চট্টগ্রামে তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নগরীর শেখ মুজিব সড়কের আগ্রাবাদ মোড়ে ট্রাফিক পুলিশের বন্দর জোনের উপ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় লালখানবাজার থেকে আগ্রাবাদ, বারিকবিল্ডিং থেকে আগ্রাবাদ ও আগ্রাবাদ এক্সেস রোড, সবদর আলী রোডসহ আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। দুই ঘণ্টা পর দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে রিকশা চালকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। 

চালকদের দাবিগুলো হলো- নগরীতে ব্যাটারিচালিত যানবাহনে ট্রাফিক হয়রানি বন্ধ করা, রেকার বিলসহ ৩২৫০ টাকা অতিরিক্ত জরিমানা ও ১০ দিন গাড়ি আটকানোর অন্যায্য বিধান বাতিল ও হয়রানি বন্ধে নীতিমালা, রুট পারমিট এবং সার্ভিস লেন নির্মাণ। 

রিকশা চালকদের বিক্ষোভ চলাকালে তাদের দাবি মেনে নিতে সাতদিনের সময় চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। শুরুতে আন্দোলনকারীদের একটি পক্ষ রাজি না হলেও পরে তারা সময় দিতে রাজি হন। আন্দোলনকারীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) হোসাইন  মোহাম্মদ কবির ভূঁঈয়া। 

রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ৩২৫০ টাকা জরিমানা ও ১০ দিন আটকে রাখা অযৌক্তিক। আমরা কয়েকটি দাবি পেশ করেছি। এক সপ্তাহের মধ্যে যদি দাবি মানা না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অবর ধ

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ