ভোরের আলো ফোটার আগেই চারদিক থেকে জনস্রোত টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের দিকে। সবার লক্ষ্য ১৬০ একর জায়গাজুড়ে টানানো শামিয়ানা। শেষ পর্যন্ত লোকারণ্য ১০ বর্গকিলোমিটার এলাকা। গতকাল শুক্রবার সকালের মধ্যেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় মানুষ দাঁড়িয়ে যেতে থাকেন রাস্তাজুড়ে। জনস্রোত থেকে শুধুই ভেসে আসছিল– সোবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর ধ্বনি। জুমার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। 

গতকাল ইজতেমা শুরুর দিনে ফজরের নামাজের পর মূল মঞ্চে বসে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক উর্দু ভাষার বয়ান করছিলেন। তরজমা করেন মাওলানা নূরুর রহমান। ধ্যানমগ্ন হয়ে শুনছিলেন মুসল্লিরা। প্রখ্যাত এ বুজুর্গ স্রষ্টা-সৃষ্টি, জন্ম-মৃত্যু, সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ নিয়ে বয়ান দেন। সকাল পৌনে ১০টার দিকে তালিমের আগে মোজাকেরা করেন ভারতের মাওলানা ফারাহিম ও ছাত্রদের মিম্বার থেকে বয়ান করেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মান্নান। সে সময় যত দূর চোখ যায়, মানুষ আর মানুষ। তিল ধারণের যেন ঠাঁই নেই কোথাও। ইজতেমার মূল ময়দান প্রায় পূর্ণ হয়ে যায় বৃহস্পতিবার দুপুরের আগেই। ব্যক্তিগত উদ্যোগে পলিথিন টানিয়ে জামাতবদ্ধ অসংখ্য মুসল্লি অবস্থান করছেন ময়দানের চারপাশে।

কাকরাইল মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়েরের ইমামতিতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষ আদায় করেন পবিত্র জুমার নামাজ। দুপুর ১টা ৪৩ মিনিটে মাওলানা যোবায়ের খুতবা দেওয়ার জন্য ইজতেমা ময়দানের মূল মঞ্চের সামনে গিয়ে দাঁড়ান। এর সঙ্গে সঙ্গেই নিস্তব্ধ পুরো ময়দান। খুতবা শেষে তুরাগ নদের পশ্চিম পারে তাঁর ইমামতিতেই ১টা ৫৬ মিনিটে  শুরু হয় জুমার জামাত।
তাবলিগ জামাতের শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ২০ লাখের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন। শুধু ময়দানে নয়, যে যেখানে জায়গা পেয়েছেন সেখানেই নামাজ আদায় করেছেন। ময়দানের চারদিকে সব রাস্তার ওপর দাঁড়িয়ে নামাজ পড়েছেন মুসল্লিরা।

ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান, সুদান, নাইজেরিয়া,  মালয়েশিয়া, ইয়েমেন, ইন্দোনেশিয়া, সোমালিয়া, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, মিয়ানমার, চাঁদ, লিবিয়া, ইতালি, ইরান, ইরাক, কুয়েত, কাতার, পাকিস্তান, সৌদি আরব, মিসর, কানাডা, পানামাসহ অন্তত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন মুসল্লি এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন। আরও বিদেশি মেহমান আসবেন বলে জানায় আয়োজক কমিটি। বিদেশিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাসহ সুপেয় ঠান্ডা ও গরম পানি এবং রান্নার জন্য গ্যাসের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানের উত্তর পাশে বিদেশি মেহমানদের জন্য পৃথক নিবাস নির্মাণ করা হয়েছে।

নিরাপত্তাবলয় 
পাঁচ স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে পুরো এলাকায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, ইজতেমা প্রাঙ্গণ পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে এবং নিরাপত্তার জন্য বসানো হয়েছে ১৬টি ওয়াচ টাওয়ার, ১৫টি সাব-কন্ট্রোল রুম, ৩৩৫টি সিসিটিভি ক্যামেরা, ৩৫টি রুফটপ ডিউটি টিম, ৫৩টি স্থির পিকেট পার্টি, ২০টি মোবাইল টহল ইউনিট, ২০টি  চেকপোস্ট, ড্রোন সার্ভেইল্যান্স, ডগ স্কোয়াড ও  বম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম, নৌ ও হেলিকপ্টার টহল সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। এ ছাড়া ইজতেমার সার্বিক নিরাপত্তায় এক হাজার ট্রাফিক পুলিশ, এক হাজার সাদা পোশাকের পুলিশ, ছয় হাজার ইউনিফর্ম পরিহিত পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারি অন্যান্য সংস্থা ও বাহিনীগুলো তাদের নিজ নিজ কমান্ডের অধীনে নিরাপত্তা ও ব্যবস্থাপনার কাজে নিয়োজিত রয়েছে।

এক মুসল্লি মারা গেছেন
বিশ্ব ইজতেমার ময়দানে আবদুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকায় তাঁর বাড়ি। শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার সকালে তিনি মারা যান। মুসল্লিদের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সরকারি ও বেসরকারি সংস্থা স্বাস্থ্যসেবা দিচ্ছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শূরায়ে নেজামের অধীনে এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হবে। শুক্রবার শুরু হওয়া প্রথম পর্বের প্রথম ধাপ আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হবে সোমবার। আগামী বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। 
আগামী ১৪ ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মুরব্বি ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইজত ম ময়দ ন র ইজত ম র র জন য সরক র প রথম

এছাড়াও পড়ুন:

এই অদম্য মেয়েদের আমরা হারিয়ে যেতে দিতে পারি না

অবহেলিত মেয়েরা কঠিন একটি কাজ সম্পন্ন করেছেন। অনেকের কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। অসাধ্য এক অর্জনকে বাস্তবের জমিনে নামিয়ে এনেছেন আমাদের বাঘিনীরা। সাফ পর্যায় জয় করে নারীদের ফুটবলকে এশীয় পর্যায়ে নিয়ে গেলেন। বিশ্বকাপও খেলে ফিরতে পারেন এই অদম্য বাঘিনীরা।

এখন বলাই যায়, নারী ফুটবলের বিশ্ব পর্যায়ে কড়া নাড়ছেন আমাদের মেয়েরা। ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তাঁরা। শুধু ফুটবলই নয়, আমাদের নারী জাগরণের নতুন দিশা হতে পারে মেয়েদের এই সাফল্য। এই মেয়েরা সারা দেশের মেয়েদের জন্য উদাহরণ। নারী অধিকার, নারী ক্ষমতায়নের নতুন দিনের আলোকবর্তিকা আমাদের নারী ফুটবল দল।

ফুটবলে মেয়েদের এই সাফল্যের পেছনে আছে দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের ইতিহাস। সফলতা খুব সহজে আসেনি। নানা প্রতিবন্ধকতা পার করে কঠিন এক সংগ্রামের ফসল মেয়েদের আজকের এই অর্জন। ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত পল্লি থেকে কোহাটি কিষ্ক, কলসিন্দুরের মারিয়া মান্দা, শামসুন্নাহার, তহুরা খাতুন, সানজিদা আক্তার বা রাঙামাটির দুর্গম গ্রাম মগছড়ি থেকে ঋতুপর্ণা চাকমাদের আজকের এই পর্যায়ে আসার ইতিহাসটা আমরা কমবেশি সবাই জানি।

এই পথচলায় সামাজিক বিধিনিষেধ ছিল। ছিল আর্থিক টানাপোড়েন, অনিশ্চয়তা। জীবনের এমন কোনো সংকট নেই, যা তাঁদের সামনে আসেনি। কিন্তু হিমালয়সম সেই বাধাকে সাহসিকতার সঙ্গে পেছনে ঠেলে আজকে তাঁরা এশীয় পর্যায়ে নিজেদের উন্নীত করেছেন।

তাঁদের অর্জনের তুলনায় রাষ্ট্র দিতে পেরেছে খুবই কম। বলতে গেলে, তাঁরা পেটেভাতে দেশের জন্য খেলে দিচ্ছেন। যেন খেলার বিনিময়ে খাদ্য কর্মসূচি চলছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আদলে। যৎসামান্য যে বেতন দেওয়া হয়, সেটাও অনিয়মিত। যেকোনো সাফল্যের পর যখন মেয়েদের কাছে শুনতে চাওয়া হয়, ‘আপনারা কী চান?’ উত্তরে মেয়েরা জানান, ‘নিয়মিত বেতনটা চাই। আর বেতনটা বাড়ালে আরও ভালো হয়।’ ২০২৫ সালে এসে এটা মেনে নেওয়া কঠিন।

দেশে মেয়েদের নিয়মিত লিগ হয় না। অন্য কোনো টুর্নামেন্টও হয় না নিয়মিত। নিয়মিত খেলার জন্য আমাদের মেয়েদের ভুটান লিগে খেলতে যেতে হয়। কেবল আবাসিক ক্যাম্পের প্রশিক্ষণ ও কিছু প্রস্তুতিমূলক ম্যাচ খেলেই মেয়েদের আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতামূলক খেলায় নামতে হয়। সেই সব খেলায় তাঁরা নিয়মিত লিগ খেলা দলগুলোকে বলে-কয়ে হারাচ্ছে।

আমাদের খেলাধুলাকে রাজধানীকেন্দ্রিক না রেখে প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে। শুধু নারী ফুটবল নয়, সব ধরনের খেলাধুলার আয়োজন করতে হবে তৃণমূল থেকে। তবেই নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। ঢাকাকেন্দ্রিক খেলার কুফল কী হতে পারে, তার বড় উদাহরণ আমাদের ছেলেদের ফুটবল। সারা দেশে নিয়মিত প্রতিযোগিতামূলক লিগ না হওয়ার কারণে নতুন নতুন ফুটবলার বেরিয়ে আসছেন না।

কী পরিমাণ প্রতিভার অধিকারী হলে ন্যূনতম সুবিধা না পেয়েও এ পর্যায়ে সাফল্য অর্জন করা যায়, তা এককথায় অবিশ্বাস্য। ভারত ও নেপালে নিয়মিত মেয়েদের খেলা হয়, লিগ হয়। আর আমরা তাদের এখন নিয়মিতই হারাই। এখন সাফের বাইরের দলগুলোকেও আমরা হারাতে শুরু করেছি।

এই মেয়েদের প্রচেষ্টা ও সাহস নিয়ে কোনো সন্দেহ নেই। প্রচণ্ড রকম ইতিবাচক মানসিকতা নিয়ে তাঁরা খেলতে নামেন। ভয়হীন ফুটবল খেলেন। সব থেকে বড় কথা, খেলার যেকোনো ধরনের ট্যাকটিকসের সঙ্গেই তাঁরা দ্রুত মানিয়ে নিতে পারেন। আগে আমাদের মেয়েরা কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলতেন। রক্ষণ সামলে প্রতি-আক্রমণে যেতেন। এবার এশিয়ান কাপের বাছাইয়ে মেয়েরা পুরো খেলার ধরন বদলে ফেলেছেন।

আমাদের মেয়েরা এবার হাই প্রেসিং ফুটবল খেলেছেন। এই দল আগের থেকে দ্রুতগতিসম্পন্ন ফুটবল খেলে। বল পায়ে রাখতে পারে। তাদের বল ডিস্ট্রিবিউশন আগের থেকে অনেক উন্নত হয়েছে। পাসিংও ভালো। পজিশন সেন্স চমৎকার। বিশেষ করে বল হারালে দ্রুত নিজেরা অবস্থান নিতে পারে।

এশিয়ান কাপ বাছাইয়ে পুরো টুর্নামেন্টজুড়ে হাই লাইন ডিফেন্স করে গেছে দুর্দান্তভাবে। আর বাহরাইনের সঙ্গে শামসুন্নাহার জুনিয়র যেভাবে গতি সঞ্চার করে ডিফেন্স থেকে বেরিয়ে ওয়ান টু ওয়ানে গোলরক্ষককে পরাজিত করলেন ঠান্ডা মাথায়, তা আমাদের পুরুষ দলের স্ট্রাইকার বা উইঙ্গাররাও করতে পারেন না। নিয়মিত খেলার মধ্যে না থাকা একটি দলের কাছে এর বেশি আশা করা উচিত নয়। কিন্তু তাঁরা আমাদের সেই আশাকে ছাড়িয়ে গেছেন। তাঁরা পরিস্থিতি বুঝে মাঠে খেলাটা তৈরি করতে পারেন।

মেয়েদের এই লড়াইকে ধরে রাখতে হবে। তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সিরাত জাহান স্বপ্না বা আঁখি খাতুনের মতো খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তার কারণে ফুটবল থেকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। মেয়েদের প্রতিযোগিতামূলক লিগ নিয়মিত আয়োজন করতে হবে। এর পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে লিগের আয়োজন করতে হবে।

‘সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এই মেয়েরা আমাদের ফুটবল নতুন উচ্চতায় নিয়ে যাবেন।’

সম্পর্কিত নিবন্ধ