নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের মতবিনিময় শনিবার
Published: 31st, January 2025 GMT
শিল্প-বাণিজ্য নগরি ও নদী বন্দর হিসেবে নারায়ণগঞ্জের পরিচয় ব্রিটিশ ভারতে শুধু নয় প্রাচ্য ও পাশ্চাত্য সব দেশেই। কয়েক হাজার বছরের জনপদ এই নারায়ণগঞ্জ। এক সময় পূর্ববঙ্গের রাজধানী হিসেবে পরিচালনার কারণে নারায়ণগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য গোটা ভারতবর্ষে ও এর বাইরে গুরুত্ব পেয়েছে। দেশ-ভাগ, ভাষা-সংগ্রাম, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নারায়ণগঞ্জ। কিন্তু বিগত কয়েক দশকে দেশে ও দেশের বাইরে নারায়ণগঞ্জের প্রধান পরিচয় হয়ে উঠেছে “সন্ত্রাসের নগরি”।
রাষ্ট্রের কোষাগারে দেশের সর্বোচ্চ কর জমা পরে নারায়ণগঞ্জ থেকে। অথচ নারায়ণগঞ্জ দেশে ‘বি-কেটাগরি’র জেলা। প্রতিটি সরকারের অবহেলা এই জেলাকে দুর্বল করে রেখেছে। সরকারের সাথে যুক্ত রাজনৈতিক প্রতিনিধিরা ব্যস্ত থেকেছে লুট-পাট নিয়ে। প্রতিটি সরকারের ছত্রছায়ায় এখানে দুর্বৃত্তচক্র গড়ে উঠেছে। যারা সর্বক্ষেত্রে চাঁদাবাজি, ভূমি-দস্যুতা, মাদকের ব্যবসা, হাট-ঘাট-বাজার, পরিবহন, ব্যবসা-প্রতিষ্ঠান দখলে নিতে হয়ে উঠেছিল বেপরোয়া। বিগত সরকারের শাসনামলে তা বয়াবহ আকার ধারণ করেছিল। তাদের এই কাজে বাধা দিলে হত্যা করে লাশ বানিয়ে ভাসিয়ে দিত শীতলক্ষ্যা নদীতে। গত ৫ আগষ্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান হয়েছে। কিন্তু তার তৈরি করা ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো টিকে আছে। আমরা নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের সহযোগীদের কণ্ঠস্বর এখনো শুনতে পাচ্ছি। ফ্যাসিবাদের দোসররা নতুন পোশাকে বিভিন্ন জায়গায় আবির্ভূত হচ্ছে।
এমনি বাস্তবতায় নারায়ণগঞ্জে বসবাসরত নাগরিকদের অধিকার আদায়ে আরও সচেতন ও সক্রিয় হওয়া জরুরি বলে আমরা মনে করছি। সে লক্ষে “নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন”এর ব্যানারে শনিবার ( ১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে (৫ তলা)। কাঙ্খিত নারায়ণগঞ্জ গড়ে তুলতে দুর্বৃত্তবিরোধী সামাজিক সকল শক্তির ঐক্য ও সক্রিয়তা অপরিহার্য বলে আমরা মনে করি। সভায় সভাপতিত্ব করবেন রফিউর রাব্বি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ সরক র র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
পুড়িয়ে ফেলার ১০ মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম আগামী রোববার থেকে পুরোদমে চালু হচ্ছে। এর আগে গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে পাসপোর্টের আবেদন নেওয়া শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপরিচালক জামাল হোসেন জানান, নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনকারীরা রোববার থেকে আবেদনপত্র জমা, ছবি ও বায়োমেট্রিক দিতে পারবেন।
গত বছরের ১৮ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন। আগুনে পুড়ে যায় বিতরণের অপেক্ষায় থাকা ৮ হাজার পাসপোর্ট। পুরো পাসপোর্ট অফিস ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আগুন জ্বলতে থাকে ১৯ জুলাই সকাল পর্যন্ত। আগুন দেওয়ার আগে অফিসটিতে লুটপাট চালানো হয়েছিল বলে জানান পাসপোর্ট অফিসের তৎকালীন উপপরিচালক মাহমুদুল হাসান। আগুনে ভবনের নিচতলা থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় থাকা বায়ো এনরোলমেন্ট যন্ত্রপাতি, প্রশাসন শাখা, অফিস সরঞ্জাম, গুরুত্বপূর্ণ নথি, ফাইলপত্র এবং চতুর্থ তলার রেকর্ডরুম ও অতিথিশালার সবকিছুই পুড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ, ফতুল্লা ও সদর উপজেলাবাসী। মুন্সীগঞ্জ ও নরসিংদীতে গিয়ে পাসপোর্ট করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে নারায়ণগঞ্জের সেবাগ্রহীতাদের।
পুড়িয়ে দেওয়ার ৬ মাস পর পাসপোর্ট অফিসটির সংস্কারকাজ শুরু করে গণপূর্ত বিভাগ।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, আবারও পাসপোর্ট অফিসটি চালু হওয়ার সংবাদে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।