রাস্তা, স্কুল ঘেঁষে শতাধিক করাতকল
Published: 26th, January 2025 GMT
দিনরাত বিকট শব্দে কাজ হয় করাতকলে। কাঠের গুঁড়া বাতাসে উড়ে বেড়ায়। উড়ে এসে তা শিক্ষার্থী, চলন্ত যানবাহনের চালক ও পথচারীদের চোখে পড়ে। করাতকলগুলোর কাঠ ও গাছের গুঁড়ি রাখায় সড়কগুলোও সংকুচিত হয়ে পড়ছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
এ চিত্র দেখা গেছে ভোলার চরফ্যাসনে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের নতুন বাজারে। সড়ক ও জনপথের জায়গায় আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত করাতকলটির মালিক চর মানিকা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য রফিজুল সিকদার। সড়ক ঘেঁষা করাতকলের দক্ষিণ পাশেই উত্তর চর মানিকা প্রাথমিক ও উত্তর চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়। করাতকলের কারণে বিদ্যালয় দুটির সহস্রাধিক শিক্ষার্থীকে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বিকট শব্দে পাঠে মন দিতে পারে না তারা। সড়কের সীমানার পর ৩৩ ফুটের মধ্য এ ধরনের কারখানা চালুর ওপর নিষেধাজ্ঞা থাকলেও প্রভাব খাটিয়ে করাতকলটি স্থাপন করেছেন আওয়ামী লীগের ওই নেতা।
চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বেল্লাল হোসেন বলেন, করাতকলের কারণে যানবাহন, পথচারী, শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বন বিভাগ এবং সওজকে একাধিকবার জানানো হয়েছে। তারা আমলে নেননি।
এ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সারোয়ার জানায়, করাতকলে কাঠ চেরাই করার সময় বিকট শব্দ হয়। এতে পড়ায় মন বসাতে সমস্যা হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজার ঘেঁষে থাকা করাতকলের কারণে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে ঝুঁকি বেড়েছে। করাতকলের কাঠের গুঁড়া বাতাসে ছড়িয়ে পরিবেশ দূষণ হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় অবৈধ কাজ চললেও কর্তৃপক্ষ দেখে না।
অটোবাইক চালক মজিদ মুন্সি বলেন, করাতকলের কাঠে সড়ক সংকুচিত হয়ে গেছে। বিপরীত দিক থেকে আশা গাড়িগুলোকে সাইড দিতে গিয়ে বিপদে পড়তে হয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
অভিযোগ প্রসঙ্গে করাতকল মালিক চর মানিকা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য রফিজুল সিকদার বলেন, নিজের জমিতে বৈধভাবে করাতকল স্থাপন করেছি। টাকা দিয়ে বন বিভাগের কর্মকর্তাদের অনুমোদনও নেওয়া হয়েছে। তবে কাগজপত্র দেখতে চাইলে এখন নেই বলে জানান এই নেতা।
শুধু রফিজুল সিকদার নন, দক্ষিণ আইচায় চর আইচা মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় হেমলেট পাটোয়ারী ও আওয়ামী লীগ নেতা জাফর সাদেক মিয়া, হাজারীগঞ্জ ইউনিয়নে বাজারের বাঁধের ঢালে ফারুক মিয়ার তিনটি ছাড়াও উপজেলার শশীভূষণ, চরকলী, দুলারহাট, সদরের মহাসড়ক, বিদ্যালয়, ম্যানগ্রোভ বন ঘেঁষে শতাধিক করাতকল স্থাপন করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের মাসোহারা দিয়েই চলছে অবৈধ করাতকল। তাই বন বিভাগ দেখেও না দেখার ভান করে।
আওয়ামী লীগ নেতা জাফর সাদেক জানান, বন বিভাগের অনুমতি নিয়েই করাতকল স্থাপন করেছেন। পরিবেশ ছাড়পত্র আছে কিনা, জানতে চাইলে সেটা কী জিনিস তা জানা নেই বলে জানান। কথা বলতে হেমলেট পাটোয়ারীর মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
টাকার বিনিময়ে অবৈধ করাতকল চালানোর অভিযোগ অস্বীকার করে বন বিভাগের কর্মকর্তা আব্দুস সালাম বলেন, চরফ্যাসনে ১৮২টি করাতকল আছে। এর মধ্যে অনুমোদিত ৮২টি। শিগগির অভিযান চালিয়ে অবৈধ করাতকলের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সওজের নির্বাহী প্রকৌশলী মাহিদুল ইসলাম জানান, করাতকলটি সওজের জমিতে স্থাপিত
কিনা, কর্মকর্তাদের পাঠিয়ে তদন্ত করা হবে। সত্যতা পেলে তাদের উচ্ছেদ করা হবে। একই কথা বলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, অবৈধ করাতকলের তালিকা হয়েছে। মালিকদের এক মাসের মধ্যে কাগজ জমা দিতে বলা হয়েছে। কাগজপত্র হাতে আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক