কোনো এক কারণে শুটিংয়ে খেপে গিয়েছিলাম
Published: 7th, February 2025 GMT
প্রথম আলো :
‘বলী’ মুক্তি পাচ্ছে, আপনি চট্টগ্রামে কেন?
নাসির উদ্দিন খান: মুক্তির খবরটা আগে জানলে আরও আগেই প্রচারণায় যুক্ত হতে পারতাম। কাল থেকেই সিনেমাটির প্রচারণায় যুক্ত হব।
প্রথম আলো :
প্রচারণা নিয়ে কী বলবেন?
নাসির উদ্দিন খান: ফিল্ম রিলিজ নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, হাতে গোনা দু–একটি সিনেমা ঠিকমতো প্রচারণা করেছে। বেশির ভাগ সিনেমাই অনেকটা হুটহাট করে মুক্তি পেয়েছে। বলী শিগগিরই মুক্তি পাবে, আগেই ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে ঘোষণা করা হয়েছিল। তখন আভাস পেয়েছিলাম, ফেব্রুয়ারির শুরুর দিকে হতে পারে। অবশেষে ৭ তারিখে রিলিজের কথা ৪ তারিখে জানতে পারলাম। এ ধরনের মুভি আরেকটু বেশি প্রচারণার দরকার ছিল। সিনেমাটি নিয়ে দর্শক আগে থেকেই জানে। এটি বুসান চলচ্চিত্র উৎসব থেকে নিউ কারেন্টস পুরস্কার পেয়েছে। সে হিসেবে মানুষ সিনেমাটির কথা জানে। কিন্তু রিলিজ হবে কবে, সেটা অনেকেই জানে না।
অভিনেতা নাসির উদ্দিন খান। ছবি: শুভ্র কান্তি দাশ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।