বিশেষ সুবিধায় খেলাপি ঋণ পুনর্গঠনে কমিটি
Published: 30th, January 2025 GMT
বিশেষ সুবিধায় খেলাপি ঋণ পুনর্গঠনে আবারও সুযোগ দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ৫০ কোটি টাকা ও তার বেশি অঙ্কের ঋণ পুনর্গঠনের জন্য একটি বাছাই কমিটি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক, সাবেক ব্যাংকার, ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের এ কমিটি কাজ করবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিভিন্ন নিয়ন্ত্রণবহির্ভূত কারণ যেমন– কভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক নিম্ন প্রবৃদ্ধি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ ও সর্বোপরি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সৃষ্ট অভিঘাত মোকাবিলা করে অর্থনীতি চলমান রাখা এবং ব্যাংক খাত সুসংহত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে ব্যাংকের ঋণ আদায় নিশ্চিতে প্রয়োজনীয় নীতি সহায়তার সুপারিশের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে। কমিটির কার্যপরিধিতে ৫০ কোটি ও তদূর্ধ্ব অঙ্কের খেলাপি হওয়া ঋণ অন্তর্ভুক্ত হবে। ঋণগ্রহীতা প্রকৃত ক্ষতিগ্রস্ত কিনা এবং সমস্যাসংকুল প্রতিষ্ঠানের পুনর্গঠন ও নীতি সহায়তার মাধ্যমে ব্যবসায় ফেরানোর সুযোগ রয়েছে কিনা, তা যাছাই করে কমিটি সুপারিশ করবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন সাবেক ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড.
জানা গেছে, এবার আর আগের মতো ঢালাও সুবিধা মিলবে না। এতদিন নানা কৌশলে খেলাপি ঋণ কম দেখানো হচ্ছিল। সেটি বন্ধ হওয়ায় এখন দ্রুত বাড়ছে। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা হয়েছে। মোট ঋণের যা প্রায় ১৭ শতাংশ। গত বছরের ডিসেম্বরে ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা বা ৯ শতাংশ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কুয়েটে অন্তবর্তী উপাচার্য নিয়োগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য হযরত আলী উপাচার্যের দায়িত্ব পালন করবেন। বিস্তারিত আসছে...