কবি নিজাম বিশ্বাসের প্রথম কবিতার বই ‘জলমাকড়ের নৌকাবাইচ’ প্রকাশিত হয়েছে বইমেলায়। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বৈতরণী প্রকাশনার ৪৫১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। প্রথম কবিতার বই হলেও নিজাম বিশ্বাস একেবারে নবীন কবি তো নন, বরং বিগত দেড় দশকে 

বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকীতে বহুল মুদ্রিত নামগুলোর একটি। তাহলে বই প্রকাশে এত দেরি কেন? এ প্রশ্নটিই পাঠকের মনে ঘুরেফিরে আসবে কবিতাগুলোর অনুপম সৌকর্যে ডুবে যেতে যেতে।

বইজুড়ে কবির প্রকৃতি-বীক্ষণ, সবুজ ও সহজের সঙ্গে একাত্মতা প্রথমেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে। মাটি, নদী, বৃক্ষকে একান্ত আপন করে নিতে না পারলে এমন মিথস্ক্রিয়া অসম্ভব। এই প্রকৃতিময়তা ছড়িয়ে আছে পৃষ্ঠার পর পৃষ্ঠাজুড়ে; অক্ষরগুলোকে ছাড়িয়ে মাঝেমধ্যে মাথা তুলে দাঁড়াচ্ছে ব্যক্তিগত পাহাড়। নগরের বুকের ভেতর বসে থেকে এভাবে মাটি পেরিয়ে নদীর গভীরে, সমুদ্রের অতলে শিকড় মেলে দেওয়ার জন্য যে অনুপম কবিত্বশক্তি প্রয়োজন, নিজাম বিশ্বাসে তা নিতান্তই উপস্থিত। অনেকটা সাদামাটা ভঙ্গিতে। ফলে নিজস্ব সব নদীতে তিনি তরঙ্গায়িত হয়েছেন নিস্তরঙ্গ থেকেই। জল হয়ে গিয়ে, সেই জল টলমল করা কোনো এক পাখির চোখে, আর সেই পাখিটা হয়তো তার স্মৃতির ডানা মেলে উড়ে গিয়ে বসে ঢাকা নগরীর এক শ্যাওলা ধরা বাড়ির চারতলার ছাদে, যাকে ঘিরে ঈর্ষাকাতর রেষারেষি চলে চাঁদ ও সূর্যের মধ্যে, আর এসব দেখে একটা মনমরা পেঁচা নখ থেকে ফেলে দেয় তার আধখাওয়া ইঁদুর ওই ছাদের ওপর। কিন্তু দিনশেষে ওই ছাদ নয়; কবির প্রেয়সী হয় এক দেমাগি বারান্দা। 

কবিতাগুলোয় মানুষের উপস্থিতি রহস্যময় রকমের কম। কোনো এক তুমি ছাড়া কবিতায় মানুষের দেখা প্রায় পাওয়াই যায় না। বরং কবিতা ভরতি ব্যাঙাচি, শোল মাছ, পিঁপড়া, ইঁদুর, জোনাক, ঝিঁ ঝিঁ, সোনাব্যাঙ, বাঘ, চিতা, নেকড়ে, নাগিনী, হরিণী, বক, কাছিম, সরীসৃপ, শুশুক। বিড়াল, চড়ুই, রাজহাঁস, বল্গা ফড়িং (কাল্পনিক?), মারমেইডসহ আরও নানান উপাদানে। আবার কিছুটা অপরিচিত ঢঙেও এসেছে আমাদের চেনাজানা প্রাণীরা– জুনিপোক, উড়োপোক, কাঠুরে পাখি, ঝুল বাদুড় এমন সব শব্দের মায়াজালে।

বইটির মূল সুর যদি ধরতে যাই, তাহলে বিষণ্নতা ও স্মৃতিকাতরতাই প্রধান হয়ে ওঠে। ছন্দ কবির প্রধান আগ্রহের বিষয় নয়, এবং তার প্রয়োজনও খুব বেশি অনুভূত হয় না। বাংলা সাহিত্যের বিষণ্ন সৌন্দর্যের বরপুত্র জীবনানন্দের মতো নিজাম বিশ্বাসের জন্মও বরিশালে। সে জন্যই হয়তো প্রকৃতির অপরূপ সুষমা ব্যবহারেও দু’জনের মধ্যে সাযুজ্য খুঁজে পাওয়া যায়। তবে অতটুকুই। এ ছাড়া নিজাম বিশ্বাস জীবনানন্দকে অনুসরণ করেননি, বরং সচেষ্ট থেকেছেন ব্যক্তিগত অভিজ্ঞতা, নিজস্ব সময় আর সেই সময়ের ভাষাকে ব্যবহার করেই একটি একান্ত নিজস্ব জগৎ তৈরি করতে। তাই প্রকৃতির বুকের ভেতরে বসেও তিনি একুশ শতকীয়, নাগরিক, বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণায় আকীর্ণ। বরিশালের সুগন্ধা নদীর মতো তাঁর ঢাকার শহরতলি-বাসের অভিজ্ঞতাজাত বাড়িঘর, ছাদ, বারান্দার আলাপ এক দ্বৈতসত্তার উপস্থিতিকেও দৃশ্যমান করে তোলে।

সব কবিতা যে একটা সুখানুভূতি বা বিষণ্ন পরিতৃপ্তির মধ্যে গিয়েই সফল সম্পন্ন– এমন বলা যাবে না। কয়েকটি কবিতার ক্ষেত্রে মনে হয়েছে, আরেকটু আগে শেষ হলেই বেশি সংহত থাকত। কিন্তু এই রকম অল্প কিছু অতি সম্পূর্ণতাকে ছাড়িয়ে বইজুড়েই মূলত কবির আলতো নরম পায়ের ছাপ। চিৎকারের চেয়ে স্বগতোক্তি, বিক্ষোভের চেয়ে বিষণ্ন নীরবতাই কবিতাগুলোকে বাঙ্ময় করে তুলেছে। একটা বিষণ্ন সুন্দর চিরন্তন বোধ ভর করে আছে দুই মলাটের ভেতরে। কিছু শব্দ, শব্দবন্ধ, রূপক চমকে দেওয়ার মতো– ‘সূর্যমুখী মানুষ’, ‘শীতে কোঁচকানো পুকুরের জল’, ‘নদীর কঙ্কাল’, ‘নিমফুলের ঘ্রাণের মতো অন্ধকার’, ‘মূর্ছা যাওয়া নারীর মতো বিকেলের রোদ’, ‘পলেস্তারার স্তন’, ‘শ্যাওলার শাড়ি’, ‘ইরানের কম্বলের মতো নরম বুক’, ‘বিস্তীর্ণ মাঠের মতো অন্ধকার নদী’ বোধের দরজা খুলে অন্য এক জগতের এক পশলা দমকা বাতাসের মুখোমুখি করে দেয় পাঠককে।

কবি নিজাম বিশ্বাস প্রণীত জলমাকড়ের নৌকাবাইচ একুশ শতকের অস্থিরতা আর সফলতার অন্তহীন রেসে হেরে যাওয়া ঘোড়াদের জন্য এক শীতল সবুজ ও একান্ত জলাধার।

জলমাকড়ের নৌকাবাইচ।।নিজাম বিশ্বাস।। কবিতা।। প্রচ্ছদ: রাজীব দত্ত।। প্রকাশক: বৈতরণী।। পৃষ্ঠা: ৮০।। মূল্য: ৩৩০ টাকা

–আদনান আলী, কবি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল প রথম

এছাড়াও পড়ুন:

ইউটিউবে ভুয়া ‘টক শো’র ছড়াছড়ি, বিভ্রান্ত মানুষ

এক পাশে বেগম খালেদা জিয়া, অন্য পাশে শেখ হাসিনা, মাঝখানে খালেদ মুহিউদ্দীন—ইউটিউবে একটি ‘টক শো’তে তিনজনকে এভাবেই দেখা যায়। যদিও বিষয়টি পুরোটাই ভুয়া।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কখনোই সুপরিচিত উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের টক শোতে (আলোচনা অনুষ্ঠান) যাননি; কিন্তু ইউটিউবে কারসাজি করে ভুয়া টক শো তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে খণ্ড খণ্ড ভিডিও চিত্র (ক্লিপ)। মনে হয়, যেন টক শোর অতিথিরাই কথা বলছেন।

সুপরিচিত নবীন ও প্রবীণ রাজনীতিবিদ, আলোচিত ব্যক্তিত্ব, জনপ্রিয় বিশ্লেষক, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ইনফ্লুয়েন্সার’দের নিয়ে এ ধরনের ভুয়া টক শো তৈরি করা হচ্ছে। তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিসল্যাব বিশ্লেষণ করে দেখিয়েছে, ইউটিউবে এমন ভুয়া টক শো অনেক রয়েছে।

ইউটিউবে কারসাজি করে ভুয়া টক শো তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে খণ্ড খণ্ড ভিডিও চিত্র (ক্লিপ)। মনে হয়, যেন টক শোর অতিথিরাই কথা বলছেন।

ডিসমিসল্যাব ২৮৮টি ভিডিও পর্যালোচনা করেছে। তারা বলছে, অধিকাংশ ভিডিওতে মূল সাক্ষাৎকারগুলোকে প্রাসঙ্গিকতার বাইরে গিয়ে কাটাছেঁড়া করে এমনভাবে বানানো হয়েছে, যা আদতে ঘটেনি। এসব ভিডিও গড়ে ১২ হাজারবার দেখা হয়েছে।

‘ভুয়া টক শোকে উসকে দিচ্ছে ইউটিউব, যেখানে আসল কনটেন্ট জায়গা হারাচ্ছে’ শিরোনামে একটি প্রতিবেদন গতকাল বুধবার প্রকাশ করে ডিসমিসল্যাব। এতে বলা হয়, ভুয়া টক শোতে বিজ্ঞাপন প্রদর্শিত হয়। অর্থাৎ সেখান থেকে অর্থ আয়ের সুযোগের সম্ভাবনাও রয়েছে। ইউটিউবের নিজস্ব নীতিমালা ভঙ্গ করে বানানো এ ধরনের ভিডিও প্রচার করে ইউটিউব নিজেও লাভবান হচ্ছে।

ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ধরনের ভুয়া টক শো অনেকে বিশ্বাস করেন, যার ফলে সমাজে বিভাজন তৈরি হয় এবং রাজনীতি ও গণতন্ত্রের ওপর প্রভাব পড়ে।

খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জড়িয়ে বানানো ভিডিওটি পর্যালোচনা করে ডিসমিসল্যাব বলেছে, ভিডিওতে দেখা যায়, ক্যামেরার দিকে মুখ করে দুই নেত্রী অনলাইনে নিজ নিজ অবস্থান থেকে ‘ভার্চু৵য়াল টক শো’তে অংশ নিয়েছেন। যেখানে সঞ্চালক খালেদ মুহিউদ্দীন শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান, ২০২৪ সালের আগস্টে তাঁকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে; কিন্তু কিছুক্ষণ যেতেই দর্শক বুঝবেন, ভিডিওটি ভুয়া। খালেদা জিয়ার নড়াচড়া স্বাভাবিক না। শেখ হাসিনার কণ্ঠস্বর তাঁর মুখভঙ্গির সঙ্গে মিলছিল না। খালেদার ভিডিও ফুটেজ বিকৃত বা টেনে লম্বা করা হয়েছে। উপস্থাপকের হাতের অঙ্গভঙ্গি বারবার একই রকম দেখা যাচ্ছিল। বিভিন্ন উৎস থেকে ক্লিপ কেটে জোড়া লাগিয়ে কথোপকথন তৈরি করে এই ভুয়া টক শো বানানো হয়েছে।

এ ধরনের ভুয়া টক শো অনেকে বিশ্বাস করেন, যার ফলে সমাজে বিভাজন তৈরি হয় এবং রাজনীতি ও গণতন্ত্রের ওপর প্রভাব পড়ে।ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী

ডিসমিসল্যাব জানায়, ভুয়া টক শোটি চলতি মাসের শেষ নাগাদ ফেসবুকে দুই লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটির ওপর একটি লোগো ছিল ‘টক শো ফার্স্ট নিউজ’ নামে, যা একই নামের একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে মিলে যায়। সেখানে একই ভিডিওটি আরও ১ লাখ ৩৫ হাজারবার দেখা হয়েছে। ওই চ্যানেলে এমন বেশ কিছু ক্লিপ ছিল, যা একইভাবে বিকৃত বা সাজানো হয়েছিল।

প্রবাসী সাংবাদিক খালেদ মুহিউদ্দীন ইউটিউবে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামে একটি চ্যানেলে টক শো উপস্থাপনা করেন। সম্প্রতি তাঁর ছবি, ফুটেজ ব্যবহার করে বিভিন্ন ক্লিপ যুক্ত করে প্রচুর ভুয়া টক শো তৈরি করে প্রচার করা হয়েছে। ডিসমিসল্যাব এ বিষয়ে গবেষণা করেছে। তারা ইউটিউবে ‘খালেদ মুহিউদ্দীন টক শো’ লিখে খোঁজ করে অন্তত ৫০টি চ্যানেল চিহ্নিত করেছে। খালেদ মুহিউদ্দীন ছাড়াও এসব চ্যানেলে অন্যান্য উপস্থাপক ও রাজনৈতিক বক্তাদের বিভিন্ন বক্তব্যের ক্লিপ জুড়ে দিয়ে ভুয়া টক শো তৈরি করা হয়েছে। গত ২৫ মার্চ থেকে ৩১ মার্চে খুঁজে পাওয়া এসব চ্যানেলের মধ্যে ২৯টি চ্যানেল অন্তত একটি বিকৃত টক শো প্রচার করেছে।

ডিসমিসল্যাব বলছে, চিহ্নিত ২৯টির মধ্যে ২০টি চ্যানেল তৈরি হয়েছে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর। বাকি চ্যানেলগুলো ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তৈরি। পর্যালোচনার আওতায় আসা ভিডিওগুলোর মধ্যে অন্তত ৫৮ জন রাজনীতিবিদ, সাংবাদিক ও টক শো উপস্থাপকের ছবি, ফুটেজ বা বক্তব্য বিকৃত করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমালোচনা করে তৈরি করা হয়েছে ২০ শতাংশ ভুয়া টক শো। বিএনপি ও আওয়ামী লীগকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য রয়েছে ১০ শতাংশ করে ভুয়া টক শোতে।

পর্যালোচনা করা ভিডিওগুলোতে ‘ব্যাকগ্রাউন্ড’ (নেপথ্যের দৃশ্য) বদলানো, ফুটেজ কাটাছেঁড়া বা জুম করা এবং মূল প্রসঙ্গ বিকৃত করা হয়েছে। অধিকাংশ ভিডিও ইউটিউব, টেলিভিশন শো, ফেসবুক লাইভ এবং অডিও রেকর্ডিং থেকে ক্লিপ জোড়া লাগিয়ে তৈরি। অনেক ক্ষেত্রে, মূল বক্তার ফুটেজে এমন ভয়েসওভার (কথা) জুড়ে দেওয়া হয়েছে, যা ভিন্ন প্রেক্ষাপট থেকে নেওয়া এবং যার সঙ্গে কথোপকথনের কোনো সম্পর্ক নেই; কিন্তু বাস্তব ও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ২৭ মার্চ প্রকাশিত একটি ভিডিওর শিরোনাম ছিল, ‘ড. ইউনূস চীন সফরের পরপরই পদত্যাগ করলেন’। যেখানে যমুনা টিভির লোগো ব্যবহার করা হয়। যমুনা টিভির সঙ্গে ডিসমিসল্যাব যোগাযোগ করে জানতে পারে যে তাদের অনুমতি ছাড়া লোগো ব্যবহার করা হয়েছে। ভিডিওটিতে উপস্থাপক খালেদ মুহিউদ্দীন এবং রাজনীতিবিদ গোলাম মাওলা রনির আলাদা আলাদা ফুটেজ জোড়া লাগানো হয়েছে।

ডিসমিসল্যাব বলছে, রাজনীতিবিদদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের নেতা ফজলুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের ফুটেজও এসব ভুয়া টক শোতে ব্যবহার করা হয়েছে।

পর্যালোচনার আওতায় আসা ভিডিওগুলোর মধ্যে অন্তত ৫৮ জন রাজনীতিবিদ, সাংবাদিক ও টক শো উপস্থাপকের ছবি, ফুটেজ বা বক্তব্য বিকৃত করা হয়েছে।

ভুয়া টক শোর বিষয়ে ডিসমিসল্যাবকে খালেদ মুহিউদ্দীন বলেন, তিনি দর্শকদের তাঁর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের আধেয়র ওপর আস্থা রাখার আহ্বান জানান।

ডিসমিসল্যাব বলেছে, ভুয়া টক শোগুলোতে বক্তব্য তুলে ধরা হয় মূলত রাজনৈতিক দল ও সরকারকে নিয়ে। ভুয়া টক শোগুলোর ৪০ শতাংশেই অন্তর্বর্তী সরকারের সমালোচনামূলক বক্তব্য রয়েছে। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমালোচনা করে তৈরি করা হয়েছে ২০ শতাংশ ভুয়া টক শো। বিএনপি ও আওয়ামী লীগকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য রয়েছে ১০ শতাংশ করে ভুয়া টক শোতে।

বেশিবার দেখা হয়েছে, এমন পাঁচটি ভুয়া টক শো খুঁজে বের করেছে। এসব টক শোতে প্রচার করা হয়েছে অশনিবার্তা, আলোর রাজনীতি ও রাজনৈতিক আলোচনা নামের ইউটিউব চ্যানেল থেকে। পাঁচটি টক শো দুই থেকে ছয় লাখ বার দেখা হয়েছে।

নিজের নিয়মই মানছে না ইউটিউব

ইউটিউবের স্প্যাম ও প্রতারণামূলক আচরণ নীতিমালায় বলা হয়েছে, এমন শিরোনাম, থাম্বনেইল বা বিবরণ ব্যবহার করা যাবে না, যার সঙ্গে ভিডিওর প্রকৃত বিষয়বস্তুর মিল নেই এবং যা দর্শকদের বিভ্রান্ত করে। এসব ভুয়া টক শোতে এ নীতি মানা হয়নি।

ইউটিউবের ছদ্মবেশ ধারণ নিষেধাজ্ঞা নীতিমালায় বলা আছে, অন্য কারও আসল নাম, ব্যবহারকারী নাম, ছবি, ব্র্যান্ড, লোগো বা ব্যক্তিগত কোনো তথ্য ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, অনুমতি ছাড়া সাংবাদিক, টক শো উপস্থাপক ও কনটেন্ট (আধেয়) নির্মাতাদের ফুটেজ ব্যবহার করায় এগুলো ইউটিউবের কপিরাইট নীতিমালাও লঙ্ঘন করতে পারে।

ডিজিটাল মিডিয়া–বিশেষজ্ঞরা মনে করেন, নিজস্ব নীতিমালা থাকলেও ইউটিউব এ ধরনের ভুয়া ভিডিওকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দিচ্ছে। এতে গুণগত সাংবাদিকতা পিছিয়ে পড়ে।

২০২২ সালে একটি খোলাচিঠিতে ইন্টারন্যাশনাল ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক অভিযোগ করেছিল, ইউটিউব তাদের প্ল্যাটফর্মকে অপব্যবহারের সুযোগ দিচ্ছে—যেখানে অসাধু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তি ছড়ানো, মানুষকে প্রতারিত করা, এমনকি সংগঠিত হয়ে অর্থ সংগ্রহ পর্যন্ত করছে।

মিরাজ আহমেদ চৌধুরী বলেন, এ ধরনের ভুয়া কনটেন্ট বা আধেয় বন্ধ করতে প্ল্যাটফর্মগুলোর নিজস্ব নীতি মনে করিয়ে দিয়ে তাদের ওপর চাপ তৈরি করতে হবে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে উদ্যোগী হতে হবে।

সম্পর্কিত নিবন্ধ