বয়ান আর জিকিরে মুখর তুরাগতীর জুমায় লাখো মুসল্লি
Published: 1st, February 2025 GMT
ভোরের আলো ফোটার আগেই চারদিক থেকে জনস্রোত টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের দিকে। সবার লক্ষ্য ১৬০ একর জায়গাজুড়ে টানানো শামিয়ানা। শেষ পর্যন্ত লোকারণ্য ১০ বর্গকিলোমিটার এলাকা। গতকাল শুক্রবার সকালের মধ্যেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় মানুষ দাঁড়িয়ে যেতে থাকেন রাস্তাজুড়ে। জনস্রোত থেকে শুধুই ভেসে আসছিল– সোবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর ধ্বনি। জুমার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি।
গতকাল ইজতেমা শুরুর দিনে ফজরের নামাজের পর মূল মঞ্চে বসে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক উর্দু ভাষার বয়ান করছিলেন। তরজমা করেন মাওলানা নূরুর রহমান। ধ্যানমগ্ন হয়ে শুনছিলেন মুসল্লিরা। প্রখ্যাত এ বুজুর্গ স্রষ্টা-সৃষ্টি, জন্ম-মৃত্যু, সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ নিয়ে বয়ান দেন। সকাল পৌনে ১০টার দিকে তালিমের আগে মোজাকেরা করেন ভারতের মাওলানা ফারাহিম ও ছাত্রদের মিম্বার থেকে বয়ান করেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মান্নান। সে সময় যত দূর চোখ যায়, মানুষ আর মানুষ। তিল ধারণের যেন ঠাঁই নেই কোথাও। ইজতেমার মূল ময়দান প্রায় পূর্ণ হয়ে যায় বৃহস্পতিবার দুপুরের আগেই। ব্যক্তিগত উদ্যোগে পলিথিন টানিয়ে জামাতবদ্ধ অসংখ্য মুসল্লি অবস্থান করছেন ময়দানের চারপাশে।
কাকরাইল মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়েরের ইমামতিতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষ আদায় করেন পবিত্র জুমার নামাজ। দুপুর ১টা ৪৩ মিনিটে মাওলানা যোবায়ের খুতবা দেওয়ার জন্য ইজতেমা ময়দানের মূল মঞ্চের সামনে গিয়ে দাঁড়ান। এর সঙ্গে সঙ্গেই নিস্তব্ধ পুরো ময়দান। খুতবা শেষে তুরাগ নদের পশ্চিম পারে তাঁর ইমামতিতেই ১টা ৫৬ মিনিটে শুরু হয় জুমার জামাত।
তাবলিগ জামাতের শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ২০ লাখের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন। শুধু ময়দানে নয়, যে যেখানে জায়গা পেয়েছেন সেখানেই নামাজ আদায় করেছেন। ময়দানের চারদিকে সব রাস্তার ওপর দাঁড়িয়ে নামাজ পড়েছেন মুসল্লিরা।
ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান, সুদান, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইয়েমেন, ইন্দোনেশিয়া, সোমালিয়া, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, মিয়ানমার, চাঁদ, লিবিয়া, ইতালি, ইরান, ইরাক, কুয়েত, কাতার, পাকিস্তান, সৌদি আরব, মিসর, কানাডা, পানামাসহ অন্তত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন মুসল্লি এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন। আরও বিদেশি মেহমান আসবেন বলে জানায় আয়োজক কমিটি। বিদেশিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাসহ সুপেয় ঠান্ডা ও গরম পানি এবং রান্নার জন্য গ্যাসের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানের উত্তর পাশে বিদেশি মেহমানদের জন্য পৃথক নিবাস নির্মাণ করা হয়েছে।
নিরাপত্তাবলয়
পাঁচ স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে পুরো এলাকায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, ইজতেমা প্রাঙ্গণ পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে এবং নিরাপত্তার জন্য বসানো হয়েছে ১৬টি ওয়াচ টাওয়ার, ১৫টি সাব-কন্ট্রোল রুম, ৩৩৫টি সিসিটিভি ক্যামেরা, ৩৫টি রুফটপ ডিউটি টিম, ৫৩টি স্থির পিকেট পার্টি, ২০টি মোবাইল টহল ইউনিট, ২০টি চেকপোস্ট, ড্রোন সার্ভেইল্যান্স, ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম, নৌ ও হেলিকপ্টার টহল সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। এ ছাড়া ইজতেমার সার্বিক নিরাপত্তায় এক হাজার ট্রাফিক পুলিশ, এক হাজার সাদা পোশাকের পুলিশ, ছয় হাজার ইউনিফর্ম পরিহিত পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারি অন্যান্য সংস্থা ও বাহিনীগুলো তাদের নিজ নিজ কমান্ডের অধীনে নিরাপত্তা ও ব্যবস্থাপনার কাজে নিয়োজিত রয়েছে।
এক মুসল্লি মারা গেছেন
বিশ্ব ইজতেমার ময়দানে আবদুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকায় তাঁর বাড়ি। শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার সকালে তিনি মারা যান। মুসল্লিদের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সরকারি ও বেসরকারি সংস্থা স্বাস্থ্যসেবা দিচ্ছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শূরায়ে নেজামের অধীনে এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হবে। শুক্রবার শুরু হওয়া প্রথম পর্বের প্রথম ধাপ আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হবে সোমবার। আগামী বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে।
আগামী ১৪ ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মুরব্বি ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইজত ম ময়দ ন র ইজত ম র র জন য সরক র প রথম
এছাড়াও পড়ুন:
সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এ আহ্বান জানান। বিশ্বব্যাপী ২ নভেম্বর দিবসটি পালিত হয়।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত মহাসচিবের বিবৃতিতে বলা হয়, সত্যের সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত গণমাধ্যমকর্মীরা ক্রমবর্ধমান বিপদের মুখে পড়ছেন। এর মধ্যে রয়েছে মৌখিক নিপীড়ন, আইনি হুমকি, শারীরিক আক্রমণ, কারাবাস ও নির্যাতন। এমনকি অনেককে জীবনও দিতে হচ্ছে।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের এই আন্তর্জাতিক দিবসে আমরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রায় ১০টি ঘটনার মধ্যে ৯টির বিচারই এখনো অমীমাংসিত রয়ে গেছে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বর্তমানে যেকোনো সংঘাতের মধ্যে (ফিলিস্তিনের) গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গায় পরিণত হয়েছে। আমি আবারও এই ঘটনাগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।’
আন্তোনিও গুতেরেস বলেন, ‘যেকোনো জায়গায় বিচারহীনতা শুধু ভুক্তভোগী এবং তাঁদের পরিবারের প্রতিই অন্যায় নয়, বরং এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ, আরও সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার শামিল এবং গণতন্ত্রের প্রতি হুমকি।’ তিনি বলেন, সব সরকারের উচিত প্রতিটি ঘটনার তদন্ত করা, প্রত্যেক অপরাধীর বিচার করা এবং সাংবাদিকেরা যাতে সর্বত্র স্বাধীনভাবে তাঁদের কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।’
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘নারী সাংবাদিকদের লক্ষ্য করে অনলাইনে উদ্বেগজনকভাবে বাড়তে থাকা হয়রানিমূলক আচরণ অবশ্যই আমাদের মোকাবিলা করতে হবে। এ ধরনের অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই সাজা হয় না এবং এটি প্রায়শই বাস্তব জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাঁরা সাংবাদিকতার সঙ্গে জড়িত, তাঁদের জন্য ডিজিটাল দুনিয়াকে নিরাপদ রাখতে হবে।’
আন্তোনিও গুতেরেস বলেন, ‘যখন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হয়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠস্বর হারাই। আসুন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়, জবাবদিহি নিশ্চিত করার দাবিতে এবং যাঁরা ক্ষমতার বিপরীতে সত্য তুলে ধরেন, তাঁরা যেন ভয় ছাড়াই তা করতে পারেন তা নিশ্চিত করতে আমরা সম্মিলিত অবস্থান নিই।’