Samakal:
2025-11-03@17:05:58 GMT

বইয়ের খবর জানানোর প্ল্যাটফর্ম

Published: 31st, January 2025 GMT

বইয়ের খবর জানানোর প্ল্যাটফর্ম

আমার সবচেয়ে ভালো বন্ধু বই। বাড়িতে, গাড়িতে, ভ্রমণে সঙ্গী থাকে বই। বই নিয়ে গল্প করতেও পছন্দ করি। বইবিষয়ক আলোচনা কীভাবে আরও বাড়ানো যায়– সে চিন্তা থেকেই একটি প্ল্যাটফর্ম গড়ার তাগিদ অনুভব করি। সেই চিন্তা থেকে শুরু হয় ‘অআকখ’-এর যাত্রা। আমাদের ট্যাগলাইন ‘বইয়ের খবর পাঠকের কাছে’। যেখানে বইপ্রেমীরা বই নিয়ে কথা বলবেন, তর্ক-আড্ডায় বইয়ের খবর পৌঁছে যাবে পাঠকের কাছে।
বইমেলায় স্টল কর্মীর কাজ করতে গিয়ে উপলব্ধি করি– লোকজন বই কিনতে চান। কোন বই কোথায় পাওয়া যাবে। কোন বই পড়া তাঁর জন্য ভালো হবে। আগে থেকে বুঝতে পারেন না। তখন বন্ধুদের আড্ডায় প্রসঙ্গ ওঠে, মেলায় এমন কিছু করা যেন পাঠক সহজে নিজের পছন্দের বইটি খুঁজে পান। এ কাজে সঙ্গী হন শেখ ফাতিমা পাপিয়া। 
গত বছর বইমেলায় আমরা তরুণ লেখকদের নিয়ে একটি বিশেষ আয়োজন করি। বইমেলায় যাদের প্রথম বই প্রকাশিত হতে যাচ্ছে, তাদের বইয়ের গল্প এবং বই লেখার গল্প তুলে আনি। এতে অনেক লেখক উপকৃত হয়েছেন এবং তাদের বইয়ের কথা পাঠক জানতে পেরেছেন। তরুণ লেখক খুঁজে বের করা, যাচাই-বাছাই করা, ভিডিও সাক্ষাৎকার গ্রহণ এবং তা প্রচার করা– এ কাজ খুব একটা সহজ ছিল না। 
সাক্ষাৎকারের বাইরেও আমরা এক ধরনের আড্ডা সিরিজ আয়োজন করি মেলায়। গল্পে গল্পে বইয়ের কথা। লেখকের সঙ্গে পাঠক বই নিয়ে গল্প করবেন। প্রতিদিন একজন লেখকের সঙ্গে দীর্ঘ আলাপ করে তা প্রচার করতাম; যা মেলায় বেশ সাড়া ফেলে। তরুণ, প্রবীণ ও প্রসিদ্ধ– সব ধরনের লেখক নিয়ে এ বিশেষ আয়োজন আমরা করেছি ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায়। গত বছর বইমেলার ৩১ দিনে ৩১ জন লেখকের সাক্ষাৎকার গ্রহণ করেছি আমরা। একইসঙ্গে পাঠক এবং প্রকাশকদের কথা, বইমেলা নিয়ে তাদের প্রত্যাশার কথাও আমরা তুলে ধরেছি। প্রতিদিন বিভিন্ন বইয়ের তথ্য, বই নিয়ে আড্ডা, কোন বই কোথায় পাওয়া যাবে– এসব তথ্যসহ নানা বিষয়ে মেলার মাঠে আমাদের আয়োজন ছিল। প্রতিদিন প্রকাশিত বইয়ের সংখ্যা, আগত দর্শনার্থীদের বই খুঁজে পেতে সহায়তা করা ছিল আমাদের নিয়মিত কাজ।  
গত বছর আমরা ঝোঁকের মাথায় কাজটি শুরু করেছিলাম। আমাদের আশপাশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়া এই বিশাল কার্যক্রম সফল করা সম্ভব ছিল না। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন ক্যাম্পাসের অনেক তরুণ। আরও আছেন অনেক শুভাকাঙ্ক্ষী- শুভানুধ্যায়ী। যারা শুরু থেকেই পাশে ছিলেন, তারা পরামর্শ দিয়েও নানাভাবে সহযোগিতা করেছেন। সেই সাহস নিয়ে গত বছরের অভিজ্ঞতা ও সাফল্যকে সঙ্গী করে নতুন উদ্যমে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ কাজ করবে ‘অআকখ’। বাংলা একাডেমির অনুমোদনক্রমে এ বছর একটি সাহিত্য মিডিয়া স্টল (সোহরাওয়ার্দী উদ্যানে ২১৮ নম্বর স্টল) পেয়েছি আমরা। সাহিত্য মিডিয়া হিসেবে আমাদের যাত্রা ও কার্যক্রম বাস্তবায়নে অগ্রসর হচ্ছি। বাংলা সাহিত্যকে ঘিরে আমাদের এ যাত্রায় যারাই যুক্ত হতে চান, তাদের স্বাগত ও আমন্ত্রণ জানাই। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গত বছর বই ন য় দ র বই বইম ল বইয় র

এছাড়াও পড়ুন:

বিএনপির প্রার্থীর তালিকায় নেই তারকারা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কয়েকজন জনপ্রিয় তারকার মনোনয়ন পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় তাদের নাম নেই।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

আরো পড়ুন:

শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?

মালয়েশিয়ায় পরীমণির দশ দিন

তবে আলোচনায় থাকা কোনো তারকা প্রার্থী চূড়ান্ত তালিকায় আসেননি। সংগীতশিল্পী বেবী নাজনীন (নীলফামারী–৪), মনির খান (ঝিনাইদহ–৩) ও রুমানা মোর্শেদ কনকচাঁপা (সিরাজগঞ্জ–১) মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তাদের মধ্যে বেবী নাজনীন ও মনির খানের আসনে যথাক্রমে আবদুল গফুর সরকার ও মেহেদী হাসান মনোনয়ন পেয়েছেন। কনকচাঁপার আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।

২০১৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ–১ আসন থেকেই বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। তখন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারের নির্বাচনে আবারো লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

মনির খান ও কনকচাঁপা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা। এছাড়া দলটির সাংস্কৃতিক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নামও আলোচনায় ছিল।

উজ্জ্বল বলেন, “দল যদি মনে করে আমার প্রার্থী হওয়া দরকার, আমি প্রস্তুত।”

বিএনপির এ ঘোষণার মধ্য দিয়ে আপাতত স্পষ্ট—বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখগুলো এবারো দলীয় প্রার্থী তালিকার বাইরে থাকছেন।

ঢাকা/রাহাত/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ