২৩৫ কোটি মার্কিন ডলার!

বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার ৬৭০ কোটি ৮৮ লাখ টাকা প্রায়। এটা ছেলেদের ফুটবলে জানুয়ারির শীতকালীন দলবদলে আন্তর্জাতিক ট্রান্সফার বিশ্বব্যাপী ক্লাবগুলোর মোট খরচের অঙ্ক, যা গত বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি। ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়া দলবদলের এই খরচের তথ্য জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আরও পড়ুন৭ গোলের ম্যাচে আর্জেন্টিনার জয়, জিতেছে ব্রাজিলও৪ ঘণ্টা আগে

ফিফার মাধ্যমে প্রক্রিয়া করা ভিন্ন ভিন্ন দেশের ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড় বিকিকিনির হিসাব এটি। জানুয়ারির এই উইন্ডোয় ৫৮৬৩টি আন্তর্জাতিক দলবদল সম্পন্ন হয়েছে। দলবদল সংখ্যায় এটি নতুন রেকর্ড। গত বছরের একই সময়ে হয়েছিল ৪৯৬৩টি আন্তর্জাতিক দলবদল। এবার দলবদল ৯০০টি বা ১৯ দশমিক ১ শতাংশ বেড়েছে।

ফিফার আন্তর্জাতিক ট্রান্সফার স্ন্যাপশটের হিসাব অনুযায়ী, এবার আন্তর্জাতিক দলবদলে বিশ্বব্যাপী ক্লাবগুলো যত খরচ করেছে, তা আগের চেয়ে ৪৭ দশমিক ১ শতাংশ বেশি—২০২৩ সালে আন্তর্জাতিক দলবদলে ১৫৭ কোটি ডলার খরচের রেকর্ড হয়েছিল।

গত মাসে আন্তর্জাতিক দলবদলে খরচের শীর্ষে ইংল্যান্ডের ক্লাবগুলো। খরচের পরিমাণ ৬২ কোটি ১৬ লাখ ডলার, যার মধ্যে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি একাই খরচ করেছে ২২ কোটি ৪০ লাখ ডলার। শীতকালীন এই দলবদলে ওমর মারমৌশ, নিকো গঞ্জালেস, আবদুকোদির খুশানভ, ভিতর রেইস ও জুমা বাহকে কিনেছে পেপ গার্দিওলার দল।

কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান এই উইন্ডোর সবচেয়ে ব্যয়বহুল দলবদল। ৭ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ডলারে অ্যাস্টন ভিলা থেকে তাঁকে কিনেছে সৌদি প্রো লিগের দল আল নাসর। অ্যাড–অনস হিসেবে এই দলবদলের খরচের অঙ্কটা আরও বাড়বে।

আরও পড়ুন‘ফার্গি টাইম’ নয়, ইউনাইটেডে এবার ‘অফসাইড টাইম’৪ ঘণ্টা আগে

যেসব দেশের ক্লাবগুলো সবচেয়ে বেশি খরচ করেছে, তার মধ্যে শীর্ষ পাঁচের বাকি চারটি দেশ হচ্ছে—জার্মানি (২৯ কোটি ৫৭ লাখ ডলার), ইতালি (২২ কোটি ৩৮ লাখ ডলার), ফ্রান্স (২০ কোটি ৯৭ লাখ ডলার) ও সৌদি আরব (২০ কোটি ২১ লাখ ডলার)। আর খেলোয়াড় বেচে আয়ের দিক থেকে সবার ওপরে ফ্রান্স। মোট ৩৭ কোটি ১০ লাখ ডলারের খেলোয়াড় বিক্রি করেছে ফরাসি ক্লাবগুলো। ২২ কোটি ৬২ লাখ ডলার আয় করে এরপরই আছে জার্মান ক্লাবগুলো। ১৮ কোটি ৫২ লাখ ডলার আয় করে তৃতীয় ইংল্যান্ডের ক্লাবগুলো। চারে পর্তুগাল (১৭ কোটি ৬৪ লাখ ডলার) ও পাঁচে ইতালির (১৬ কোটি ২০ লাখ ডলার) ক্লাবগুলো।

এবারের শীতকালীন দলবদলে সবচেয়ে বেশি খেলোয়াড়ের ঠিকানা হয়েছে ব্রাজিলের ক্লাবগুলো—৪৭১, দ্বিতীয় সর্বোচ্চ আর্জেন্টিনায় ২৫৫ জন।

মেয়েদের ফুটবলেও জানুয়ারির দলবদলের উইন্ডোয় রেকর্ড ৫৮ লাখ ডলার খরচ হয়েছে। দলবদল সম্পন্ন হয়েছে মোট ৪৫৫টি, যা আগের তুলনায় ১৮০ দশমিক ৬ শতাংশ বেশি। ইংল্যান্ডের ক্লাবগুলো মেয়েদের দলবদলে সর্বোচ্চ ২৩ লাখ ডলার খরচ করেছে। সর্বোচ্চ ৩৯ জন খেলোয়াড়ও পেয়েছে ইংলিশ ফুটবলের ক্লাবগুলো।

আরও পড়ুন‘জীবনের সঙ্গী’কে বিদায়ী বার্তা রোনালদোর০৭ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দলবদল র ফ টবল খরচ র র খরচ

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ