মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাহেব আলী (৫৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ঘোড়ামার গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির পাশের মদিনা নগর জামে মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় সাহেব আলীর ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘‘নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে সাহেব আলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
আরো পড়ুন:
নিখোঁজের দুদিন পর নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
যুবদলের বহিষ্কৃত সেই নেতাকে গুলির পর রগ কেটে হত্যা
ঢাকা/রতন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য স হ ব আল
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা
চাঁদপুরে ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের বার্তা বাহক’ এমন বক্তব্য সঠিক নয় দাবি করে ধারালো চাপাতি দিয়ে মসজিদের খতিব নূরুর রহমান মাদানীকে (৬০) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বিল্লাল হোসেন (৫০) নামের এক মুসল্লি। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শুক্রবার বাদ জুমা শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুরুতর আহত খতিব নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন মসজিদে প্রায় শুক্রবার খুতবা দেন। অভিযুক্ত মুসল্লি বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় বসবাস করেন। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ আগে এক জুমার খুতবায় তিনি (খতিব) নবী করিম (সা.) ‘ইসলামের বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এই বক্তব্যে বিল্লাল হোসেন ক্ষুব্ধ হয়ে আজ জুমার পর পরিকল্পিতভাবে হামলা চালান। চাপাতির আঘাতে খতিব মাওলানা নূর রহমানের কানের গোড়ালি গুরুতর জখম হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।