রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ
Published: 31st, January 2025 GMT
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে শুক্রবার (৩১ জানুয়ারি) গত আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম আব্দুল্লাহ আল মেহেদী হাসান ওরফে হিমেল। তিনি রাজশাহীর বেসরকারি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী। বর্তমানে রাজশাহী মহানগরে বসবাস করেন। তবে তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরের মালোপাড়া এলাকার একটি রেস্তোরাঁর সামনে থেকে মেহেদীকে ধরেন কিছু শিক্ষার্থী। এ সময় তাকে মারধর করা হয়। মোবাইল চেক করে তাকে আওয়ামী লীগের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে দেখা যায়। পরে রিকশায় করে তাকে নগরের বোয়ালিয়া থানায় নিয়ে যান শিক্ষার্থীরা।
সেখানে ছিলেন রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী আবদুর রহিম। তিনি জানান, মেহেদী শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি। রাজশাহীতে মাঝে মাঝেই ওই রেস্তোরাঁয় বসে মেহেদীসহ ছাত্রলীগের কয়েকজন নিয়মিত বৈঠক করতেন। খবর পেয়ে রাতে তারা সেখানে গেলে অন্যরা পালিয়ে যায়। তবে মেহেদীকে তারা ধরে ফেলেন। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার একটি মামলা তিনি তদন্ত করছেন। সেই মামলায় মেহেদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
ঢাকা/কেয়া/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাফেজ আহাম্মেদ আর নেই
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক হাফেজ আহাম্মেদ (৬৮) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার (৩১জুলাই) রাতে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যু কালে তিনি ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা শুক্রবার বাদ জুম্মা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে তার মৃতদেহ দাফন সম্পর্ন করা হয়।
মরহুমের নামাজের জানাযা উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব এডঃ আবুল কালাম, মহানগর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, হাজী নূর উদ্দিন আহাম্মেদ, আওলাদ হোসেন, মনির হোসেন, অস্ট্রেলিয়া বিএনপিসহ- দপ্তর সম্পাদক ইন্জিনিয়ার মোঃ রেজানূর রহমান রূপন, মহানগর বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, বন্দর উপজেলা বিএনপি নেতা মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, শহীদ মেম্বার, মনির মেম্বার, আলামিন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল, মোঃ সাফি, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, ফারুকুল ইসলাম, সাহাদাত হোসেনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।