এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও লেখক মেসবাহ য়াযাদের বই ‘চব্বিশের বাংলাদেশ’। ২০২৪ সালের জুলাই ১৪ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে সাজানো হয়েছে বইটি। বইটিতে পাঠকরা সেসময়ে ঘটে যাওয়া নানা ঘটনা-দুর্ঘটনার বিষদ জানতে পারবেন। 

‘চব্বিশের বাংলাদেশ’ নিয়ে সাংবাদিক মেসবাহ য়াযাদ বলেন, ‘‘পাঁচ, দশ বা পনের বছর পর আজকের ইতিহাস আর এমন নির্ভেজাল থাকবে না। সেসময়ে পরবর্তী প্রজন্মকে সঠিক তথ্য জানাতে এই বইটি সংগ্রহে রাখা উচিৎ। সেই সাথে আন্দোলন চলাকালে নেটওয়ার্ক পরিষেবা বন্ধ থাকায় সব তথ্য সাধারণের জানার কথা নয়। রাজধানী ঢাকা থেকে অনেক দূরের জেলা বা মফস্বল শহরের মানুষের পক্ষে তাই সঠিক সংবাদ জানা সম্ভবও হয়নি। প্রকৃত অর্থে কী ঘটেছিল তখন ঢাকায়, জানতে হলে পড়া দরকার ‘চব্বিশের বাংলাদেশ’।’

তিনি বলেন, ‘‘এ সময়ের গল্পের পেছনের গল্প, মানুষের গল্প, অমানুষের গল্প, ক্ষমতার গল্প, অক্ষমতার গল্প, সাধারণের গল্প, অসাধারণের গল্প— একজন মাঠের সংবাদকর্মী হিসেবে অভিজ্ঞতার গল্পকে সময়ের একটি প্রামাণ্য দলিল মলাটবন্দি করার প্রয়াসই এই গ্রন্থ। এটি সময়ের একটি প্রামাণ্য দলিল।’’ 

আরো পড়ুন:

বৃত্তের বাইরের ভাবনায় বইমেলা 

বইমেলায় ইমরুল ইউসুফের ‘ক্যাম্পাসাণুকাব্য’

‘চব্বিশের বাংলাদেশ’-এর প্রচ্ছদ এঁকেছেন শিল্পী বিপুল শাহ। মেলার সাহিত্যদেশ-এর ৫৯৪-৫৯৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। 

অন্যান্য আরো প্লাটফর্ম: পিবিএস বুকশপ, শান্তিনগর, ঢাকা, পলল প্রকাশনী, আজিজ মার্কেট, ঢাকা, বিশ্বরঙ, যমুনা ফিউচার পার্ক, ঢাকা।

অনলাইন: রকমারি ডটকম, বইবাজার ডটকম, বইফেরী ডটকম, পিবিএস বুকশপ, রিডচেইন ডটকম, দূরবীন, বুক এক্সপ্রেস, বইপোকা, প্রথমা ডট কম, বইয়ের দুনিয়া ডটকম, বইসদাই ডটকম, বইপ্রহর, বাতিঘর ডটকম-এ।

ঢাকা/নাজমুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’

রাজশাহীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম’-এর কার্যক্রম আবার চালু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পোর্টালটি সচল করা হয়।

গত ২১ জুলাই পোর্টালটি সাময়িকভাবে বন্ধ করে দেয় মালিকপক্ষ। তখন পদ্মাটাইমসের সম্পাদক এম বদরুল হাসান অভিযোগ করেছিলেন, জেলা বিএনপির কমিটি নিয়ে একটি সংবাদ প্রকাশের পর মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিউজ পোর্টালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আজ সকালে পোর্টালটির ফেসবুক পেজে সম্পাদক বদরুল হাসানের স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনিবার্য কারণে সাময়িকভাবে বন্ধ থাকা পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম-এর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ-বিদেশের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী ও প্রশাসনের পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সাময়িক বিরতিতে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখিত এবং সবার ভালোবাসা কামনা করছি।’

এম বদরুল হাসান আজ সকালে বলেন, জেলা বিএনপি-সংক্রান্ত একটি সংবাদের জেরে মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি হয়। এমনকি প্রকাশকের বাড়িতে গিয়ে ‘মব’ তৈরি করে হামলার চেষ্টাও করা হয়। বিষয়টি সেনাবাহিনীকেও জানানো হয়েছিল। এরপর মালিকপক্ষ পোর্টালটি বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার তাঁরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। কমিশনার ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দেন। এতে মালিকপক্ষ আশ্বস্ত হয়ে পোর্টালটি আবার চালু করেছে।

আরও পড়ুনরাজশাহীতে বন্ধ হলো নিউজ পোর্টাল পদ্মাটাইমস, চাপের কথা জানালেন সম্পাদক২১ জুলাই ২০২৫

২০১৭ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে পদ্মাটাইমস। ২০২২ সালের ২১ জুলাই এটি সরকার থেকে নিবন্ধন পায়। পোর্টালটির প্রকাশক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম (বেন্টু)। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন তাঁর ওপর হামলা হয়। এর পর থেকে তিনি পলাতক। ২০২২ সালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল আলম। পরে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’