অসুস্থ ঈগল উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
Published: 28th, January 2025 GMT
রাজশাহী নগরের হড়গ্রাম ব্যাংকপাড়ার বাসিন্দা সুজন ইসলামের বাড়ির উঠোনে অসুস্থ অবস্থায় পড়ে ছিল একটি ঈগল। অসুস্থ ঈগলটি নিয়ে কী করবেন ভেবে না পেয়ে সুজন ফোন করেন থানায়। পরে নগরের কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ পাখিটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঈগল পাখিটি বন বিভাগে হস্তান্তর করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, সোমবার বিকেলে সুজন ইসলামের বাড়িতে অসুস্থ ঈগলটি পড়ে থাকার খবর পায় কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দ্রুত বাড়িটিতে পুলিশ পাঠান। পরে পাখিটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
তিনি আরো জানান, থানায় পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির থানা থেকে পাখিটি গ্রহণ করেন। বন বিভাগ পাখিটির চিকিৎসার ব্যবস্থা করবে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
ঢাকা/কেয়া/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।