। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।’
ধাওয়ান পাকিস্তান ম্যাচ না খেলার পক্ষে ছিলেন।