২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য প্রাক-নির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা হবে আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি)। রুয়েটে ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১৯ হাজার ৯১৫ জন। তিন শিফটে হবে এমসিকিউ পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রুয়েটে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড.

এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম জানিয়েছেন, প্রথম শিফটে পরীক্ষায় অংশ নেবেন ১০০০০১ থেকে ১০৬৬৩৯ রোল নম্বরধারীরা। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তাদের পরীক্ষা হবে। দ্বিতীয় শিফটে ২০০০০১ থেকে ২০৬৬৩৮ রোল নম্বরধারীদের পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। তৃতীয় শিফটে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেবেন ৩০০০০১ থেকে ৩০৬৬৩৮ রোল নম্বরধারীরা।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি বলেছেন, “রুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট আসন আছে ১ হাজার ২৩৫টি। প্রাক-নির্বাচনি পরীক্ষা শেষে নির্বাচনি (লিখিত) পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি। নির্বাচনি (লিখিত) পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি। নির্বাচনি (লিখিত) পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য মোট ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ‘খ’ গ্রুপের জন্য অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা হবে। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।”

তিনি জানান, পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধান প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। পরীক্ষা চলাকালে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

সংবাদ সম্মেলনে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ ও উপ-পরিচালক (প্রশাসন) জেড এইচ এম মনজুর মোর্শেদ, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মুরতুজা প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/মাহিন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ য় অ শ ন পর ক ষ র র জন য

এছাড়াও পড়ুন:

রেমিট্যান্সের নতুন রেকর্ড

বাংলাদেশে চলতি মার্চ মাসের ২৬ তারিখ পর্যন্ত রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। এ সময় পর্যন্ত প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে পাঠিয়েছেন ২৯৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রার এর পরিমাণ ৩৬ হাজার ২২৩ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কো‌টি ৩২ লাখ ডলার বা ১ হাজার ৩৯৩ কো‌টি ২১ লাখ টাকা। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চের ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। চলতি মার্চ মাসের ২৬ পর্যন্ত যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা আগের বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৪০ শতাংশ বেশি।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চের ২৬ তা‌রিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৪৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৮ দশমিক ৪০ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময় রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৬৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারি মাসে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • রেমিট্যান্সের নতুন রেকর্ড
  • কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন
  • ‘জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়া’য় ঢেকে রাখা হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষণা
  • বিটিভিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান নিয়ে ডকুড্রামা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের বিষয় পছন্দক্রম শুরু, সাক্ষাৎকারের তারিখও প্রকাশ
  • টিভির ‘ভৌতিক’ টিআরপি, পত্রিকার প্রচারসংখ্যায় দেওয়া হয় ‘গোলমেলে’ তথ্য
  • ইস্টার্ন ব্যাংকের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • তিন কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
  • সৌদির নতুন হজ ব্যবস্থাপনা কতটা কার্যকর